এ কাবাবের জবাব নেই ! পড়ুন, প্ল্যান করুন, খেয়ে ফেলুন
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
এ কাবাবের জবাব নেই ! পড়ুন, প্ল্যান করুন, খেয়ে ফেলুন
advertisement
advertisement
advertisement
আপনি কী ভেজেটেরিয়ান? তাহলে আপনার জন্যেও রয়েছে দারুন চমক।মাশরুম দিয়ে তৈরি মাশরুম গালোটি।যা মুখে দিলেই অমৃত।কে জানত মাশরুমের এই বাহার? এছাড়াও চিকেন এর মুগ মালাই কাবাব ও এদের নতুন সংযোজন। এতো গেলো নতুন কিছু পদ।এছাড়াও যদি আপনি চান ছাঁখতে আগের কিছু রেসিপি যা বারবার খেতে আসেন সকলে তাহলে তো অব্যশই এতে রয়েছে তান্দুরি তিতার যা বানানো হয়ে থাকে তিতার পাখি দিয়ে। এছাড়াও এখানে ফুলকপির তান্দুরি যা আচারি ফুল নামে পরিচিত এবং গোস্ত নাল্লি কাবাব এই রেস্তোরার অল টাইম ফেবারিট।