Neem Leaves Side Effects: নিমপাতার হাজার-একটা গুণ, কিন্তু এই পাতা সবার জন্য নয়, চিকিৎসক জানালেন নিমপাতা কাদের অসুস্থ করে তোলে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নিমপাতার গুণ বলে শেষ করা যায় না! নিমে প্রায় ১৪০ রকমের সক্রিয় উপাদান রয়েছে, যেগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক হিসাবে কাজ করে। কৃমিনাশক হিসাবেও কাজ করে নিম। কিন্তু নিয়মিত ও বেশি নিমপাতা খেলে শরীরের অন্দরে কী হয়?
নিমপাতার গুণ বলে শেষ করা যায় না! নিমে প্রায় ১৪০ রকমের সক্রিয় উপাদান রয়েছে, যেগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক হিসাবে কাজ করে। কৃমিনাশক হিসাবেও কাজ করে নিম। কিন্তু কোনও কিছুই বেশি খেলে উপকারের তুলনায় ক্ষতিই হয়! নিমপাতাও তার ব্যতিক্রম নয়। নিয়মিত ও বেশি নিমপাতা খেলে শরীরের অন্দরে কী হয়? জানাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ নাগেন্দ্র নারায়ণ শর্মা
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
