Vastu Tips: গরম বিছানায় উষ্ণ সঙ্গম ! বাস্তু মেনে বেডরুম বদলান, মেতে থাকুন যৌনতায়

Last Updated:
Vastu tips: শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান
1/13
দাম্পত্য জীবেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হল শয্যা। যৌনজীবন ভালো না হলে বিবাহিত জীবনেও তার প্রভাব পড়ে৷ বহু বিবাহ স্রেফ এই কারণেই ভেঙে যায়৷ অস্বীকারের উপায় নেই, যে কোনও মানুষের জীবনেই যৌনতা একটি অতি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া৷ দৈহিক চাহিদা শুধু নয়, শয্যা দু’টি মানুষকে আরও বিবিধ উপায়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান।
দাম্পত্য জীবেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হল শয্যা। যৌনজীবন ভালো না হলে বিবাহিত জীবনেও তার প্রভাব পড়ে৷ বহু বিবাহ স্রেফ এই কারণেই ভেঙে যায়৷ অস্বীকারের উপায় নেই, যে কোনও মানুষের জীবনেই যৌনতা একটি অতি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া৷ দৈহিক চাহিদা শুধু নয়, শয্যা দু’টি মানুষকে আরও বিবিধ উপায়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান।
advertisement
2/13
অনেক সময় দেখা যায়, বিয়ের পর যে সেক্সুয়াল চাহিদা থাকে, ক্রমেই তা কমতে থাকে৷ এ ক্ষেত্রে কিন্ত‌ু বাস্ত‌ু একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আপনি হয়তো ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন, কিংবা হাসছেন, ঘর সাজানোর উপরেও কিন্ত‌ু যৌন জীবন প্রভাব ফেলে৷ কারণ, ঘরে নেগেটিভ এনার্জি থাকলে, সেক্স লাইফ খারাপ হয়৷ তাই বাস্ত‌ুতে ছোট কিছু পরিবর্তনে যৌনজীবন অচিরেই সুখের হয়ে ওঠে৷ বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, যে খাটে শোবেন, তা যেন কাঠের হয়৷ কোনও ধাতুর খাট সঙ্গী বা সঙ্গিনীর মনে নেগেটিভ এনার্জি তৈরি করে৷
অনেক সময় দেখা যায়, বিয়ের পর যে সেক্সুয়াল চাহিদা থাকে, ক্রমেই তা কমতে থাকে৷ এ ক্ষেত্রে কিন্ত‌ু বাস্ত‌ু একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আপনি হয়তো ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন, কিংবা হাসছেন, ঘর সাজানোর উপরেও কিন্ত‌ু যৌন জীবন প্রভাব ফেলে৷ কারণ, ঘরে নেগেটিভ এনার্জি থাকলে, সেক্স লাইফ খারাপ হয়৷ তাই বাস্ত‌ুতে ছোট কিছু পরিবর্তনে যৌনজীবন অচিরেই সুখের হয়ে ওঠে৷ বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, যে খাটে শোবেন, তা যেন কাঠের হয়৷ কোনও ধাতুর খাট সঙ্গী বা সঙ্গিনীর মনে নেগেটিভ এনার্জি তৈরি করে৷
advertisement
3/13
আপনার খাটকে রাখুন উত্তর-উত্তর পশ্চিম-দক্ষিণ-দক্ষিণ পশ্চিম অভিমুখে। এতে নিরুদ্বিগ্ন দাম্পত্য নিশ্চিত হবে বলে জানাচ্ছে বাস্তু (Photo collected)
আপনার খাটকে রাখুন উত্তর-উত্তর পশ্চিম-দক্ষিণ-দক্ষিণ পশ্চিম অভিমুখে। এতে নিরুদ্বিগ্ন দাম্পত্য নিশ্চিত হবে বলে জানাচ্ছে বাস্তু (Photo collected)
advertisement
4/13
বেডরুমে ল্যাপটপ, কম্পিউটার বা অন্য কোনও ইলেক্ট্রনিক যন্ত্র না থাকাই বাঞ্ছনীয়। (Photo collected)
বেডরুমে ল্যাপটপ, কম্পিউটার বা অন্য কোনও ইলেক্ট্রনিক যন্ত্র না থাকাই বাঞ্ছনীয়। (Photo collected)
advertisement
5/13
শোওয়ার ঘরে মৃত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। দেবতার মূর্তিও রাখতে বারণ করছে বাস্তু। (Photo collected)
শোওয়ার ঘরে মৃত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। দেবতার মূর্তিও রাখতে বারণ করছে বাস্তু। (Photo collected)
advertisement
6/13
এক খাটে দু’টি আলাদা ম্যাট্রেস রাখবেন না। (Photo collected)
এক খাটে দু’টি আলাদা ম্যাট্রেস রাখবেন না। (Photo collected)
advertisement
7/13
ছেঁড়া বা সেলাই করা ছাদর বিছানায় ব্যবহার করবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায়। (Photo collected)
ছেঁড়া বা সেলাই করা ছাদর বিছানায় ব্যবহার করবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায়। (Photo collected)
advertisement
8/13
শয়নকক্ষে আয়না বা দর্পণ থাকে এবং রতিক্রিয়ার প্রতিচ্ছবি তারা নিজেরা দেখতে পায় অতি সহজেই, জানবেন সেই গৃহে বসবাসকারী স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। (Photo collected)
শয়নকক্ষে আয়না বা দর্পণ থাকে এবং রতিক্রিয়ার প্রতিচ্ছবি তারা নিজেরা দেখতে পায় অতি সহজেই, জানবেন সেই গৃহে বসবাসকারী স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। (Photo collected)
advertisement
9/13
যদি স্বামী-স্ত্রীর শয়নস্থানের ওপর বিম থাকে তা হলে ওই স্বামী-স্ত্রী রতিক্রিয়ায় অতৃপ্তি সহ মনোমালিন্যে ভোগে। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। (Photo collected)
যদি স্বামী-স্ত্রীর শয়নস্থানের ওপর বিম থাকে তা হলে ওই স্বামী-স্ত্রী রতিক্রিয়ায় অতৃপ্তি সহ মনোমালিন্যে ভোগে। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। (Photo collected)
advertisement
10/13
দক্ষিণে মাথা করে শোওয়া উচিত৷ শুধু সেক্স লাইফ নয়, উত্তরে মাথা করে শুলে সার্বিক ভাবেই শরীর সুস্থ থাকে৷ কারণ, দিকের চৌম্বকীয় টান শরীরে প্রভাব ফেলে৷ প্রভাব পড়ে যৌন জীবনেও৷ উত্তরে মাথা করে না শোওয়াই ভালো৷
দক্ষিণে মাথা করে শোওয়া উচিত৷ শুধু সেক্স লাইফ নয়, উত্তরে মাথা করে শুলে সার্বিক ভাবেই শরীর সুস্থ থাকে৷ কারণ, দিকের চৌম্বকীয় টান শরীরে প্রভাব ফেলে৷ প্রভাব পড়ে যৌন জীবনেও৷ উত্তরে মাথা করে না শোওয়াই ভালো৷
advertisement
11/13
পশ্চিমে মাথা করে শুলেও ভালো৷ নর্মাল সেক্স লাইফের জন্য পশ্চিম দিক ভালো৷
পশ্চিমে মাথা করে শুলেও ভালো৷ নর্মাল সেক্স লাইফের জন্য পশ্চিম দিক ভালো৷
advertisement
12/13
পূর্বে যে দম্পতি মাথা রেখে শোন, তা হলে বুঝতে হবে, তাঁদের মধ্যে একজনের যৌনইচ্ছে প্রবল৷ আরেকজন অবসাদগ্রস্ত
পূর্বে যে দম্পতি মাথা রেখে শোন, তা হলে বুঝতে হবে, তাঁদের মধ্যে একজনের যৌনইচ্ছে প্রবল৷ আরেকজন অবসাদগ্রস্ত
advertisement
13/13
বিছানার একদিক দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা দরকার৷ এতে সম্পর্ক আরও ভালো হয়৷ তবে খাটটি যে দেওয়ালে ঠেকানো আছে, সে দিকে যেন কোনও জানলা না-থাকে৷ বাস্ত‌ুকাররা বলেন, জানলা থাকলে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়৷
বিছানার একদিক দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা দরকার৷ এতে সম্পর্ক আরও ভালো হয়৷ তবে খাটটি যে দেওয়ালে ঠেকানো আছে, সে দিকে যেন কোনও জানলা না-থাকে৷ বাস্ত‌ুকাররা বলেন, জানলা থাকলে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়৷
advertisement
advertisement
advertisement