Orange Peel Benefits: কমলালেবু খেয়ে খোসা ফেলে দেন? অনেক বড় ভুল করছেন! ত্বকের জেল্লা বাড়ান এই দিয়ে

Last Updated:
Orange Peel Benefits: প্রতিদিন ডায়েটে একটা করে কমলালেবু রাখলে নানা রোগ থেকে মুক্তি মেলে। রসালো এই ফল খেয়ে, বেশীরভাগ মানুষ এর খোসা ছুঁড়ে ফেলে দেন।
1/6
ডায়েটের তালিকায় থাকে কমলালেবু। কিংবা অসুস্থ হলে কমলালেবুর জুড়ি মেলা ভার। টক মিষ্টি এই লেবুর গুনাগুন হাজারও। তবে জানেন কি শুধু লেবু নয়, কমলালেবুর খোসাতেও রয়েছে উপকার। শীতে যেমন কমলা লেবুর একাধিক গুণ রয়েছে, তেমনি খোসাতেও রয়েছে বহু উপকার। তাই জেনে নিন বিস্তারিত।
ডায়েটের তালিকায় থাকে কমলালেবু। কিংবা অসুস্থ হলে কমলালেবুর জুড়ি মেলা ভার। টক মিষ্টি এই লেবুর গুনাগুন হাজারও। তবে জানেন কি শুধু লেবু নয়, কমলালেবুর খোসাতেও রয়েছে উপকার। শীতে যেমন কমলা লেবুর একাধিক গুণ রয়েছে, তেমনি খোসাতেও রয়েছে বহু উপকার। তাই জেনে নিন বিস্তারিত।
advertisement
2/6
প্রতিদিন ডায়েটের তালিকায় থাকে একটা করে লেবু। এই শীতে বাজার চেয়ে যায় কমলালেবুতে। লেবুর গুণ থাকলেও খোসা ছাড়িয়ে ফেলে দেবেন না, কমলালেবুকে ত্বকের যত্নের জন্য ব্যবহার করুন। খোসাতেই রয়েছে ত্বক ভালো করার প্রধান উপাদান। তাই দামি প্রোডাক্ট ছেড়ে ব্যবহার করুন।
প্রতিদিন ডায়েটের তালিকায় থাকে একটা করে লেবু। এই শীতে বাজার চেয়ে যায় কমলালেবুতে। লেবুর গুণ থাকলেও খোসা ছাড়িয়ে ফেলে দেবেন না, কমলালেবুকে ত্বকের যত্নের জন্য ব্যবহার করুন। খোসাতেই রয়েছে ত্বক ভালো করার প্রধান উপাদান। তাই দামি প্রোডাক্ট ছেড়ে ব্যবহার করুন।
advertisement
3/6
শীত আসা মানেই ত্বকে টান টান ভাব। আর তাই নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সকলে। এবার কমলালেবুর খোসায় ত্বক হবে আরও উজ্জ্বল। কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে তোলে।
শীত আসা মানেই ত্বকে টান টান ভাব। আর তাই নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সকলে। এবার কমলালেবুর খোসায় ত্বক হবে আরও উজ্জ্বল। কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে তোলে।
advertisement
4/6
বিশেষজ্ঞরা মনে করেন, ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসা অত্যন্ত গুরুত্বপুর্ণ। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ না করা ভালো। কমলার খোসার সঙ্গে মুসুরের ডাল বেটে মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসা অত্যন্ত গুরুত্বপুর্ণ। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ না করা ভালো। কমলার খোসার সঙ্গে মুসুরের ডাল বেটে মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে।
advertisement
5/6
বিউটিশিয়ান স্বাগতা দাস বলেন, রোদে ঘুরে ঘুরে আপনার ত্বক পুড়ে গেছে। কমলার খোসা, হলুদ ও মধু এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে ত্বকের পোড়া ভাব দূর হবে। এছাড়াও ত্বকের শুষ্কতা দূর করতে কমলার খোসা ও টক দই প্যাক হিসাবে ব্যবহার করা যেতে পারে।
বিউটিশিয়ান স্বাগতা দাস বলেন, রোদে ঘুরে ঘুরে আপনার ত্বক পুড়ে গেছে। কমলার খোসা, হলুদ ও মধু এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে ত্বকের পোড়া ভাব দূর হবে। এছাড়াও ত্বকের শুষ্কতা দূর করতে কমলার খোসা ও টক দই প্যাক হিসাবে ব্যবহার করা যেতে পারে।
advertisement
6/6
তাই শুধু খাওয়ার জন্য কমলা লেবুই নয়, খোসাও দারুণ উপকার। না ফেলে দিয়ে ব্যবহার করুন এইভাবে।
তাই শুধু খাওয়ার জন্য কমলা লেবুই নয়, খোসাও দারুণ উপকার। না ফেলে দিয়ে ব্যবহার করুন এইভাবে।
advertisement
advertisement
advertisement