Possessiveness: সম্পর্ক আর হালকা নেই, সঙ্গী হয়ে উঠেছেন অধিকারপ্রবণ! মিলিয়ে নিন লক্ষণগুলো
- Published by:Raima Chakraborty
Last Updated:
কী ভাবে বুঝবেন যে আপনার সঙ্গী বা আপনার মনের মানুষটি অত্যন্ত পজেসিভ (Possessiveness)?
advertisement
১. ধরুন আপনি আপনার সঙ্গীর থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। আপনার সঙ্গী যদি আপনার প্রতি পজেসিভ হন তাহলে তিনি আপনাকে একনাগাড়ে মেসেজ করে যাবেন। তিনি চাইবেন যে সর্বক্ষণ আপনি তাঁর সঙ্গে কথা বলে চলুন। এমনকী তিনি আপনার সঙ্গে সর্বক্ষণ ফোন করেও যোগাযোগ রাখতে পারেন। আপনার সঙ্গী যদি এটা করেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি পজেসিভ।
advertisement
advertisement
৩. পজেসিভ সঙ্গী বা সঙ্গিনী আপনার লক্ষ্যে পৌঁছতে বাধা হতে পারেন। কারণ আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিভিন্ন কাজ করতে হতে পারে, ভিন্ন শহরে যেতে হতে পারে। হয় তো আপনি সেই ধরনের কাজ আগে করতে অভ্যস্ত নন। আপনার সঙ্গী বা সঙ্গীনী পসেসিভ হলে এই সব কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার লক্ষ্যে পৌঁছতে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে।
advertisement
advertisement