Puja Special: আলিশান রাজবাড়িতে থেকে, রাজবাড়ির জমজমাট সাবেকি পুজোয় শামিল হতে চান? তা হলে আসতে হবে এই জায়গায়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
এই জায়গার প্রাচীন দুর্গাপুজো ও চারপাশের ঐতিহাসিক স্থান পুজোয় বেড়ানোর আনন্দকে দ্বিগুণ করবে
advertisement
মহিষাদল রাজবাড়িতে আসা খুব সহজ। সড়কপথে, রেলপথ ও জলপথ জুড়ে রেখেছে মহিষাদলকে। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মহিষাদল বাসস্ট্যান্ডে নেমে ৫ থেকে ৭ মিনিটের হাঁটা রাস্তা। চাইলে টোটো করেও আসতে পারেন। দাম পড়বে ১০ টাকা। প্রাইভেট গাড়িতে সরাসরি রাজবাড়ির আসা যায়। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সাউথ-ইস্টার্ন লাইনের ট্রেন ধরে নামতে হবে সতীশ সামন্ত হল্ট বা মহিষাদল স্টেশনে। স্টেশন থেকে মাত্র ২ কিমি গেলেই রাজবাড়ি। এছাড়াও লঞ্চে করে গেঁওখালি এসে মহিষাদল আসা যায়।
advertisement
মহিষাদল রাজবাড়িতে পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে রাত্রি বাসের সুযোগ। রাজকীয় রাত্রি বাস কিছুটা হলেও ব্যয় সাপেক্ষ। রাতে থাকার ব্যবস্থা রয়েছে। ৬ জনের সুইট, ৩ শয্যার ঘর ও ২ শয্যার ঘর। ভাড়া পড়বে ৫-৮ হাজার টাকা। প্রাতরাশ কমপ্লিমেন্টারি। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকারও ব্যবস্থা রয়েছে। মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসে রাত্রিবাসের জন্য বুকিং নম্বর - ৯৮৩১০৪৯৮১৬। এছাড়াও অনলাইন বুকিং এর জন্য রয়েছে ওয়েবসাইট। বিশদে জানতে এবং অনলাইনে মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসের গেস্ট রুম বুক করতে ভিসিট করুন-- www.mahishadalrajbari.co.in
advertisement
বাংলায় মুঘল রাজ। আকবরের সেনাবাহিনীতে উচ্চপদে আসীন ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি নদীপথে এসেছিলেন মহিষাদলের কাছে গেঁওখালিতে। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব। পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে। এই রাজবাড়িতে বিভিন্ন সময়ে সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের জন্য এসেছেন বাংলা তথা হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি। কেবল মাত্র ফুলবাগেই পর্যটকরা থাকতে দেওয়া হয়। বর্তমানে এই ফুলবাগ প্রাসাদের ভেতরে একটি ছোট মিউজিয়ামে ও তৈরি হয়েছে পর্যটকদের জন্য। রাখা হয়েছে রাজ পরিবারে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, আসবাবপত্র ও কামান।
advertisement
advertisement
মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসের ভিতর মিউজিয়াম। রাজবাড়ির কুলদেবতা গোপাল জিউর মন্দির। রাজবাড়ির বিখ্যাত আমবাগান। বর্তমানে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজবাড়ি চত্বরে পুকুরে বোটিং-এর ব্যবস্থা করা হয়েছে। অদূরেই রয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য গান্ধী কুটির। রাজবাড়ী থেকে ৮ কিলোমিটার দূরে গেঁওখালি। তার কাছেই পর্তুগিজপাড়া।