Rose Gardening Tips: কড়া শীতে ক'দিনেই শুকিয়ে কাঠ সাধের গোলাপগাছ? ছোট হচ্ছে ফুল? মালির ৫ 'ট্রিক' মানুন, বড় আকারের ফুলে ঢাকবে গাছ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rose Gardening Tips: বাগানে, বারান্দায়, বারান্দায় গোলাপ গাছ থাকে, তাহলে প্রতি দুই থেকে তিন দিন অন্তর পরীক্ষা করে দেখুন গাছ শুকিয়ে যাচ্ছে কিনা। ঠান্ডায় গাছ প্রাণহীন হয়ে যায়। কুঁড়ি, ফুল এবং পাতা সবই শুকিয়ে যেতে শুরু করে।
advertisement
advertisement
*গোলাপ গাছে লেবু যোগ করলে গাছ সবুজ থাকে। এক বোতল জলে কিছু লেবুর টুকরো কয়েকদিন ভিজিয়ে রাখুন। তারপর, এই জল স্প্রে বোতলে ভরে সমস্ত গাছে স্প্রে করুন। এই মিশ্রন গোলাপ গা পুনরুজ্জীবিত করবে। তারা বছরের পর বছর ধরে গাছ সুস্থ রাখতে সাহায্য করে। এই মিশ্রন প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে। গাছে গাঁজানো লেবুর জল যোগ করলে গাছের আয়ু বাড়বে।
advertisement
advertisement









