প্রেম টিকবে তো ? প্রেমিকের জড়িয়ে ধরার ভঙ্গিমাতেই লুকিয়ে আছে রহস্য

Last Updated:
প্রেমে ঝগড়াঝাটি থাকবে না, তা তো হয় না ! তবে সামান্য ঝগড়া হলেই আমরা ভাবতে বসে যাই, ভালোবাসা বোধহয় আর আগের মতো নেই। তারপর শুরু হয় অবসাদ।
1/6
প্রেমে ঝগড়াঝাটি থাকবে না, তা তো হয় না ! তবে সামান্য ঝগড়া হলেই আমরা ভাবতে বসে যাই, ভালোবাসা বোধহয় আর আগের মতো নেই। তারপর শুরু হয় অবসাদ। প্রেম ভাঙার অবসাদ যেমন ছেলে-মেয়ে উভয়েরই হয়। তবে মেয়েরা একটু বেশি ভোগেন। কিন্তু ঝগড়া হলেই ভয় পাওয়ার নেই। সম্পর্ক ঠিক আছে কিনা বুঝতে পারবেন সহজ কয়েকটি উপায়ে। photo source collected
প্রেমে ঝগড়াঝাটি থাকবে না, তা তো হয় না ! তবে সামান্য ঝগড়া হলেই আমরা ভাবতে বসে যাই, ভালোবাসা বোধহয় আর আগের মতো নেই। তারপর শুরু হয় অবসাদ। প্রেম ভাঙার অবসাদ যেমন ছেলে-মেয়ে উভয়েরই হয়। তবে মেয়েরা একটু বেশি ভোগেন। কিন্তু ঝগড়া হলেই ভয় পাওয়ার নেই। সম্পর্ক ঠিক আছে কিনা বুঝতে পারবেন সহজ কয়েকটি উপায়ে। photo source collected
advertisement
2/6
আপনার প্রেমিক কি কাঁধের দিক থেকে জড়িয়ে ধরতে ভালবাসেন? যদি হয় তবে সঙ্গীকে আরও কাছে টেনে নিন। বিশেষজ্ঞদের দাবি, এভাবে যাঁরা জড়িয়ে ধরতে ভালবাসেন, তাঁদের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো। তাই ঝগড়া হলেও এই সম্পর্ক চিরস্থায়ী হবে।photo source collected
আপনার প্রেমিক কি কাঁধের দিক থেকে জড়িয়ে ধরতে ভালবাসেন? যদি হয় তবে সঙ্গীকে আরও কাছে টেনে নিন। বিশেষজ্ঞদের দাবি, এভাবে যাঁরা জড়িয়ে ধরতে ভালবাসেন, তাঁদের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো। তাই ঝগড়া হলেও এই সম্পর্ক চিরস্থায়ী হবে।photo source collected
advertisement
3/6
বুকে টেনে ধরে জড়িয়ে ধরার অভ্যাস রয়েছে প্রেমিকের? বিশেষজ্ঞরা মনে করেন, যাঁরা এভাবে জড়িয়ে ধরেন তাঁরা নিজের প্রেমিকার প্রতি অত্যন্ত যত্নশীল হন।photo source collected
বুকে টেনে ধরে জড়িয়ে ধরার অভ্যাস রয়েছে প্রেমিকের? বিশেষজ্ঞরা মনে করেন, যাঁরা এভাবে জড়িয়ে ধরেন তাঁরা নিজের প্রেমিকার প্রতি অত্যন্ত যত্নশীল হন।photo source collected
advertisement
4/6
আপনার প্রেমিক কি পিছন থেকে আচমকা জড়িয়ে ধরেন ?  তবে জেনে রাখুন প্রেমিক আপনাকে যেকোনও বিপদ থেকে রক্ষা করার জন্য তৈরি রয়েছেন।photo source collected
আপনার প্রেমিক কি পিছন থেকে আচমকা জড়িয়ে ধরেন ? তবে জেনে রাখুন প্রেমিক আপনাকে যেকোনও বিপদ থেকে রক্ষা করার জন্য তৈরি রয়েছেন।photo source collected
advertisement
5/6
প্রেমিক কি খুব শক্ত করে জড়িয়ে ধরে আপনার চোখে চোখ রেখে প্রেমের কথা বলেন? তবে ইনিই আপনার সঠিক জীবনসঙ্গী। আপনার ভালো ও খারাপ গুণগুলিকেও চোখ বন্ধ করে ভালবাসতে পারেন।photo source collected
প্রেমিক কি খুব শক্ত করে জড়িয়ে ধরে আপনার চোখে চোখ রেখে প্রেমের কথা বলেন? তবে ইনিই আপনার সঠিক জীবনসঙ্গী। আপনার ভালো ও খারাপ গুণগুলিকেও চোখ বন্ধ করে ভালবাসতে পারেন।photo source collected
advertisement
6/6
প্রেমিক জড়িয়ে ধরবেন বুঝতে পারামাত্রই কি আপনার আতঙ্ক তৈরি হয়? তবে আপনি সম্পর্ক নিয়ে ভাবুন এবার। কারণ এই সম্পর্ক বেশি দূর এগোবে না। বিশেষজ্ঞরা বলছেন, যে যুগল একে-অপরকে অত্যন্ত জোরে জড়িয়ে ধরে, তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগেন। এমন কিছু বুঝলে এখুনি বেরিয়ে আসুন সম্পর্ক থেকে। photo source collected
প্রেমিক জড়িয়ে ধরবেন বুঝতে পারামাত্রই কি আপনার আতঙ্ক তৈরি হয়? তবে আপনি সম্পর্ক নিয়ে ভাবুন এবার। কারণ এই সম্পর্ক বেশি দূর এগোবে না। বিশেষজ্ঞরা বলছেন, যে যুগল একে-অপরকে অত্যন্ত জোরে জড়িয়ে ধরে, তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগেন। এমন কিছু বুঝলে এখুনি বেরিয়ে আসুন সম্পর্ক থেকে। photo source collected
advertisement
advertisement
advertisement