খেজুর 'গুড়' না খেজুর 'রস'...! কী থেকে ছড়াচ্ছে নিপা ভাইরাস? সাবধান...! জানুন চিকিৎসকের 'সঠিক' পরামর্শ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nipah Virus: নিপা ভাইরাসের আতঙ্ক বাড়াচ্ছে উদ্বেগ। ইতিমধ্যেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রাজ্যের দুই নার্স। গুরুতর অবস্থায় ভর্তি বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু এই শীতকালে নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুর ও খেজুর থেকে তৈরি খাদ্য সামগ্রী কি এড়িয়ে চলাই উচিত? নাকি শুধু খেজুর রস এড়িয়ে যাওয়াই উচিত? জানুন 'আসল' উত্তর ও ডাক্তারের পরামর্শ!
advertisement
advertisement
advertisement
রাজ্যে আক্রান্ত দুই নার্স খেজুরের রস খেয়েছিলেন। তারা সেখান থেকেই সংক্রমিত হতে পারেন বলেও মনে করেছেন অনেকে। তাই এই শীতকালে খেজুর রস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাধারণত শীতকালেই পাওয়া যায় খেজুর রস। কিন্তু এবার নিপা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে এড়িয়ে চলুন কাঁচা খেজুর বা খেজুরের রস।
advertisement
খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে বলে যেমন অনেকেই মনে করছেন, তেমনই একদল বিশেষজ্ঞের কথায় খেজুর গুড়ে ভয় নেই। কারণ খেজুর রস দীর্ঘ সময় ধরে ফুটিয়ে তবেই গুড় তৈরি হয়। আর সেই কারণেই দীর্ঘক্ষণ গরমে থাকার কারণে ভাইরাস নষ্ট হয়ে যায়। সেটির আর মানুষকে সংক্রমিত করার মত অবস্থা থাকে না। তাই খেজুর রসে ভয় থাকলেই খেজুর গুড় তুলনায় অনেকটাই নিরাপদ।
advertisement
খেজুর রস: শীতের এই মরশুমে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হয়। সেগুলি দিনের বেলায় রস হিসেবে বিক্রি করা হয়। আবার জাল দিয়ে বা ফুটিয়ে গুড় তৈরি হয়। খেজুর মিষ্টি ফল। তাই বাদুড়ের প্রিয় খাবারগুলির মধ্যে একটি। রাতের অন্ধকারে অনেক সময় বাদুর খেজুর খায়। সেই থেকেই ভাইরাস পৌঁছে যায় খেজুর আর রসে। তা থেকেই মানুষ সংক্রমিত হতে পারে বলেও অশঙ্কা করা হচ্ছে।









