Vastu Tips: গরম বিছানায় উষ্ণ সঙ্গম ! বাস্তু মেনে বেডরুম বদলান, মেতে থাকুন যৌনতায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Vastu tips: শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান
দাম্পত্য জীবেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হল শয্যা। যৌনজীবন ভালো না হলে বিবাহিত জীবনেও তার প্রভাব পড়ে৷ বহু বিবাহ স্রেফ এই কারণেই ভেঙে যায়৷ অস্বীকারের উপায় নেই, যে কোনও মানুষের জীবনেই যৌনতা একটি অতি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া৷ দৈহিক চাহিদা শুধু নয়, শয্যা দু’টি মানুষকে আরও বিবিধ উপায়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান।
advertisement
অনেক সময় দেখা যায়, বিয়ের পর যে সেক্সুয়াল চাহিদা থাকে, ক্রমেই তা কমতে থাকে৷ এ ক্ষেত্রে কিন্তু বাস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আপনি হয়তো ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন, কিংবা হাসছেন, ঘর সাজানোর উপরেও কিন্তু যৌন জীবন প্রভাব ফেলে৷ কারণ, ঘরে নেগেটিভ এনার্জি থাকলে, সেক্স লাইফ খারাপ হয়৷ তাই বাস্তুতে ছোট কিছু পরিবর্তনে যৌনজীবন অচিরেই সুখের হয়ে ওঠে৷ বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, যে খাটে শোবেন, তা যেন কাঠের হয়৷ কোনও ধাতুর খাট সঙ্গী বা সঙ্গিনীর মনে নেগেটিভ এনার্জি তৈরি করে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement