Offbeat Destination: শীতের ছুটিতে ঢুঁ মারুন এই জায়গায়! প্রকৃতির শোভা মুগ্ধ করবেই! গ‍্যারান্টি ভুলে যাবেন দিঘা, দার্জিলিং!

Last Updated:
Offbeat Destination: প্রথমেই চলে আসুন শুশুনিয়া পাহাড়ের আগে ভরতপুর পটচিত্র গ্রামে। এই গ্রামে পেয়ে যাবেন পট শিল্পীদের। যারা ভেষজ রং দিয়ে পট চিত্র আঁকেন।
1/6
বাঁকুড়ার ছাতনা ব্লকে ঘুরে দেখার অসংখ্য জায়গা রয়েছে। শীতের ছাতনা এক অনন্য সুন্দর জায়গা।
বাঁকুড়ার ছাতনা ব্লক'এ ঘুরে দেখার অসংখ্য জায়গা রয়েছে। শীতের ছাতনা এক অনন্য সুন্দর জায়গা।
advertisement
2/6
প্রথমেই চলে আসুন শুশুনিয়া পাহাড়ের আগে ভরতপুর পটচিত্র গ্রামে। এই গ্রামে পেয়ে যাবেন পট শিল্পীদের। যারা ভেষজ রং দিয়ে পট চিত্র আঁকেন।
প্রথমেই চলে আসুন শুশুনিয়া পাহাড়ের আগে ভরতপুর পটচিত্র গ্রামে। এই গ্রামে পেয়ে যাবেন পট শিল্পীদের। যারা ভেষজ রং দিয়ে পট চিত্র আঁকেন।
advertisement
3/6
এরপর শুশুনিয়ার পাদদেশে চলে আসুন শিউলিবোনা গ্রামে। ছোট্ট আদিবাসী গ্রাম। দেখে মনে হবে যেন মডেল গ্রাম। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত দুর্দান্ত এক অভিজ্ঞতা।
এরপর শুশুনিয়ার পাদদেশে চলে আসুন শিউলিবোনা গ্রামে। ছোট্ট আদিবাসী গ্রাম। দেখে মনে হবে যেন মডেল গ্রাম। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত দুর্দান্ত এক অভিজ্ঞতা।
advertisement
4/6
এবার দেখুন রাজা চন্দ্র বর্মনের শিলালিপি। এই শিলালিপি বহু প্রাচীন এবং ইতিহাসমণ্ডিত। বিশিষ্ট ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন,
এবার দেখুন রাজা চন্দ্র বর্মনের শিলালিপি। এই শিলালিপি বহু প্রাচীন এবং ইতিহাসমণ্ডিত। বিশিষ্ট ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এই শিলালিপির গুরুত্ব অপরিসীম। খুবই দুর্লভ।"
advertisement
5/6
এবার দেখুন ছাতনার রাজবাড়ি। মনে হবে পৌঁছে গেছেন ৬০০ বছর আগে। এখনও রয়েছেন রাজা।
এবার দেখুন ছাতনার রাজবাড়ি। মনে হবে পৌঁছে গেছেন ৬০০ বছর আগে। এখনও রয়েছেন রাজা।
advertisement
6/6
এবার ঘুরে দেখুন ছাতনার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার আইডেন্টিটি।
এবার ঘুরে দেখুন ছাতনার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার পরিচয়।
advertisement
advertisement
advertisement