Healthy Lifestyle: পুরুষদের রামবাণ, তেজি করে যৌবন... গ্রিন টি-তে মিশিয়ে ফেলুন লাল এই মশলা, ফলাফল হাতেনাতে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কেশর মেশানো লাল চায়ের গুণাগুণ তো সকলেরই জানা। পুষ্টিবিদ লভনীত বাত্রার কথা অনুযায়ী, কেশর বা জাফরানে রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়ক। এই অ্যান্টিঅক্সিড্যান্টগুলি সুস্থ কোষের ক্ষতি প্রতিরোধ করে।
গ্রিন টি একটি প্রাকৃতিক ডিটক্স পানীয় যা বিপাক বৃদ্ধি করে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে উপস্থিত Epigallocatechin Gallate (EGCG) নামক অ্যান্টিঅক্সিডেন্ট ইউরিক অ্যাসিডের উৎপাদন কমায়। গ্রিন টি শরীরের ক্ষারীয়করণ এবং জয়েন্টের প্রদাহ কমাতেও উপকারী। এছাড়া ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং মস্তিষ্ককে সচল রাখে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement