North Bengal Trip: হিমালয়ের কোলে রূপকথার গ্রাম! কেউ কোথাও নেই, একেবারে 'ভার্জিন' বিউটি! ডেস্টিনেশন হোক গিতডাবলিং
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Weekend Trip: কালিম্পং থেকে গাড়ি করে গিতডাবলিং ২০ কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। শেয়ার জিপ বা প্রাইভেট গাড়ি ভাড়া করলে খরচ পড়তে পারে ১২০০ টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
*গিতডাবলিং-এ বর্তমানে কয়েকটি ছোট হোমস্টে গড়ে উঠেছে পর্যটকদের থাকার জন্য। বাঁশে তৈরি ঘর, কাঠের জানালা আর পাহাড়ি ফুলে ঘেরা উঠোন এখানেই আপনাকে বরণ করবে। খাবারে থাকবে স্থানীয় পণ্য ভুট্টার রুটি, সুপ, ভাত ও সবজি, এছাড়াও সুস্বাদু কচি পাঁঠা কিংবা দেশি মুরগির ঝোল। প্রতিটি হোমস্টেতেই স্নেহময় পরিবেশ, যেন নিজের বাড়িতে ফিরে আসা।
advertisement
*কালিম্পং থেকে গাড়ি করে গিতডাবলিং ২০ কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। শেয়ার জিপ বা প্রাইভেট গাড়ি ভাড়া করলে খরচ পড়তে পারে ১২০০ টাকা। ঝরনার ট্রেক, পাখি দেখা, স্থানীয় লোকসংস্কৃতির সঙ্গে সময় কাটানোই এখানে প্রধান আকর্ষণ। তাই এই মনসুন-এ প্রকৃতির স্পর্শে মিলিয়ে যেতে ঘুরে যেতেই পারেন এই শান্ত গ্রাম থেকে।
