Possessiveness: সম্পর্ক আর হালকা নেই, সঙ্গী হয়ে উঠেছেন অধিকারপ্রবণ! মিলিয়ে নিন লক্ষণগুলো

Last Updated:
কী ভাবে বুঝবেন যে আপনার সঙ্গী বা আপনার মনের মানুষটি অত্যন্ত পজেসিভ (Possessiveness)?
1/6
প্রত্যেকেই পছন্দ করেন তাঁর সঙ্গী বা সঙ্গিনী যত্নবান হোক। কিন্তু অনেক সময় দেখা যায় যত্নবান তো বটেই, পাশাপাশি মানুষটি অত্যন্ত অধিকারপ্রবণ, ইংরেজিতে যাকে বলে পজেসিভ। কিন্তু কী ভাবে বুঝবেন যে আপনার সঙ্গী বা আপনার মনের মানুষটি অত্যন্ত পজেসিভ? রইল তার গোপন টিপস…
প্রত্যেকেই পছন্দ করেন তাঁর সঙ্গী বা সঙ্গিনী যত্নবান হোক। কিন্তু অনেক সময় দেখা যায় যত্নবান তো বটেই, পাশাপাশি মানুষটি অত্যন্ত অধিকারপ্রবণ, ইংরেজিতে যাকে বলে পজেসিভ। কিন্তু কী ভাবে বুঝবেন যে আপনার সঙ্গী বা আপনার মনের মানুষটি অত্যন্ত পজেসিভ? রইল তার গোপন টিপস…
advertisement
2/6
১. ধরুন আপনি আপনার সঙ্গীর থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। আপনার সঙ্গী যদি আপনার প্রতি পজেসিভ হন তাহলে তিনি আপনাকে একনাগাড়ে মেসেজ করে যাবেন। তিনি চাইবেন যে সর্বক্ষণ আপনি তাঁর সঙ্গে কথা বলে চলুন। এমনকী তিনি আপনার সঙ্গে সর্বক্ষণ ফোন করেও যোগাযোগ রাখতে পারেন। আপনার সঙ্গী যদি এটা করেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি পজেসিভ।
১. ধরুন আপনি আপনার সঙ্গীর থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। আপনার সঙ্গী যদি আপনার প্রতি পজেসিভ হন তাহলে তিনি আপনাকে একনাগাড়ে মেসেজ করে যাবেন। তিনি চাইবেন যে সর্বক্ষণ আপনি তাঁর সঙ্গে কথা বলে চলুন। এমনকী তিনি আপনার সঙ্গে সর্বক্ষণ ফোন করেও যোগাযোগ রাখতে পারেন। আপনার সঙ্গী যদি এটা করেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি পজেসিভ।
advertisement
3/6
২. যদি আপনি অন্য কোনও মানুষের সঙ্গে একটু বেশি গল্প করেন, অথবা একটু বেশি সময় কাটান তাহলে আপনার সঙ্গী যদি বিরক্তি অনুভব করেন, সেক্ষেত্রে বুঝতে হবে তিনি খুব পজেসিভ। এমনকী, তিনি আপসেটও ফিল করতে পারেন। তিনি চাইবেন আপনি সব সময়টুকুই তাঁর সঙ্গে অতিবাহিত করুন।
২. যদি আপনি অন্য কোনও মানুষের সঙ্গে একটু বেশি গল্প করেন, অথবা একটু বেশি সময় কাটান তাহলে আপনার সঙ্গী যদি বিরক্তি অনুভব করেন, সেক্ষেত্রে বুঝতে হবে তিনি খুব পজেসিভ। এমনকী, তিনি আপসেটও ফিল করতে পারেন। তিনি চাইবেন আপনি সব সময়টুকুই তাঁর সঙ্গে অতিবাহিত করুন।
advertisement
4/6
৩. পজেসিভ সঙ্গী বা সঙ্গিনী আপনার লক্ষ্যে পৌঁছতে বাধা হতে পারেন। কারণ আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিভিন্ন কাজ করতে হতে পারে, ভিন্ন শহরে যেতে হতে পারে। হয় তো আপনি সেই ধরনের কাজ আগে করতে অভ্যস্ত নন। আপনার সঙ্গী বা সঙ্গীনী পসেসিভ হলে এই সব কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার লক্ষ্যে পৌঁছতে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে।
৩. পজেসিভ সঙ্গী বা সঙ্গিনী আপনার লক্ষ্যে পৌঁছতে বাধা হতে পারেন। কারণ আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিভিন্ন কাজ করতে হতে পারে, ভিন্ন শহরে যেতে হতে পারে। হয় তো আপনি সেই ধরনের কাজ আগে করতে অভ্যস্ত নন। আপনার সঙ্গী বা সঙ্গীনী পসেসিভ হলে এই সব কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার লক্ষ্যে পৌঁছতে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে।
advertisement
5/6
৪. পজেসিভ সঙ্গী বা সঙ্গিনীরা সব সময় নিজেদের অধিকারবোধ ফলানোর চেষ্টা করেন। আপনি কী পরবেন, কী খাবেন, কী করবেন সব ক্ষেত্রেই নিজেদের পছন্দ আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। এমনকী আপনি ভিন্ন মত পোষণ করলে তাতে কটাক্ষও শুনতে হতে পারে।
৪. পজেসিভ সঙ্গী বা সঙ্গিনীরা সব সময় নিজেদের অধিকারবোধ ফলানোর চেষ্টা করেন। আপনি কী পরবেন, কী খাবেন, কী করবেন সব ক্ষেত্রেই নিজেদের পছন্দ আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। এমনকী আপনি ভিন্ন মত পোষণ করলে তাতে কটাক্ষও শুনতে হতে পারে।
advertisement
6/6
৫. আপনি যদি একটু একা সময় কাটাতে চান, বা কিছুটা সময় একা থাকতে চান চান তাহলে তাতেও মনঃক্ষুন্ন হন পজেসিভ সঙ্গী বা সঙ্গিনীরা!
৫. আপনি যদি একটু একা সময় কাটাতে চান, বা কিছুটা সময় একা থাকতে চান চান তাহলে তাতেও মনঃক্ষুন্ন হন পজেসিভ সঙ্গী বা সঙ্গিনীরা!
advertisement
advertisement
advertisement