remedy for Piles: পাইলসের অসহ্য যন্ত্রণা থেকে দেবে মুক্তি...এই সাধারণ আনাজেই লুকিয়ে রয়েছে ওষধু! ফেলবেন না পাতাও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি সব্জি নিয়ে, যার সব্জি এবং পাতা দুই-ই পাইলসের জন্য দুর্দান্ত উপকারী৷ এর ওষধি গুণ বলে শেষ করা যায় না৷ অথচ, আমরাই অনেকে এই সব্জি দেখে নাক সিঁটকাই৷
advertisement
advertisement
advertisement
কথা হচ্ছে বিট নিয়ে৷ বিটের পাতা এবং বিট নিজেই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর ভিটামিন পাওয়া যায়। ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ফোলেটের ভাণ্ডার এই সব্জি৷ সাথে কম ক্যালোরি যুক্ত হওয়ায় আমাদের অনেক রোগ থেকে রক্ষা করে। এতে রয়েছে অনেক ঔষধি গুণ। কিন্তু, পাইলসের সমস্যা থাকলে কী ভাবে খাবেন এই বিট?
advertisement
advertisement
দাঁতে ব্যথা বা মুখের ঘা হলে ৫ থেকে ৬টি বিটের পাতার ক্বাথ তৈরি করে দিনে দুবার গার্গল করলে দাঁতের ব্যথা ও মুখের ঘা সেরে যায়। চলে যায় নিঃশ্বাসের দুর্গন্ধও। কারও চুল বেশি পড়লে বিটের পাতার রস মাথায় লাগালে উপকার পাওয়া যায়। শুধু তাই নয়, বিটের পাতা পিষে হলুদের সঙ্গে মিশিয়ে মাথায় লাগালেও চুল পড়া কমে।
advertisement
advertisement