Papaya Seeds Benefits: ধুয়েমুছে সাফ বদ কোলেস্টেরল! ব্লাডসুগারের বংশ নাশ! কোষ্ঠকাঠিন্যের কষ্ট ধ্বংস! শুধু গালে দিন এক মুঠো পেঁপের বীজ
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Papaya Seeds Benefits: কখনও কি ভেবে দেখেছেন এই পেঁপের বীজ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? আপনি জেনে অবাক হতে পারেন, কিন্তু যে বীজগুলোকে আপনি অকেজো ভেবে ফেলে দেন সেগুলো স্বাস্থ্য উপকারিতায় পরিপূর্ণ
advertisement
পেঁপে এমন একটি ফল যা মানুষ সাধারণত ওজন কমাতে এবং পেট সংক্রান্ত সমস্যা দূর করতে খেয়ে থাকে। যখনই পেঁপে খাওয়া হয়, খোসা ছাড়িয়ে এর বীজ ফেলে দেওয়া হয়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই পেঁপের বীজ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? আপনি জেনে অবাক হতে পারেন, কিন্তু যে বীজগুলোকে আপনি অকেজো ভেবে ফেলে দেন সেগুলো স্বাস্থ্য উপকারিতায় পরিপূর্ণ। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
advertisement
advertisement
পেঁপে খাওয়া যেমন পেট সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে, তেমনি পেঁপের বীজও পেটের জন্য খুবই ভাল বলে বিবেচিত হয়। অনেক গবেষণায় দেখা গেছে যে পেঁপের বীজে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে, যা অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং এটি পেটকে সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে।
advertisement
advertisement









