Premananda Maharaj Ilness: ADPKD- তে আক্রান্ত প্রেমানন্দ মহারাজ, এই মারণ রোগে ঠিক কীভাবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, কেন হয় এই রোগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ADPKD তে আক্রান্ত প্রেমানন্দ মহারাজ, Autosomal Dominant Polycystic Kidney Disease- এ কিডনিতে জমে যেতে থাকে জল
বৃন্দাবন: বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ বিরাট কোহলিদের মত তারকা ভক্ত যেমন তাঁর রয়েছে ঠিক তেমনিই হাজার-হাজার সাধারণ মানুষও তাঁর ভক্ত৷ প্রতিদিন হাজার হাজার ভক্ত তাঁর আশ্রমের বাইরে তাঁর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। মহারাজ তাঁর বাসভবন থেকে তাঁর আশ্রম রাধাকেলি কুঞ্জে পায়ে হেঁটে আসেন। এই সময়ে তাঁকে একবার দেখার জন্যে পথে ভক্তদের ভিড় থাকে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর বহু ভক্ত রয়েছেন।
advertisement
advertisement
আসলে প্রেমানন্দ মহারাজ অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে একটি অত্যন্ত বিপজ্জনক কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকদের মতে, এই রোগটি বংশগত। এই রোগটি বাবা-মা থেকে সন্তানদের মধ্যে সংক্রামিত হয় যেখানে কিডনির আকার বড় হয়ে যায় এবং কিডনিতে জল জমা হয়ে পিণ্ড তৈরি হয় যার ফলে কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
advertisement
advertisement
