Rarest Blood Group: 'A-B-AB-O'নয়...! 'Bombay Blood' কী জানেন? বলুন তো, কেন এই নাম? চমকে দেবে উত্তর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rarest Blood Group: সাধারণত ৪ ধরনের রক্তের গ্রুপ থাকে,'A', 'B', 'AB' এবং 'O'। যা পজিটিভ বা নেগেটিভ হয় । কিন্তু আপনি কি জানেন যে আরও একটি রক্তের গ্রুপ রয়েছে, যা হল বম্বে ব্লাড গ্রুপ, এটি অত্যন্ত বিরল।
রক্তদান –মহৎ দান, এটি বহুকাল ধরেই প্রচলিত। রক্তদান করে অসহায় মানুষের জীবন বাঁচানো একটি পুণ্যের কাজ। রক্ত দেওয়ার আগে, ডাক্তাররা রক্তের গ্রুপ পরীক্ষা করে সিদ্ধান্ত নেন যে ব্যক্তি রক্ত দিতে পারবে কি না। সাধারণত ৪ ধরনের রক্তের গ্রুপ থাকে,'A', 'B', 'AB' এবং 'O'। যা পজিটিভ বা নেগেটিভ হয় । কিন্তু আপনি কি জানেন যে আরও একটি রক্তের গ্রুপ রয়েছে, যা হল বম্বে ব্লাড গ্রুপ, এটি অত্যন্ত বিরল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মুম্বইতে এই ফিনোটাইপ আছে মাত্র ০.০১ শতাংশ মানুষ। বাবা-মায়ের রক্তের গ্রুপ যদি বম্বে হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপও এইচএইচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্লাড গ্রুপের মানুষই শুধুই বম্বে ব্লাড গ্রুপের মানুষদের থেকে রক্ত নিতে পারে৷ বম্বে ব্লাড গ্রুপ খুবই বিরল, তাই অন্য কোন গ্রুপের রক্ত ট্রান্সফিউজ করা খুব কঠিন হতে পারে বম্বে এমনকি এই ব্লাড গ্রুপের রোগীর জীবনকে বিপদে ফেলতে পারে।
advertisement