Kojagari Laxmi Puja 2022 || হাত ঘুরিয়ে নাড়ু বানানোর সময় নেই, লক্ষ্মীপুজোয় ভরসা প্যাকেটের নাড়ু, দাম কত? জানুন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Kojagari Laxmi Puja 2022 : প্রতি পিস নারকেল ৩৫ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তারপরে নাড়ু তৈরির খরচ তো আরও অনেক বেশি
advertisement
advertisement
advertisement
advertisement
নারকেলকে সবসময় শুভ হিসাবেই বিচার করা হয়৷ যে কোনও শুভ অনুষ্ঠানের আগে নারকেল ফাটানো খুবই মঙ্গলজনক৷ সকাল সকাল যদি নারকেল দেখেন তাহলে বলাই যায় আপনার ভালো সময় আসন্ন বা মা লক্ষ্মীর প্রসাদ আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন৷ সকালে নারকেল দেখাকে খুব শুভ বলে মনে করা হয়। এরকম ইঙ্গিত দিয়ে মা লক্ষ্মী বুঝিয়ে দেন আপনার ভালো সময় এবার এসে গিয়েছে।