Piles Symptoms-Causes-Treatment : পাইলসের সমস্যা? বেশিক্ষণ টয়লেটে বসে থাকলেই সর্বনাশ! ঘটতে পারে চরম বিপদ! জানুন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Piles Symptoms-Causes-Treatment : আজকাল সব বয়সের মানুষের মধ্যেই কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা দেখা যায়! বড় বিপদ হওয়ার আগে সাবধান! জানুন চিকিৎসকের মত
অনেকেরই সকালে উঠে শৌচালয়ের কাজ সারতে বেশ অনেকটাই সময় লাগে। তবে দীর্ঘ দিন এই ভাবে চলতে থাকলে শরীরে বাসা বাঁধে পাইলসের মতো জটিল সমস্যা। শুধু বেশি বয়সীদের মধ্যেই নয়, বর্তমান সময়ে কমবয়সিদের মধ্যেও বাড়তে শুরু করেছে এই সমস্যা। অথচ বেশির ভাগ মানুষে এই জিনিসটিকে অবহেলা করে থাকেন। ফলে রোগ আরও জটিল আকার ধারণ করে! photo source collected
advertisement
দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্যে ভোগা, ক্রনিক ডায়রিয়া, মলত্যাগে দীর্ঘ ক্ষণ শৌচাগারে বসে থাকা পাইলসের সমস্যার কিছু মূল কারণ। এছাড়া পারিবারিক ইতিহাস, ফাইবার যুক্ত খাবার কম খাওয়া, গর্ভাবস্থা ও ভারি জিনিস তোলার কারণেও পাইলস দেখা দিতে পারে। তবে এই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক সৌরভ সরকার কী জানাচ্ছেন জেনে নেওয়া যাক। photo source collected
advertisement
advertisement
প্রাথমিক রোগে জীবনযাত্রার বদল ও ওষুধ এবং বা ফোর্থ ডিগ্রি পাইলসে অস্ত্রোপচারই হল মূলত পাইলসের চিকিৎসা। অনেকেই মনে করেন, পাইলসে অস্ত্রোপচার করলেও সমস্যা ফিরে আসে। তবে প্রত্যেক মানুষের মলদ্বারের উপরে তিনটি পাইলস থাকে। যাঁরা দীর্ঘ ক্ষণ মলত্যাগের জন্য চাপ দেন, তাঁদের পাইলস নীচে নেমে রোগের সৃষ্টি করে। সেক্ষেত্রে পাইলস নিচে নেমে এসে রক্তক্ষরণ করায়। চিকিৎসক সেটিকেই কেটে বাদ দেন। photo source collected
advertisement
advertisement
advertisement






