প্রেম টিকবে তো ? প্রেমিকের জড়িয়ে ধরার ভঙ্গিমাতেই লুকিয়ে আছে রহস্য
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
প্রেমে ঝগড়াঝাটি থাকবে না, তা তো হয় না ! তবে সামান্য ঝগড়া হলেই আমরা ভাবতে বসে যাই, ভালোবাসা বোধহয় আর আগের মতো নেই। তারপর শুরু হয় অবসাদ।
প্রেমে ঝগড়াঝাটি থাকবে না, তা তো হয় না ! তবে সামান্য ঝগড়া হলেই আমরা ভাবতে বসে যাই, ভালোবাসা বোধহয় আর আগের মতো নেই। তারপর শুরু হয় অবসাদ। প্রেম ভাঙার অবসাদ যেমন ছেলে-মেয়ে উভয়েরই হয়। তবে মেয়েরা একটু বেশি ভোগেন। কিন্তু ঝগড়া হলেই ভয় পাওয়ার নেই। সম্পর্ক ঠিক আছে কিনা বুঝতে পারবেন সহজ কয়েকটি উপায়ে। photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রেমিক জড়িয়ে ধরবেন বুঝতে পারামাত্রই কি আপনার আতঙ্ক তৈরি হয়? তবে আপনি সম্পর্ক নিয়ে ভাবুন এবার। কারণ এই সম্পর্ক বেশি দূর এগোবে না। বিশেষজ্ঞরা বলছেন, যে যুগল একে-অপরকে অত্যন্ত জোরে জড়িয়ে ধরে, তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগেন। এমন কিছু বুঝলে এখুনি বেরিয়ে আসুন সম্পর্ক থেকে। photo source collected