গরমে গলা ভেজাতে ঘন ঘন 'এনার্জি ড্রিঙ্ক' খাচ্ছেন? শরীরের জন্য ভাল না খারাপ? জানলে অবাক হবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Energy Drink: অনেকেই ক্লান্ত লাগলে বা দিনের কাজ সামলাতে এনার্জি ড্রিঙ্ক পান করেন। এগুলোকে দ্রুত শক্তি পাওয়ার উপায় বলে বাজারজাত করা হয়। কিন্তু সত্যিই কি এগুলো কার্যকর?
advertisement
advertisement
advertisement
advertisement
এই পানীয়গুলো শরীর ও মনে উদ্দীপনা জাগায় ঠিকই, কিন্তু এর সঙ্গে আসে কিছু স্বাস্থ্যঝুঁকিও। সাধারণত যেসব উপাদান থাকে: ক্যাফেইন: প্রধান উত্তেজক। টউরিন (Taurine): একধরনের অ্যামিনো অ্যাসিড, যা শরীরের ক্ষমতা বাড়ায় বলে মনে করা হয়। গ্লুকুরোনোল্যাকটোন (Glucuronolactone): শরীরে স্বাভাবিকভাবে তৈরি হয়, তবে এর প্রভাব সম্পর্কে খুব বেশি তথ্য নেই। বি ভিটামিন: চিনি থেকে শক্তি উৎপাদনের কাজে সহায়তা করে।
advertisement
advertisement
কেন এনার্জি ড্রিঙ্ক ক্ষতিকর বলে ধরা হয়? ১. অতিরিক্ত চিনি প্রতিটি এনার্জি ড্রিঙ্কে প্রায় ৫৪-৬২ গ্রাম চিনি থাকে। তুলনায়: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন-এর মতে, নারীদের দিনে ২৪ গ্রাম পুরুষদের দিনে ৩৬ গ্রাম চিনি গ্রহণের পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত চিনি খাওয়ার ঝুঁকি: ওবেসিটি, ডায়াবেটিস, হৃদরোগ ব্রণ, পেটের ব্যথা, দাঁতের ক্ষতি।
advertisement
২. অতিরিক্ত ক্যাফেইন ৮ আউন্সে ৭০ মি.গ্রা. থেকে শুরু করে ১৬ আউন্সে ২০০ মি.গ্রা. পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। তুলনায় এক কাপ কফিতে থাকে প্রায় ৯৫ মি.গ্রা. ক্যাফেইন। অন্যান্য উপাদান যেমন গুয়ারানা ও টউরিন ক্যাফেইনের প্রভাব আরও বাড়িয়ে দেয়। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৪০০ মি.গ্রা. ক্যাফেইন গ্রহণ সীমা ধরা হয়। কিশোর ও তরুণদের জন্য এই মাত্রা স্পষ্ট নয়, তবে তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।
advertisement
advertisement
advertisement
advertisement