প্রেমিকাকে কী ভাবে জড়িয়ে ধরেন? তাতেই বোঝা যায় আপনি মানুষ কেমন...

Last Updated:
বিখ্যাত হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর একবার বলেছিলেন, 'ওহ, আমার তো আলিঙ্গন করতে খুব ভালো লাগে৷ আমি যদি অক্টোপাস হতাম! তা হলে ১০ জনকে একসঙ্গে জড়িয়ে ধরতে পারতাম৷' একটি সম্পর্কে আলিঙ্গন কিন্তু অত্যন্ত গুরুত্ব পূর্ণ বিষয়৷ পার্টনারকে কী ভাবে আলিঙ্গন করেন? জেনে নিন আপনি মানুষ কেমন?
1/7
পার্টনারকে আলিঙ্গনের আবার আলাদা দিন হয় নাকি! প্রেম মজবুত হলে রোজই 'হাগ ডে'৷ আজ কিস ডে ঠিকই, কিন্তু কিস করতে গেলে তো হাগ বা আলিঙ্গনও করতে হবে৷
পার্টনারকে আলিঙ্গনের আবার আলাদা দিন হয় নাকি! প্রেম মজবুত হলে রোজই 'হাগ ডে'৷ আজ কিস ডে ঠিকই, কিন্তু কিস করতে গেলে তো হাগ বা আলিঙ্গনও করতে হবে৷
advertisement
2/7
আপনি কী ভাবে পার্টনারকে আলিঙ্গন করেন? আপনি বলবেন, এ আবার কী প্রশ্ন? আসলে পার্টনারকে বিভিন্ন মানুষ নানা ভাবে আলিঙ্গন করে৷ এবং কে কী ভাবে পার্টনারকে আলিঙ্গন করছে, তার থেকে বোঝা যায় কোনও ব্যক্তির ব্যক্তিত্ব৷ অর্থাত্‍ আপনি মানুষটা কেমন?
আপনি কী ভাবে পার্টনারকে আলিঙ্গন করেন? আপনি বলবেন, এ আবার কী প্রশ্ন? আসলে পার্টনারকে বিভিন্ন মানুষ নানা ভাবে আলিঙ্গন করে৷ এবং কে কী ভাবে পার্টনারকে আলিঙ্গন করছে, তার থেকে বোঝা যায় কোনও ব্যক্তির ব্যক্তিত্ব৷ অর্থাত্‍ আপনি মানুষটা কেমন?
advertisement
3/7
বিখ্যাত হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর একবার বলেছিলেন, 'ওহ, আমার তো আলিঙ্গন করতে খুব ভালো লাগে৷ আমি যদি অক্টোপাস হতাম! তা হলে ১০ জনকে একসঙ্গে জড়িয়ে ধরতে পারতাম৷' একটি সম্পর্কে আলিঙ্গন কিন্তু অত্যন্ত গুরুত্ব পূর্ণ বিষয়৷ পার্টনারকে কী ভাবে আলিঙ্গন করেন? জেনে নিন আপনি মানুষ কেমন?
বিখ্যাত হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর একবার বলেছিলেন, 'ওহ, আমার তো আলিঙ্গন করতে খুব ভালো লাগে৷ আমি যদি অক্টোপাস হতাম! তা হলে ১০ জনকে একসঙ্গে জড়িয়ে ধরতে পারতাম৷' একটি সম্পর্কে আলিঙ্গন কিন্তু অত্যন্ত গুরুত্ব পূর্ণ বিষয়৷ পার্টনারকে কী ভাবে আলিঙ্গন করেন? জেনে নিন আপনি মানুষ কেমন?
advertisement
4/7
অনেকে পাশ থেকে আলিঙ্গন করেন৷ অর্ধেক আলিঙ্গন৷ এর মানে সম্পর্কে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে৷ এই ধরনের আলিঙ্গন কিন্তু খুব ভালো বন্ধুত্বের আলিঙ্গন৷ প্রেমের অদম্য টান এই আলিঙ্গনে নেই৷ আপনি যদি পাশ থেকে কাউকে আলিঙ্গন করেন, তা হলে বুঝবেন আপনি ভালো বন্ধু আপনার পার্টনারের৷ প্রেমটা এখনও গদগদ হয়নি৷
অনেকে পাশ থেকে আলিঙ্গন করেন৷ অর্ধেক আলিঙ্গন৷ এর মানে সম্পর্কে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে৷ এই ধরনের আলিঙ্গন কিন্তু খুব ভালো বন্ধুত্বের আলিঙ্গন৷ প্রেমের অদম্য টান এই আলিঙ্গনে নেই৷ আপনি যদি পাশ থেকে কাউকে আলিঙ্গন করেন, তা হলে বুঝবেন আপনি ভালো বন্ধু আপনার পার্টনারের৷ প্রেমটা এখনও গদগদ হয়নি৷
advertisement
5/7
অনেকে আলিঙ্গনের সময় পিঠে হাতটা ঘষতে থাকে৷ আপনি করেন এরকম? খেয়াল করে দেখবেন, কোনও মা তাঁর সন্তানকে আলিঙ্গন করলেও এটা করে থাকেন৷ এর মানে হল, আপনি আপনার পার্টনারের খুবই খেয়াল রাখেন৷ তাঁকে আগলে রাখার চেষ্টা করেন৷
অনেকে আলিঙ্গনের সময় পিঠে হাতটা ঘষতে থাকে৷ আপনি করেন এরকম? খেয়াল করে দেখবেন, কোনও মা তাঁর সন্তানকে আলিঙ্গন করলেও এটা করে থাকেন৷ এর মানে হল, আপনি আপনার পার্টনারের খুবই খেয়াল রাখেন৷ তাঁকে আগলে রাখার চেষ্টা করেন৷
advertisement
6/7
আপনি কি পার্টনারকে কখনও পিছন দিক থেকে জড়িয়ে ধরেন? তা হলে এর অর্থ হল, পার্টনারকে যাবতীয় বিপদ থেকে আপনি প্রোটেক্ট বা রক্ষা করতে সব সময় তত্‍পর৷
আপনি কি পার্টনারকে কখনও পিছন দিক থেকে জড়িয়ে ধরেন? তা হলে এর অর্থ হল, পার্টনারকে যাবতীয় বিপদ থেকে আপনি প্রোটেক্ট বা রক্ষা করতে সব সময় তত্‍পর৷
advertisement
7/7
পার্টনারকে আলিঙ্গন করে কোলে তুলে নেওয়া চেষ্টা করেন? এটা হল একেবারে প্রেমে হাবুডুবু ব্যাপার৷ এর অর্থ হল, আপনি পার্টনারের চোখে চোখ রেখে ভালোবাসছেন৷ গভীর ভালোবাসা৷
পার্টনারকে আলিঙ্গন করে কোলে তুলে নেওয়া চেষ্টা করেন? এটা হল একেবারে প্রেমে হাবুডুবু ব্যাপার৷ এর অর্থ হল, আপনি পার্টনারের চোখে চোখ রেখে ভালোবাসছেন৷ গভীর ভালোবাসা৷
advertisement
advertisement
advertisement