Pregnancy Blood Group : স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানধারণ সম্ভব? কোন কোন ব্লাডগ্রুপে কতটা ভয়ঙ্কর সমস্যা? জানুন

Last Updated:
Pregnancy Blood Group : স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কোনও সমস্যা নেই। তবে রক্তের গ্রুপ RH নেগেটিভ হলে সমস্যা হবেই।
1/5
*স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হবে? অনেকেই সন্দিহান তা নিয়ে। তবে স্বামীর 'পজিটিভ' এবং স্ত্রীর 'ও নেগেটিভ' রক্তের গ্রুপ থাকলে তা RH নেগেটিভ। শীর্ষস্থানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্রী ভব্য জানিয়েছেন, যারা এই মুহূর্তে গর্ভবতী এবং যারা গর্ভবতী হতে চলেছেন, তাদের মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে। সংগৃহীত ছবি।
*স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হবে? অনেকেই সন্দিহান তা নিয়ে। তবে স্বামীর 'পজিটিভ' এবং স্ত্রীর 'ও নেগেটিভ' রক্তের গ্রুপ থাকলে তা RH নেগেটিভ। শীর্ষস্থানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্রী ভব্য জানিয়েছেন, যারা এই মুহূর্তে গর্ভবতী এবং যারা গর্ভবতী হতে চলেছেন, তাদের মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*একবার বিয়ে হয়ে গেলে স্বামী-স্ত্রীর মনে নানা সংশয় থাকে। কারণ শিশুরা জন্মের সময় যেন কোনও ত্রুটি নিয়ে না জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখা অবশ্যই উচিত। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ভব্য শ্রী-র মতে, স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কোনও সমস্যা নেই। তবে রক্তের গ্রুপ RH নেগেটিভ হলে সমস্যা হবেই। সংগৃহীত ছবি।
*একবার বিয়ে হয়ে গেলে স্বামী-স্ত্রীর মনে নানা সংশয় থাকে। কারণ শিশুরা জন্মের সময় যেন কোনও ত্রুটি নিয়ে না জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখা অবশ্যই উচিত। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ভব্য শ্রী-র মতে, স্বামী-স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে কোনও সমস্যা নেই। তবে রক্তের গ্রুপ RH নেগেটিভ হলে সমস্যা হবেই। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*স্বামী যদি 'ও নেগেটিভ', 'বি নেগেটিভ' এবং স্ত্রীর 'ও' পজিটিভ' হয়, তাহলে কোনও সমস্যা হবে না। স্ত্রীর 'ওয়ান নেগেটিভ' এবং স্বামীর 'ও পজিটিভ' হলে তাকে RH নেগেটিভ রক্তের গ্রুপ বলে। সংগৃহীত ছবি।
*স্বামী যদি 'ও নেগেটিভ', 'বি নেগেটিভ' এবং স্ত্রীর 'ও' পজিটিভ' হয়, তাহলে কোনও সমস্যা হবে না। স্ত্রীর 'ওয়ান নেগেটিভ' এবং স্বামীর 'ও পজিটিভ' হলে তাকে RH নেগেটিভ রক্তের গ্রুপ বলে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*নেগেটিভ গ্রুপের রক্ত হলে ভবিষ্যতে সন্তান নিতে চাইলে এতে অনেক সমস্যা তৈরি হবে। সেটাও প্রথম গর্ভধারণের ক্ষেত্রে তেমন কিছু নয়। কিন্তু দ্বিতীয় গর্ভাবস্থায়, শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা শিশুর জন্য অস্বস্তিকর করে তোলে। সংগৃহীত ছবি।
*নেগেটিভ গ্রুপের রক্ত হলে ভবিষ্যতে সন্তান নিতে চাইলে এতে অনেক সমস্যা তৈরি হবে। সেটাও প্রথম গর্ভধারণের ক্ষেত্রে তেমন কিছু নয়। কিন্তু দ্বিতীয় গর্ভাবস্থায়, শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা শিশুর জন্য অস্বস্তিকর করে তোলে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*অ্যান্টি-ডিডি ইনজেকশন সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে নিতে হবে। এই ইনজেকশনের দাম কিছুটা বেশি। তবু নিতে হবে। কারণ ভবিষ্যতে সন্তানের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, 'শিশুর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন হার্টের ক্ষতি এবং ফুসফুসের ক্ষতি। সংগৃহীত ছবি।
*অ্যান্টি-ডিডি ইনজেকশন সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে নিতে হবে। এই ইনজেকশনের দাম কিছুটা বেশি। তবু নিতে হবে। কারণ ভবিষ্যতে সন্তানের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, 'শিশুর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন হার্টের ক্ষতি এবং ফুসফুসের ক্ষতি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement