Ratanti Kalipuja 2024 Date Time & Rituals: আজ রটন্তী কালীপুজোয় সংসারের মঙ্গলকামনায় বিবাহিতারা নিবেদন করুন এই ২টি বিশেষ জিনিস! জানুন শুভ তিথি কত ক্ষণ আছে

Last Updated:
Ratanti Kalipuja 2024 Date Time & Rituals: মাঘমাসের চতুর্দশী তিথিতে আজ, বৃহস্পতিবার রটন্তী কালীপুজো৷ প্রতি বছর এই তিথিতেই রটন্তীকালী পূজিতা হন৷
1/7
মাঘমাসের চতুর্দশী তিথিতে আজ, বৃহস্পতিবার রটন্তী কালীপুজো৷ প্রতি বছর এই তিথিতেই রটন্তীকালী পূজিতা হন৷
মাঘমাসের চতুর্দশী তিথিতে আজ, বৃহস্পতিবার রটন্তী কালীপুজো৷ প্রতি বছর এই তিথিতেই রটন্তীকালী পূজিতা হন৷
advertisement
2/7
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর রটন্তী কালীপুজোর জন্য চতুর্দশী তিথি শুরু হবে সকাল ১১.১৮ মিনিটে। অন্য পঞ্জিকা অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে সকাল ৯.২১ থেকে।
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর রটন্তী কালীপুজোর জন্য চতুর্দশী তিথি শুরু হবে সকাল ১১.১৮ মিনিটে। অন্য পঞ্জিকা অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে সকাল ৯.২১ থেকে।
advertisement
3/7
প্রচলিত বিশ্বাস, এই পুজো পালন করলে মানসম্মান অক্ষত থাকে। হৃত সম্মান ফিরে পাওয়া যায়। সে উদ্দেশ্য নিয়ে পুজো করবেন, সেই অভিলাষ পূর্ণ হয়।
প্রচলিত বিশ্বাস, এই পুজো পালন করলে মানসম্মান অক্ষত থাকে। হৃত সম্মান ফিরে পাওয়া যায়। সে উদ্দেশ্য নিয়ে পুজো করবেন, সেই অভিলাষ পূর্ণ হয়।
advertisement
4/7
মৌনী অমাবস্যা শুরুর আগে পর্যন্ত রটন্তী কালীপুজো করতে হয়। এই পুজোয় দেবীর উদ্দেশে নিবেদন করুন লাল ফুল, যেমন পদ্ম বা গোলাপ।
মৌনী অমাবস্যা শুরুর আগে পর্যন্ত রটন্তী কালীপুজো করতে হয়। এই পুজোয় দেবীর উদ্দেশে নিবেদন করুন লাল ফুল, যেমন পদ্ম বা গোলাপ।
advertisement
5/7
সঙ্গে দিন লাল রঙের যে কোনও ফল। আপেল, বেদানার মতো লাল ফল অর্ঘ্য দিতে পারেন দেবীকে।
সঙ্গে দিন লাল রঙের যে কোনও ফল। আপেল, বেদানার মতো লাল ফল অর্ঘ্য দিতে পারেন দেবীকে।
advertisement
6/7
বিবাহিতা মহিলারা রটন্তী দেবীকে নিবেদন করুন সিঁদুর ও আলতা। আপনার সংসারের মঙ্গল হবে।
বিবাহিতা মহিলারা রটন্তী দেবীকে নিবেদন করুন সিঁদুর ও আলতা। আপনার সংসারের মঙ্গল হবে।
advertisement
7/7
রটন্তী কালীপুজোর পর দিন মৌনী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ। এই তিথিতে দিনভর মৌন না থাকলেও চেষ্টা করুন মৌন থেকে দান করতে।
রটন্তী কালীপুজোর পর দিন মৌনী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ। এই তিথিতে দিনভর মৌন না থাকলেও চেষ্টা করুন মৌন থেকে দান করতে।
advertisement
advertisement
advertisement