Poila Baisakh Special Menu: পয়লা বৈশাখের শুরুটা হোক ম্যাঙ্গো ফিশ ফিঙ্গার বা স্পাইসি থাই স‍্যালাড দিয়ে, জেনে নিন এই ক্যাফের মেনু থেকে খরচ !

Last Updated:
Poila Baisakh Special Menu: এই বাংলা নববর্ষে, দক্ষিণ কলকাতার একটি নামজাদা ক্যাফে, ‘ট্রাইব ক্যাফে’ পয়লা বৈশাখ উপলক্ষে একগুচ্ছ নতুন ম‍েন‍্যু নিয়ে হাজির।
1/5
বাঙালির বারো মাসে তেরো পার্বন। বাঙালির সব অনুষ্ঠানেই কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া আবশ্যিক। আর সেই বাঙালির নববর্ষ আসতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। একটা বিশেষ কিছু তো হতেই হবে।
বাঙালির বারো মাসে তেরো পার্বন। বাঙালির সব অনুষ্ঠানেই কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া আবশ্যিক। আর সেই বাঙালির নববর্ষ আসতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। একটা বিশেষ কিছু তো হতেই হবে।
advertisement
2/5
তবে নববর্ষ মানেই যে বাঙালি খাবার খেতেই হবে এমন ধারণা আর নেই আজকাল। তাই, এই বাংলা নববর্ষে, দক্ষিণ কলকাতার একটি নামজাদা ক্যাফে, ‘ট্রাইব ক্যাফে’ পয়লা বৈশাখ উপলক্ষে একগুচ্ছ নতুন ম‍েন‍্যু নিয়ে হাজির।
তবে নববর্ষ মানেই যে বাঙালি খাবার খেতেই হবে এমন ধারণা আর নেই আজকাল। তাই, এই বাংলা নববর্ষে, দক্ষিণ কলকাতার একটি নামজাদা ক্যাফে, ‘ট্রাইব ক্যাফে’ পয়লা বৈশাখ উপলক্ষে একগুচ্ছ নতুন ম‍েন‍্যু নিয়ে হাজির।
advertisement
3/5
গ্রীষ্মের কথা ভেবেই এই ম‍েন‍্যু নিয়ে এসেছে এই ক্যাফে। পয়লা বৈশাখের এই ম‍েন‍্যু মূল আকর্ষণ আম। বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে আম দিয়ে। স্ট্যার্টার, স‍্যালাড থেকে মেন কোর্স সব খাবারেই এলাহি আয়োজন। এবছরের বাংলা নববর্ষ উপভোগ করার জন্য আপনার যা দরকার সবরকম খাবারই পাবেন এই ক‍্যাফেতে।
গ্রীষ্মের কথা ভেবেই এই ম‍েন‍্যু নিয়ে এসেছে এই ক্যাফে। পয়লা বৈশাখের এই ম‍েন‍্যু মূল আকর্ষণ আম। বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে আম দিয়ে। স্ট্যার্টার, স‍্যালাড থেকে মেন কোর্স সব খাবারেই এলাহি আয়োজন। এবছরের বাংলা নববর্ষ উপভোগ করার জন্য আপনার যা দরকার সবরকম খাবারই পাবেন এই ক‍্যাফেতে।
advertisement
4/5
প্রথম আউটলেট- ৬৭, গোল পার্ক, বালিগঞ্জ গার্ডেন, গড়িয়াহাট, কলকাতা- ৭০০০১৯। দ্বিতীয় আউটলেট-AB-২৫, সল্টলেক, সেক্টর ১, PNB সার্কেলের কাছে, কলকাতা: ৭০০৬৪। তৃতীয় আউটলেট- জেমস লং সরণি, এমপি বিড়লা স্কুলের কাছে। ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল, ২০২৩ পর্যন্ত এই তিনটি আউটলেট-এ দুপুর ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে বিশেষ সব পদ।
প্রথম আউটলেট- ৬৭, গোল পার্ক, বালিগঞ্জ গার্ডেন, গড়িয়াহাট, কলকাতা- ৭০০০১৯। দ্বিতীয় আউটলেট-AB-২৫, সল্টলেক, সেক্টর ১, PNB সার্কেলের কাছে, কলকাতা: ৭০০৬৪। তৃতীয় আউটলেট- জেমস লং সরণি, এমপি বিড়লা স্কুলের কাছে। ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল, ২০২৩ পর্যন্ত এই তিনটি আউটলেট-এ দুপুর ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে বিশেষ সব পদ।
advertisement
5/5
ম‍েন‍্যুতে থাকছে ম্যাঙ্গো কোটেড ফিশ ফিঙ্গার, ম্যাঙ্গো কোটেড স্পাইসি চিকেন উইংস, স্পাইসি থাই ম্যাঙ্গো স‍্যালাড, ম্যাঙ্গো চিকেন স‍্যালাড, গ্রিলড চিকেন উইথ ম্যাঙ্গো রিডাকশন, প্যান গ্রিলড ফিশ উইথ ম্যাঙ্গো ভ্যালুট উইথ বাটার রাইস এবং আরও অনেক কিছু। এই ক্যাফেতে দু'জনের খাওয়ার খরচ আনুমানিক ৮০০ টাকা।
ম‍েন‍্যুতে থাকছে ম্যাঙ্গো কোটেড ফিশ ফিঙ্গার, ম্যাঙ্গো কোটেড স্পাইসি চিকেন উইংস, স্পাইসি থাই ম্যাঙ্গো স‍্যালাড, ম্যাঙ্গো চিকেন স‍্যালাড, গ্রিলড চিকেন উইথ ম্যাঙ্গো রিডাকশন, প্যান গ্রিলড ফিশ উইথ ম্যাঙ্গো ভ্যালুট উইথ বাটার রাইস এবং আরও অনেক কিছু। এই ক্যাফেতে দু'জনের খাওয়ার খরচ আনুমানিক ৮০০ টাকা।
advertisement
advertisement
advertisement