এই অ্যাপ ডাউনলোড করুন, সঙ্গ দিতে ঘরে চলে আসবে ভাড়া করা বয়ফ্রেন্ড !
Last Updated:
advertisement
advertisement
advertisement
• মানুষের একাকিত্ব আর তা থেকে তৈরি হওয়া অবসাদ ধীরে ধীরে গ্রাস করছে আমাদের সমাজকে ৷ তাই মানসিক রোগ থেকে তরুণ প্রজন্মকে কিছুটা হলেও বাঁচাতে এই অ্যাপ বাজারে আনার কথা প্রথম ভেবেছিলেন কৌশল ৷ ২৯ বছরের প্রকাশ জানাচ্ছেন, ‘প্রকৃত’ জেন্টলম্যানদের সম্ভার নিয়ে মেয়েদের কাছে আসছে এই অ্যাপ ৷ যাঁদের বয়ফ্রেন্ড নেই তাঁদের আর একাকীত্বে ভুগতে হবে না ৷ পাশাপাশি, যাঁদের বয়ফ্রেন্ড আছে তাঁরাও ইচ্ছে করলে স্বাদ বদল করতে পারবেন ৷ ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
advertisement
• তবে এই অ্যাপে বয়ফ্রেন্ড হিসেবে রিজেস্টার করতে গেলে নূন্যতম মাধ্যমিক পাশ করতেই হবে ৷ পাশাপাশি, ছোট একটি সাক্ষাৎকার পর্বের মধ্যে দিয়েও যেতে হবে ভবিষ্যতের বয়ফ্রেন্ডদের ৷ তারপর নিজেদের প্রফাইল বানানোর অনুমতি পাবেন তাঁরা ৷ প্রবেশাধিকারের মূল শর্তই হল, বয়ফ্রেন্ডদের দেখতে সুন্দর হতে হবে আর তাঁদের কমিউনিকেশন স্কিলও উন্নতমানের হতে হবে ৷ অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
advertisement
advertisement
advertisement