Neem Leaves: বসন্ত আসতেই ভাতের পাতে মুচমুচে নিমবেগুন? উপকারিতার পাশাপাশি জানুন নিমের ক্ষতিকর দিকও

Last Updated:
Neem Leaves: অতিরিক্ত নিমপাতা বা নিমের রস খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে
1/6
বসন্ত একদিকে যেমন ঋতুরাজ, অন্যদিকে এই মরশুমেই ভিড় করে বহু সংক্রামক অসুখও৷ তাছাড়া এই ঋতুতে চলে যায় মুখের স্বাদ৷ গ্রাস করে অরুচি৷ তাই তিক্ত স্বাদ বা তেতো খাবার প্রচলন রয়েছে এই মরশুমে৷ গরম ভাতের সঙ্গে ঘিয়ে ভাজা নিমবেগুন, শুকনো খোলায় নেড়েচেড়ে নেওয়া নিমপাতার চূর্ণ, কাঁচা নিমপাতার রস, নিমপাতার রস এই মরশুমে অত্যন্ত উপকারী৷
বসন্ত একদিকে যেমন ঋতুরাজ, অন্যদিকে এই মরশুমেই ভিড় করে বহু সংক্রামক অসুখও৷ তাছাড়া এই ঋতুতে চলে যায় মুখের স্বাদ৷ গ্রাস করে অরুচি৷ তাই তিক্ত স্বাদ বা তেতো খাবার প্রচলন রয়েছে এই মরশুমে৷ গরম ভাতের সঙ্গে ঘিয়ে ভাজা নিমবেগুন, শুকনো খোলায় নেড়েচেড়ে নেওয়া নিমপাতার চূর্ণ, কাঁচা নিমপাতার রস, নিমপাতার রস এই মরশুমে অত্যন্ত উপকারী৷
advertisement
2/6
বসন্তকালে হাম, পক্স, হারপিস ও অন্যান্য সংক্রামক অসুখ বেড়ে যায়৷ এই সংক্রমণ প্রতিরোধের জন্য নিয়মিত নিমপাতা খাওয়া উচিত৷ এই ঋতুতে বদজহম-সহ পেটের সমস্যাও বাড়ে৷ নিমপাতা সেই সমস্যাও রোধ করে৷
বসন্তকালে হাম, পক্স, হারপিস ও অন্যান্য সংক্রামক অসুখ বেড়ে যায়৷ এই সংক্রমণ প্রতিরোধের জন্য নিয়মিত নিমপাতা খাওয়া উচিত৷ এই ঋতুতে বদজহম-সহ পেটের সমস্যাও বাড়ে৷ নিমপাতা সেই সমস্যাও রোধ করে৷
advertisement
3/6
জন্ডিস, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল জ্বর প্রতিরোধে নিমপাতার রস উপকারী৷ চোখ ও ত্বকের সংক্রমণ নিয়ন্ত্রণেও নিমপাতা কার্যকর৷ নিমের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷
জন্ডিস, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল জ্বর প্রতিরোধে নিমপাতার রস উপকারী৷ চোখ ও ত্বকের সংক্রমণ নিয়ন্ত্রণেও নিমপাতা কার্যকর৷ নিমের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷
advertisement
4/6
তবে সব খাবারের মতো নিমাপাতারও কিছু নেতিবাচক দিক আছে৷ আয়ুর্বেদিক ও কবিরাজি মতে নিমপাতা অন্তঃসত্ত্বা ও পাঁচ বছরের কম বয়সি শিশুদের দেওয়া উচিত নয়৷
তবে সব খাবারের মতো নিমাপাতারও কিছু নেতিবাচক দিক আছে৷ আয়ুর্বেদিক ও কবিরাজি মতে নিমপাতা অন্তঃসত্ত্বা ও পাঁচ বছরের কম বয়সি শিশুদের দেওয়া উচিত নয়৷
advertisement
5/6
অতিরিক্ত নিমপাতা বা নিমের রস খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে৷ দেখা দিতে পারে লিভার ও কিডনির সমস্যা৷ অনেকের নিমতেল বা নিমপাতায় অ্যালার্জির সমস্যা থাকে৷ তাঁদের নিমপাতা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়৷
অতিরিক্ত নিমপাতা বা নিমের রস খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে৷ দেখা দিতে পারে লিভার ও কিডনির সমস্যা৷ অনেকের নিমতেল বা নিমপাতায় অ্যালার্জির সমস্যা থাকে৷ তাঁদের নিমপাতা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement