সময়মতো স্যানিটারি প্যাড পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। এই কাজে গড়িমসি করলে যোনি সংক্রমণ থেকে শুরু করে মূত্রনালিতে সংক্রমণ, ব়্যাশের মতো সমস্যায় ভুগতে পারেন। বিশেষজ্ঞ দের মতে, অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা পর পর স্যানিটারি ন্যাপকিন বদলে ফেলুন। আপনি যদি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেন তাহলে প্রতি ১০ থেকে ১২ ঘন্তায় বদলান।