advertisement

Arijit Singh Family Photo: মা ছিলেন তাঁর শিক্ষা গুরু, প্রথম বিয়ে টেকেনি অরিজিতের, দ্বিতীয় স্ত্রী-সন্তানদের নিয়ে সুখের সংসার গায়কের, দেখুন পারিবারিক ছবি

Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি খুব কম পোস্ট করেন অরিজিৎ সিং৷ কাজের জগতে ব্যস্ত এই গায়কের জীবনে মা ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি৷ করোনাকালে মাকে হারান তিনি৷ স্ত্রী-সন্তানদের পাশাপাশি পরিবারে রয়েছেন আরও আপনজন৷ দেখুন অরিজিতের পারিবারিক ফোটো অ্যালবাম৷
1/10
•তাঁর গান মাতিয়ে দেয় আসমুদ্র হিমাচাল৷ বলিউডের সেরার সেরা গায়ক অরিজিৎ সিং৷ কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন হঠাৎ সিদ্ধান্ত নিলেন আর বলিউড প্লেব্যাক করবেন না৷ শোরগোল পড়ে গেল বিনোদন দুনিয়ায়৷ শুরু হল অরিজিৎকে নিয়ে জোর চর্চা৷ কেন এমন সিদ্ধান্ত? গায়ক বলছেন তিনি ক্লান্ত, তবে গানের অন্বেষণ চলবে, গানই থাকবে তাঁর জীবনের কেন্দ্রবিন্দুতে৷ এটা স্পষ্ট করেছেন অরিজিৎ৷
•তাঁর গান মাতিয়ে দেয় আসমুদ্র হিমাচাল৷ বলিউডের সেরার সেরা গায়ক অরিজিৎ সিং৷ কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন হঠাৎ সিদ্ধান্ত নিলেন আর বলিউড প্লেব্যাক করবেন না৷ শোরগোল পড়ে গেল বিনোদন দুনিয়ায়৷ শুরু হল অরিজিৎকে নিয়ে জোর চর্চা৷ কেন এমন সিদ্ধান্ত? গায়ক বলছেন তিনি ক্লান্ত, তবে গানের অন্বেষণ চলবে, গানই থাকবে তাঁর জীবনের কেন্দ্রবিন্দুতে৷ এটা স্পষ্ট করেছেন অরিজিৎ৷
advertisement
2/10
•অরিজিতের গানের চর্চা শুরু হয় ছোটবেলায়, মায়ের হাত ধরে৷ মা অদিতি সিং ছিলেন তাঁর শিক্ষাগুরু৷ করোনার সময় ২০২১-এ মাকে হারান অরিজিৎ৷ তাঁর মা মারা যান মাত্র ৫৭ বছর বয়সে৷
•অরিজিতের গানের চর্চা শুরু হয় ছোটবেলায়, মায়ের হাত ধরে৷ মা অদিতি সিং ছিলেন তাঁর শিক্ষাগুরু৷ করোনার সময় ২০২১-এ মাকে হারান অরিজিৎ৷ তাঁর মা মারা যান মাত্র ৫৭ বছর বয়সে৷
advertisement
3/10
•মা অদিতি সিংয়ের নামাঙ্কিত অদিতি সুর সাধনালয় সঙ্গীত স্কুলের মিউজিক ও থিয়েটার কর্মশালার সূচনা করেছেন তিনি৷
•মা অদিতি সিংয়ের নামাঙ্কিত অদিতি সুর সাধনালয় সঙ্গীত স্কুলের মিউজিক ও থিয়েটার কর্মশালার সূচনা করেছেন তিনি৷
advertisement
4/10
•পরিবারের কথা বেশি বলেন না৷ পরিবারের লোকদের ছবিও পোস্ট করেন খুবই কম৷ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে থাকেন তিনি৷ সেখান থেকেই চলে তাঁর সুরের চর্চা৷ খুবই সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং৷ রাস্তাঘাটে স্কুটি নিয়ে চলাফেরা করতে প্রায়ই দেখা যায় তাঁকে৷
•পরিবারের কথা বেশি বলেন না৷ পরিবারের লোকদের ছবিও পোস্ট করেন খুবই কম৷ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে থাকেন তিনি৷ সেখান থেকেই চলে তাঁর সুরের চর্চা৷ 
advertisement
5/10
খুবই সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং৷ রাস্তাঘাটে স্কুটি নিয়ে চলাফেরা করতে প্রায়ই দেখা যায় তাঁকে৷
খুবই সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং৷ রাস্তাঘাটে স্কুটি নিয়ে চলাফেরা করতে প্রায়ই দেখা যায় তাঁকে৷
advertisement
6/10
•বাড়িতে কে কে রয়েছে অরিজিতের? মুর্শিদাবাদের জিয়াগঞ্জনের ছেলে অরিজিৎ সিং৷ মা বাঙালি, বাবা পাঞ্জাবি৷ রয়েছে এক বোনও৷ যদিও পরিবারকে আড়ালে রাখতেই পছন্দ করেন শিল্পী৷
•বাড়িতে কে কে রয়েছে অরিজিতের? মুর্শিদাবাদের জিয়াগঞ্জনের ছেলে অরিজিৎ সিং৷ মা বাঙালি, বাবা পাঞ্জাবি৷ রয়েছে এক বোনও৷ যদিও পরিবারকে আড়ালে রাখতেই পছন্দ করেন শিল্পী৷
advertisement
7/10
•অরিজিতের স্ত্রী কোয়েল৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে৷ কোয়েলেরও দ্বিতীয় বিয়ে৷ অরিজিত-কোয়েলের প্রেম বা বিয়ে কোনও সিনেমার চিত্রনাট্য থেকে কম নয়৷ দু’জনের দ্বিতীয় বিয়ে এটি৷
•অরিজিতের স্ত্রী কোয়েল৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে৷ কোয়েলেরও দ্বিতীয় বিয়ে৷ 
advertisement
8/10
•অরিজিতের স্ত্রী কোয়েল৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে৷ কোয়েলেরও দ্বিতীয় বিয়ে৷ অরিজিত-কোয়েলের প্রেম বা বিয়ে কোনও সিনেমার চিত্রনাট্য থেকে কম নয়৷ দু’জনের দ্বিতীয় বিয়ে এটি৷
অরিজিত-কোয়েলের প্রেম বা বিয়ে কোনও সিনেমার চিত্রনাট্য থেকে কম নয়৷ দু’জনের দ্বিতীয় বিয়ে এটি৷
advertisement
9/10
•বেশিদিন টেকেনি অরিজিতের প্রথম বিয়ে। এমনকি অরিজিতের প্রথম স্ত্রীর নামও সেভাবে প্রকাশ্যে আসেনি কোনদিন। রেজিস্ট্রি হলেও সামাজিকভাবে বিয়ে হয়নি তাঁদের।
•বেশিদিন টেকেনি অরিজিতের প্রথম বিয়ে। এমনকি অরিজিতের প্রথম স্ত্রীর নামও সেভাবে প্রকাশ্যে আসেনি কোনদিন। রেজিস্ট্রি হলেও সামাজিকভাবে বিয়ে হয়নি তাঁদের।
advertisement
10/10
 ২০১৩ সেপ্টেম্বরে তাঁদের ডিভোর্স চূ়ড়ান্ত হয়। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিত।
২০১৩ সেপ্টেম্বরে তাঁদের ডিভোর্স চূ়ড়ান্ত হয়। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিত।
advertisement
advertisement
advertisement