ঘষামাজা ছাড়াই পরিষ্কার হবে হলদে কমোড! হাত দিতে হবে না, এই এক ট্রিকে এমনিই ঝকঝক করবে টয়লেট!

Last Updated:
আপনার টয়লেট সিটে কি দাগ পড়ে যাচ্ছে বারবার? ঘষে ঘষে কমোড পরিষ্কার করতে করতে আপনি ক্লান্ত? তাহলে আপনার জন্যই এই ভাইরাল হ্যাক! কমোড পরিষ্কার হবে কোনও ঝামেলা ছাড়াই, আর ব্যয়ও একেবারেই কম।
1/7
আপনার টয়লেট সিটে কি দাগ পড়ে যাচ্ছে বারবার? ঘষে ঘষে কমোড পরিষ্কার করতে করতে আপনি ক্লান্ত? তাহলে আপনার জন্যই এই ভাইরাল হ্যাক! কমোড পরিষ্কার হবে কোনও ঝামেলা ছাড়াই, আর ব্যয়ও একেবারেই কম।
আপনার টয়লেট সিটে কি দাগ পড়ে যাচ্ছে বারবার? ঘষে ঘষে কমোড পরিষ্কার করতে করতে আপনি ক্লান্ত? তাহলে আপনার জন্যই এই ভাইরাল হ্যাক! কমোড পরিষ্কার হবে কোনও ঝামেলা ছাড়াই, আর ব্যয়ও একেবারেই কম।
advertisement
2/7
টয়লেট সিট যদি অপরিষ্কার থাকে, তাহলে সেখান থেকে জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত গরমকালে এই জীবাণুগুলি বেশি সক্রিয় হয়ে পড়ে এবং দুর্গন্ধও তৈরি হয়। তাই বাড়ির স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে টয়লেট সিট ঝকঝকে রাখা খুব জরুরি।
টয়লেট সিট যদি অপরিষ্কার থাকে, তাহলে সেখান থেকে জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত গরমকালে এই জীবাণুগুলি বেশি সক্রিয় হয়ে পড়ে এবং দুর্গন্ধও তৈরি হয়। তাই বাড়ির স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে টয়লেট সিট ঝকঝকে রাখা খুব জরুরি।
advertisement
3/7
যা লাগবে পরিষ্কার করতে: টুথপেস্ট বেকিং সোডা পুরনো লন্ড্রি সাবান অ্যালুমিনিয়াম ফয়েল গ্রেটার (কুরানি) পিন
যা লাগবে পরিষ্কার করতে:  টুথপেস্ট বেকিং সোডা পুরনো লন্ড্রি সাবান অ্যালুমিনিয়াম ফয়েল গ্রেটার (কুরানি) পিন
advertisement
4/7
কীভাবে তৈরি করবেন ক্লিনিং সলিউশন?১. প্রথমে পুরনো বা বেঁচে যাওয়া লন্ড্রি সাবান কুরে একটি বাটিতে নিন। ২. তাতে দিন কিছুটা টুথপেস্ট ও বেকিং সোডা। ৩. মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন।
কীভাবে তৈরি করবেন ক্লিনিং সলিউশন? ১. প্রথমে পুরনো বা বেঁচে যাওয়া লন্ড্রি সাবান কুরে একটি বাটিতে নিন। ২. তাতে দিন কিছুটা টুথপেস্ট ও বেকিং সোডা। ৩. মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন।
advertisement
5/7
কীভাবে বানাবেন ফয়েল পেপারের বল?১. তৈরি করা পেস্ট দিয়ে ছোট ছোট বল বানান। ২. সেই বলগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফেলুন। ৩. এবার একটি পিন দিয়ে ফয়েল মোড়া বলগুলোয় ছোট ছোট ছিদ্র করে দিন। ৪. এই বলগুলো ফ্লাশ ট্যাঙ্কে রেখে দিন।
কীভাবে বানাবেন ফয়েল পেপারের বল? ১. তৈরি করা পেস্ট দিয়ে ছোট ছোট বল বানান। ২. সেই বলগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফেলুন। ৩. এবার একটি পিন দিয়ে ফয়েল মোড়া বলগুলোয় ছোট ছোট ছিদ্র করে দিন। ৪. এই বলগুলো ফ্লাশ ট্যাঙ্কে রেখে দিন।
advertisement
6/7
প্রতিবার আপনি ফ্লাশ করলে, সেই ছিদ্র থেকে ক্লিনার জল মিশে বেরিয়ে আসবে এবং কমোড পরিষ্কার রাখবে। দুর্গন্ধও থাকবে না।
প্রতিবার আপনি ফ্লাশ করলে, সেই ছিদ্র থেকে ক্লিনার জল মিশে বেরিয়ে আসবে এবং কমোড পরিষ্কার রাখবে। দুর্গন্ধও থাকবে না।
advertisement
7/7
বিশেষভাবে খেয়াল রাখবেন যেসব বিষয়:টয়লেটের গন্ধ দূর করতে ভালভাবে বায়ু চলাচলের ব্যবস্থা করুন। জানালার কাছে একটি এক্সহস্ট ফ্যান অবশ্যই লাগান। প্রতি সপ্তাহে একবার টয়লেট ডিপ ক্লিন করুন।
বিশেষভাবে খেয়াল রাখবেন যেসব বিষয়: টয়লেটের গন্ধ দূর করতে ভালভাবে বায়ু চলাচলের ব্যবস্থা করুন। জানালার কাছে একটি এক্সহস্ট ফ্যান অবশ্যই লাগান। প্রতি সপ্তাহে একবার টয়লেট ডিপ ক্লিন করুন।
advertisement
advertisement
advertisement