Parenting Tips: শীতে স্নান বাদ নয় একদিনও, শিশুকে এইভাবে স্নান করালে ঠান্ডা লাগা ধারে-কাছে ঘেঁষবে না, জানুন ‘চিকিৎসকের পরামর্শ’

Last Updated:
Parenting Tips: শীতকালেও প্রতিদিন স্নান করানো উচিত৷ শিশুদের কীভাবে স্নান করালে ঠান্ডা লাগবে না৷ জেনে নিন চিকিৎসকের পরামর্শ৷
1/7
বাতাসে শীতের ছোঁয়া লেগেছে৷ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সর্দিকাশি, জ্বর প্রায় প্রতি ঘরেই হয়৷ বিশেষ করে শিশুদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়৷ তাই অনেকেই এই সময় সন্তানকে রোজ স্নান করাতে চান না৷ এই অভ্যেস কিন্তু একেবারেই নয়৷
বাতাসে শীতের ছোঁয়া লেগেছে৷ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সর্দিকাশি, জ্বর প্রায় প্রতি ঘরেই হয়৷ বিশেষ করে শিশুদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়৷ তাই অনেকেই এই সময় সন্তানকে রোজ স্নান করাতে চান না৷ এই অভ্যেস কিন্তু একেবারেই নয়৷
advertisement
2/7
শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল জানিয়েছেন, শীতের শুরু থেকেই শিশুদের স্নান করানোর ব্যাপারে অনেক অভিভাবক আশঙ্কায় থাকেন। কিন্তু এই ভাবনা থেকে আগে বেরোতে হবে৷
শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল জানিয়েছেন, শীতের শুরু থেকেই শিশুদের স্নান করানোর ব্যাপারে অনেক অভিভাবক আশঙ্কায় থাকেন। কিন্তু এই ভাবনা থেকে আগে বেরোতে হবে৷
advertisement
3/7
শিশুর জন্মের তিনদিন পর থেকেই তাঁকে স্নান করানো উচিত৷ দেড় মাস পর্যন্ত এক দিন অন্তর স্নান করানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু যে সব শিশুর বয়স দেড় মাসের বেশি, তাদের রোজই স্নান করাতে হবে। তবে শিশুর যদি নিউমোনিয়া বা অ্যালার্জির ধাত থাকে, অথবা শ্বাসজনিত কোনও রোগ নিয়ে জন্মায়, তা হলে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিশুর জন্মের তিনদিন পর থেকেই তাঁকে স্নান করানো উচিত৷ দেড় মাস পর্যন্ত এক দিন অন্তর স্নান করানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু যে সব শিশুর বয়স দেড় মাসের বেশি, তাদের রোজই স্নান করাতে হবে। তবে শিশুর যদি নিউমোনিয়া বা অ্যালার্জির ধাত থাকে, অথবা শ্বাসজনিত কোনও রোগ নিয়ে জন্মায়, তা হলে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
4/7
শিশুদের ত্বক সংবেদনশীল হয়৷ তাই রোজ স্নান না করালে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে৷ ঘাম জমে শিশু আরও অসুস্থ হয়ে যেতে পারে৷
শিশুদের ত্বক সংবেদনশীল হয়৷ তাই রোজ স্নান না করালে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে৷ ঘাম জমে শিশু আরও অসুস্থ হয়ে যেতে পারে৷
advertisement
5/7
স্নানের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে৷ চিকিৎসক জানিয়েছেন, খুব বেশি বেলা করে স্নান করাবেন না৷
স্নানের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে৷ চিকিৎসক জানিয়েছেন, খুব বেশি বেলা করে স্নান করাবেন না৷
advertisement
6/7
সকালের দিকে ভাল করে তেল মালিশ করে গরম জলে স্নান করান৷ গায়ে জ্বর থাকলে মাথায় ভেজাবেন না৷ গরম জলে গা ভাল করে মুছিয়ে দিন৷
সকালের দিকে ভাল করে তেল মালিশ করে গরম জলে স্নান করান৷ গায়ে জ্বর থাকলে মাথায় ভেজাবেন না৷ গরম জলে গা ভাল করে মুছিয়ে দিন৷
advertisement
7/7
খোলা জায়গায় শিশুকে স্নান করাবেন না৷ স্নান করানোর পর ভাল করে গা, হাত-পা মুছিয়ে শুকনো ও নরম তোয়ালে দিয়ে মুড়ে দিন৷  স্নানের পরে রোদে কিছু ক্ষণ শিশুকে রাখলে খুব ভাল হয়। এতে চট করে ঠান্ডা লেগে যাবে না।
খোলা জায়গায় শিশুকে স্নান করাবেন না৷ স্নান করানোর পর ভাল করে গা, হাত-পা মুছিয়ে শুকনো ও নরম তোয়ালে দিয়ে মুড়ে দিন৷ স্নানের পরে রোদে কিছু ক্ষণ শিশুকে রাখলে খুব ভাল হয়। এতে চট করে ঠান্ডা লেগে যাবে না।
advertisement
advertisement
advertisement