'স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো, কিন্ত‌ু ওই ছোট ছেলেটিকে ভুলতে পারছি না...'

Last Updated:
শ্রাবন্তী কুণ্ড‌ু (নাম পরিবর্তীত) পাঠিয়েছেন৷ তিনি লিখছেন, 'আমার বয়স ৩৯৷ বেশ কয়েক মাস ধরে একটি ছেলের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে৷ কয়েক মাস আগেও ওর সঙ্গে এমনিই আড্ডা হত৷ অনলাইন চ্যাটে৷ পরে আমরা দেখাও করি৷ কিন্ত‌ু ধীরে ধীরে আমরা দুজনেই বুঝতে পারছি, কিছু একটা ঘটছে৷ শারীরিক সম্পর্কও হয়েছে৷'
1/7
বন্ধ‌ুত্বের যেমন পদবী হয় না, তেমনই সম্পর্কেরও কোনও বয়স হয় না। সঙ্গী ও সঙ্গিনী-- দুজনের বয়সের অনেকটা পার্থক্য আমরা আকছার দেখতে পাই৷ যাঁরা একটু প্রাচীনপন্থী বা খানিক গোঁড়া, তাঁরা এই ধরনের সম্পর্ককে নানা তকমা দিয়ে দেন৷ যে মানুষ দুটির মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, তাঁদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় সমাজে৷ কটাক্ষও বাদ যায় না৷ ছবি সৌজন্য: দ্য রিডার
বন্ধ‌ুত্বের যেমন পদবী হয় না, তেমনই সম্পর্কেরও কোনও বয়স হয় না। সঙ্গী ও সঙ্গিনী-- দুজনের বয়সের অনেকটা পার্থক্য আমরা আকছার দেখতে পাই৷ যাঁরা একটু প্রাচীনপন্থী বা খানিক গোঁড়া, তাঁরা এই ধরনের সম্পর্ককে নানা তকমা দিয়ে দেন৷ যে মানুষ দুটির মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, তাঁদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় সমাজে৷ কটাক্ষও বাদ যায় না৷ ছবি সৌজন্য: দ্য রিডার
advertisement
2/7
তেমনই একটি চিঠি এসেছে আলিপুরদুয়ার থেকে৷ শ্রাবন্তী কুণ্ডু (নাম পরিবর্তীত) পাঠিয়েছেন৷ তিনি লিখছেন, 'আমার বয়স ৩৯৷ বেশ কয়েক মাস ধরে একটি ছেলের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে৷ কয়েক মাস আগেও ওর সঙ্গে এমনিই আড্ডা হত৷ অনলাইন চ্যাটে৷ পরে আমরা দেখাও করি৷ কিন্ত‌ু ধীরে ধীরে আমরা দুজনেই বুঝতে পারছি, কিছু একটা ঘটছে৷ একদিন শারীরিক সম্পর্কও হয়ে যায়৷ কিন্ত‌ু একবারই৷ তারপর থেকে আমরা আর মিলিত হইনি৷'
তেমনই একটি চিঠি এসেছে আলিপুরদুয়ার থেকে৷ শ্রাবন্তী কুণ্ডু (নাম পরিবর্তীত) পাঠিয়েছেন৷ তিনি লিখছেন, 'আমার বয়স ৩৯৷ বেশ কয়েক মাস ধরে একটি ছেলের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে৷ কয়েক মাস আগেও ওর সঙ্গে এমনিই আড্ডা হত৷ অনলাইন চ্যাটে৷ পরে আমরা দেখাও করি৷ কিন্ত‌ু ধীরে ধীরে আমরা দুজনেই বুঝতে পারছি, কিছু একটা ঘটছে৷ একদিন শারীরিক সম্পর্কও হয়ে যায়৷ কিন্ত‌ু একবারই৷ তারপর থেকে আমরা আর মিলিত হইনি৷'
advertisement
3/7
তিনি আরও লিখছেন, 'ছেলেটি আমার চেয়ে অনেকটাই ছোট৷ ওর বয়স ২৬৷ আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালোই৷ কিন্ত‌ু ওই ছেলেটি জীবনে আসার পর থেকেই সব যেন ওলটপালট হয়ে গিয়েছে৷ চোখে হারাই৷ ছেলেটি বলছে, আমি যদি আমার বর্তমান সম্পর্ক থেকে বেরিয়ে আসি, তা হলে ও আমায় বিয়ে করবে৷ ছেলেটি বাড়িতেও বলে দিয়েছে৷ ছেলেটি খুব ভালো চাকরি করে৷ বেশ বনেদি পরিবারের৷ স্বামীর মুখের দিকে চেয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছি না৷ কী করব?'
তিনি আরও লিখছেন, 'ছেলেটি আমার চেয়ে অনেকটাই ছোট৷ ওর বয়স ২৬৷ আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালোই৷ কিন্ত‌ু ওই ছেলেটি জীবনে আসার পর থেকেই সব যেন ওলটপালট হয়ে গিয়েছে৷ চোখে হারাই৷ ছেলেটি বলছে, আমি যদি আমার বর্তমান সম্পর্ক থেকে বেরিয়ে আসি, তা হলে ও আমায় বিয়ে করবে৷ ছেলেটি বাড়িতেও বলে দিয়েছে৷ ছেলেটি খুব ভালো চাকরি করে৷ বেশ বনেদি পরিবারের৷ স্বামীর মুখের দিকে চেয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছি না৷ কী করব?'
advertisement
4/7
উত্তর দিয়েছেন কলকাতার বিশিষ্ট মনোবিদ৷ কিছু পরামর্শ, যা এজ-গ্যাপ রিলেশনশিপে ঝেলতে হয় প্রতি মুহূর্তে৷ সেই প্রশ্নগুলি তুলেই উত্তর দিচ্ছেন মনোবিদ৷ সমাজে ওঠা এই প্রশ্নগুলি আপনাকে বিক্ত করবেই৷ প্রথম প্রশ্ন, আপনি ওঁকে টাকার জন্য বিয়ে করতে চাইছেন? শরীরী চাহিদা? শরীরী চাহিদা একসময় মিটে গেলে কী করবেন?
উত্তর দিয়েছেন কলকাতার বিশিষ্ট মনোবিদ৷ কিছু পরামর্শ, যা এজ-গ্যাপ রিলেশনশিপে ঝেলতে হয় প্রতি মুহূর্তে৷ সেই প্রশ্নগুলি তুলেই উত্তর দিচ্ছেন মনোবিদ৷ সমাজে ওঠা এই প্রশ্নগুলি আপনাকে বিক্ত করবেই৷ প্রথম প্রশ্ন, আপনি ওঁকে টাকার জন্য বিয়ে করতে চাইছেন? শরীরী চাহিদা? শরীরী চাহিদা একসময় মিটে গেলে কী করবেন?
advertisement
5/7
মনোবিদ বলছেন, আমার কাছে এ রকম অনে কেস আসে৷ মানুষ ভাবে, এজ-গ্যাপ বেশি মানেই, সমস্যা আজ না-হয় কাল আসবেই৷ বয়সটাকে বাদ দিয়ে, শুধু দুটি মানুষকে নিয়ে আলোচনা করা যাক৷ বুঝতে হবে, মনের মিলটা৷ এ ক্ষেত্রে তাড়াহুড়ো না-করাই বুদ্ধিমানের৷ দেখুন, বয়সের চেয়েও মানসিক স্থিতাবস্থা বেশি জরুরি এ ক্ষেত্রে৷
মনোবিদ বলছেন, আমার কাছে এ রকম অনে কেস আসে৷ মানুষ ভাবে, এজ-গ্যাপ বেশি মানেই, সমস্যা আজ না-হয় কাল আসবেই৷ বয়সটাকে বাদ দিয়ে, শুধু দুটি মানুষকে নিয়ে আলোচনা করা যাক৷ বুঝতে হবে, মনের মিলটা৷ এ ক্ষেত্রে তাড়াহুড়ো না-করাই বুদ্ধিমানের৷ দেখুন, বয়সের চেয়েও মানসিক স্থিতাবস্থা বেশি জরুরি এ ক্ষেত্রে৷
advertisement
6/7
কারণ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই ধরনের রিলেশন টিকছে না৷ ফলে তীব্র অবসাদ ঘিরে ধরছে অ্প সময়েই৷ দেখুন, সমাজের মুখ আপনা আটকাতে পারবেন না৷ তাই নিজের সঙ্গে নিজে কথা বলুন৷ সম্পর্কের নানা দিকগুলি ভাবুন৷ দরকার পড়লে মেডিটেশন করুন৷
কারণ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই ধরনের রিলেশন টিকছে না৷ ফলে তীব্র অবসাদ ঘিরে ধরছে অ্প সময়েই৷ দেখুন, সমাজের মুখ আপনা আটকাতে পারবেন না৷ তাই নিজের সঙ্গে নিজে কথা বলুন৷ সম্পর্কের নানা দিকগুলি ভাবুন৷ দরকার পড়লে মেডিটেশন করুন৷
advertisement
7/7
শারীরিক চাহিদা একটা বয়সের পর আর থাকবে না৷ তা ছাড়া ছেলেটির বয়স যা, ওর কাছে একটা দীর্ঘ সময় পড়ে রয়েছে৷ আর আপনার স্বামী যদি আপনাকে খুবই ভালোবাসেন, তা হলে আমি বলব, বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন সম্পর্কটি থেকে৷ এজ-গ্যাপ সমস্যা নয়৷ ভাবতে হবে, সম্পর্কটির ভবিষ্যত্‍ নিয়ে৷ দরকার হলে কাউন্সেলিং করান কোনও ভালো মনোবিদের কাছে৷
শারীরিক চাহিদা একটা বয়সের পর আর থাকবে না৷ তা ছাড়া ছেলেটির বয়স যা, ওর কাছে একটা দীর্ঘ সময় পড়ে রয়েছে৷ আর আপনার স্বামী যদি আপনাকে খুবই ভালোবাসেন, তা হলে আমি বলব, বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন সম্পর্কটি থেকে৷ এজ-গ্যাপ সমস্যা নয়৷ ভাবতে হবে, সম্পর্কটির ভবিষ্যত্‍ নিয়ে৷ দরকার হলে কাউন্সেলিং করান কোনও ভালো মনোবিদের কাছে৷
advertisement
advertisement
advertisement