Pregnancy Blood Group : স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানধারণ সম্ভব? কোন কোন ব্লাডগ্রুপে কতটা ভয়ঙ্কর সমস্যা? জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Pregnancy Blood Group : স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কোনও সমস্যা নেই। তবে রক্তের গ্রুপ RH নেগেটিভ হলে সমস্যা হবেই।
*স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হবে? অনেকেই সন্দিহান তা নিয়ে। তবে স্বামীর 'পজিটিভ' এবং স্ত্রীর 'ও নেগেটিভ' রক্তের গ্রুপ থাকলে তা RH নেগেটিভ। শীর্ষস্থানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্রী ভব্য জানিয়েছেন, যারা এই মুহূর্তে গর্ভবতী এবং যারা গর্ভবতী হতে চলেছেন, তাদের মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*একবার বিয়ে হয়ে গেলে স্বামী-স্ত্রীর মনে নানা সংশয় থাকে। কারণ শিশুরা জন্মের সময় যেন কোনও ত্রুটি নিয়ে না জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখা অবশ্যই উচিত। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ভব্য শ্রী-র মতে, স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কোনও সমস্যা নেই। তবে রক্তের গ্রুপ RH নেগেটিভ হলে সমস্যা হবেই। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement