অনিয়মিত যৌনতা ? রইল সেক্স লাইফ-এ উত্তেজনা ফিরিয়ে আনার হাতেগরম টিপস--

Last Updated:
1/4
এই প্রজন্ম বড্ড ব্যস্ত! সারাক্ষণ ল্যাপটপে মুখ গুঁজে! ফল ? ব্যক্তিগত কোনও সময়ই নেই! অনিয়মিত যৌনতা ! আর এর থেকেই অধিকাংশ স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব ! ৪৫ বছর পার হতে না হতেই সমস্ত এনার্জি 'খতম'! স্বামী-স্ত্রী যেন ভাই বোন! এহেন পরিস্থিতিতে সেক্স লাইফ কী করে ফের চনমনে করে তুলবেন ? রইল তারই টিপস--  Photo Source: Collected
এই প্রজন্ম বড্ড ব্যস্ত! সারাক্ষণ ল্যাপটপে মুখ গুঁজে! ফল ? ব্যক্তিগত কোনও সময়ই নেই! অনিয়মিত যৌনতা ! আর এর থেকেই অধিকাংশ স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব ! ৪৫ বছর পার হতে না হতেই সমস্ত এনার্জি 'খতম'! স্বামী-স্ত্রী যেন ভাই বোন! এহেন পরিস্থিতিতে সেক্স লাইফ কী করে ফের চনমনে করে তুলবেন ? রইল তারই টিপস-- Photo Source: Collected
advertisement
2/4
বিয়ের পর কয়েক বছর পরই হাজারটা দৈনন্দিন চাপ সামলানোর ঠেলায় স্বামী-স্ত্রীর মধ্যে নিজস্ব সময় প্রায় থাকেই না! সেক্স ? প্রায় 'ডুমুরের ফুল'! এবার একজন যদি নিজে তাগিদ নিয়ে সম্পর্কর রসায়নটা ঠিক করতে, শারীরিক সম্পর্ক করতে চান, তখন হামেশাই দেখা দেয় সমস্যা! সেখান থেকে সৃষ্টি হয় অবসাদ! মনে হয়, আপনি ব্যর্থ ! অনেক ক্ষেত্রে তা বিবাহ বিচ্ছেদ পর্যন্তও গড়িয়ে যায়! কাজেই এরকম পরিস্থিতিতে মাথায় রাখবেন, প্রতি ১০০টি দম্পতির মধ্যে অন্তত ৯০ জনই নিয়মিত সেক্স করেন না। তাই নিজেকে ব্যর্থ ভাবার কোনও কারণ নেই। Photo Source: Collected
বিয়ের পর কয়েক বছর পরই হাজারটা দৈনন্দিন চাপ সামলানোর ঠেলায় স্বামী-স্ত্রীর মধ্যে নিজস্ব সময় প্রায় থাকেই না! সেক্স ? প্রায় 'ডুমুরের ফুল'! এবার একজন যদি নিজে তাগিদ নিয়ে সম্পর্কর রসায়নটা ঠিক করতে, শারীরিক সম্পর্ক করতে চান, তখন হামেশাই দেখা দেয় সমস্যা! সেখান থেকে সৃষ্টি হয় অবসাদ! মনে হয়, আপনি ব্যর্থ ! অনেক ক্ষেত্রে তা বিবাহ বিচ্ছেদ পর্যন্তও গড়িয়ে যায়! কাজেই এরকম পরিস্থিতিতে মাথায় রাখবেন, প্রতি ১০০টি দম্পতির মধ্যে অন্তত ৯০ জনই নিয়মিত সেক্স করেন না। তাই নিজেকে ব্যর্থ ভাবার কোনও কারণ নেই। Photo Source: Collected
advertisement
3/4
সম্পর্কের শুরুতে ভালবাসার মানুষের জীবন গুছিয়ে দিতে কোনও কাজই একঘেয়ে মনে হয় না। কিন্তু দিনের পর দিন এই নিয়ম চলার পর যখন দেখবেন উলটো দিকের মানুষটা কিছুই করছেন না, তখন আপনার ভাল লাগার কাজও অসম্মানের মনে হবে। কাজেই, প্রথম থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি করুন।  Photo Source: Collected
সম্পর্কের শুরুতে ভালবাসার মানুষের জীবন গুছিয়ে দিতে কোনও কাজই একঘেয়ে মনে হয় না। কিন্তু দিনের পর দিন এই নিয়ম চলার পর যখন দেখবেন উলটো দিকের মানুষটা কিছুই করছেন না, তখন আপনার ভাল লাগার কাজও অসম্মানের মনে হবে। কাজেই, প্রথম থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি করুন। Photo Source: Collected
advertisement
4/4
বিবাহ বার্ষিকী, প্রেম নিবেদন বা জন্মদিন-এর মতো গুরুত্বপূর্ণ দিনগুলো ভুলেও ভুলবেন না! এদিন শুধু নিজেদের সময় দিন। Photo Source: Collected
বিবাহ বার্ষিকী, প্রেম নিবেদন বা জন্মদিন-এর মতো গুরুত্বপূর্ণ দিনগুলো ভুলেও ভুলবেন না! এদিন শুধু নিজেদের সময় দিন। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement