Personality Test: সৎ না অসৎ? বুদ্ধিমান না মূর্খ? হাতের লেখাই বলে দেবে আপনি কেমন মানুষ,দেখে নিন

Last Updated:
Personality Test: বিশেষজ্ঞরা বলেন, আমাদের হাতের লেখায় লুকিয়ে থাকে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের ইঙ্গিত। কেমন হাতের লেখার সঙ্গে মেলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য জানুন।
1/6
বাড়িতে কিংবা স্কুলে এক সময় হাতের লেখা ভালো এবং খারাপের জন্য প্রশংসা এবং তিরস্কার শুনতে হয়েছে। হাতের লেখা দিয়েই মানুষ চেনা যায়। আপনি কেমন প্রকৃতির মানুষ তা হাতের লেখা দেখে অনেকটাই অনুমেয়।
বাড়িতে কিংবা স্কুলে এক সময় হাতের লেখা ভালো এবং খারাপের জন্য প্রশংসা এবং তিরস্কার শুনতে হয়েছে। হাতের লেখা দিয়েই মানুষ চেনা যায়। আপনি কেমন প্রকৃতির মানুষ তা হাতের লেখা দেখে অনেকটাই অনুমেয়।
advertisement
2/6
বিশেষজ্ঞরা বলেন, আমাদের হাতের লেখায় লুকিয়ে থাকে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের ইঙ্গিত। কেমন হাতের লেখার সঙ্গে মেলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য জানুন।
বিশেষজ্ঞরা বলেন, আমাদের হাতের লেখায় লুকিয়ে থাকে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের ইঙ্গিত। কেমন হাতের লেখার সঙ্গে মেলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য জানুন।
advertisement
3/6
অনেকেই লেখার প্রতি শব্দের মাঝখানের বেশ কিছুটা ফাঁকা রাখেন, এমন হাতের লেখা যুক্ত মানুষ বেশ স্বাধীনচেতা। আর লেখার মাঝখানে যদি ফাঁকা স্থান খুব কম রাখেন, তাহলে বুঝতে হবে আপনি অতটা স্বাধীনচেতা নন এবং অন্যের ওপর নির্ভরশীল হতে বেশি পছন্দ করেন।
অনেকেই লেখার প্রতি শব্দের মাঝখানের বেশ কিছুটা ফাঁকা রাখেন, এমন হাতের লেখা যুক্ত মানুষ বেশ স্বাধীনচেতা। আর লেখার মাঝখানে যদি ফাঁকা স্থান খুব কম রাখেন, তাহলে বুঝতে হবে আপনি অতটা স্বাধীনচেতা নন এবং অন্যের ওপর নির্ভরশীল হতে বেশি পছন্দ করেন।
advertisement
4/6
মনোবিদ ভাস্কর মিত্র জানান, অনেকে লেখার সময় হাতে লেখা যদি ডান দিকে হেলানো থাকে, এমন প্রকৃতির মানুষ নতুন নতুন মানুষের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং উদ্যমী। আবার কেউ কেউ হাতে লেখা যদি বাঁ দিকে হেলানো থাকে, তাহলে আপনি বেশ অন্তর্মুখী, চ্যালেঞ্জ নিতে খুব বেশি পছন্দ করেন না।
মনোবিদ ভাস্কর মিত্র জানান, অনেকে লেখার সময় হাতে লেখা যদি ডান দিকে হেলানো থাকে, এমন প্রকৃতির মানুষ নতুন নতুন মানুষের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং উদ্যমী। আবার কেউ কেউ হাতে লেখা যদি বাঁ দিকে হেলানো থাকে, তাহলে আপনি বেশ অন্তর্মুখী, চ্যালেঞ্জ নিতে খুব বেশি পছন্দ করেন না।
advertisement
5/6
কেউ লেখার সময় কলমে একটু চাপ দিয়ে লেখায় অভ্যস্ত হন। এমন প্রকৃতির হাতের লেখা যুক্ত মানুষ অনেক ক্ষেত্রে বেশ রাগী হন, আবার অপরপক্ষে কলমে খুব বেশি ভর দিয়ে না লেখেন, এমন ব্যক্তি নরম ও সহজ মনের মানুষ হন।
কেউ লেখার সময় কলমে একটু চাপ দিয়ে লেখায় অভ্যস্ত হন। এমন প্রকৃতির হাতের লেখা যুক্ত মানুষ অনেক ক্ষেত্রে বেশ রাগী হন, আবার অপরপক্ষে কলমে খুব বেশি ভর দিয়ে না লেখেন, এমন ব্যক্তি নরম ও সহজ মনের মানুষ হন।
advertisement
6/6
আপনার স্বাক্ষর যদি সহজ ও স্পষ্ট হয়, তাহলে বুঝে নিন আপনি বেশ আত্মনির্ভরশীল। আর আপনার স্বাক্ষর যদি খুবই জটিল কিংবা অস্পষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনিও আপনার স্বাক্ষরের মতো বেশ জটিল।
আপনার স্বাক্ষর যদি সহজ ও স্পষ্ট হয়, তাহলে বুঝে নিন আপনি বেশ আত্মনির্ভরশীল। আর আপনার স্বাক্ষর যদি খুবই জটিল কিংবা অস্পষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনিও আপনার স্বাক্ষরের মতো বেশ জটিল।
advertisement
advertisement
advertisement