Neel Sashthi 2024: রাত পোহালেই নীলষষ্ঠী! সন্তানের মঙ্গলকামনায় কখন জ্বালবেন নীলের বাতি? জানুন শুভ সময়

Last Updated:
Neel Sashthi 2024: প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷ সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷
1/8
চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা৷ প্রতি বছরের মতো নতুন বঙ্গাব্দে পা দেওয়ার আগে এ বারও রয়েছে নীলষষ্ঠীর মতো লৌকিক পার্বণ৷
চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা৷ প্রতি বছরের মতো নতুন বঙ্গাব্দে পা দেওয়ার আগে এ বারও রয়েছে নীলষষ্ঠীর মতো লৌকিক পার্বণ৷
advertisement
2/8
প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷
প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷
advertisement
3/8
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷
advertisement
4/8
এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
5/8
সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷
সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷
advertisement
6/8
এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
advertisement
7/8
নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷
নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷
advertisement
8/8
বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷
বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷
advertisement
advertisement
advertisement