Paneer Side Effects: প্রোটিন, আয়রন, ক্যালসিয়ামে ঠাঁসা পনির 'সুপারফুড',কিন্তু কারা ভুলেও পনির মুখে তুলবেন না? জেনে নিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুধু স্বাদেই খাসা নয়, পনিরের পুষ্টিগুণও বিস্তর। পনির প্রোটিনে ভরপুর। ১০০ গ্রাম পনিরের মধ্যে থাকে ১১ গ্রাম প্রোটিন। তা ছাড়া রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম।হাড় ও পেশির জন্য অত্যন্ত উপকারী পনির। কিন্তু এত উপকার থাকা সত্ত্বেও, সবার পনির খাওয়া উচিৎ নয়! কারা কারা পনির খাওয়া এড়িয়ে চলবেন?
নিরামিষের দিন মাছ-মাংশকে বলে বলে গোল মারবে পনির। মটর পনির থেকে পালক পনির...স্বাদ জিভে লেগে থাকে। শুধু স্বাদেই খাসা নয়, পনিরের পুষ্টিগুণও বিস্তর। পনির প্রোটিনে ভরপুর। ১০০ গ্রাম পনিরের মধ্যে থাকে ১১ গ্রাম প্রোটিন। তা ছাড়া রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম।হাড় ও পেশির জন্য অত্যন্ত উপকারী পনির। কিন্তু এত উপকার থাকা সত্ত্বেও, সবার পনির খাওয়া উচিৎ নয়! কারা কারা পনির খাওয়া এড়িয়ে চলবেন?
advertisement
পনির মূলত দুধ থেকে তৈরি করা হয়। এতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি১২, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। যে কোনও ঋতুতেই পনির খাওয়া যেতে পারে। গরমকালে পনির খেলে পেট ঠান্ডা থাকে, শীতকালে পনির খেলে শরীরে স্বাস্থ্যকর চর্বি যোগায়, যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









