Naturally Turn Grey Hair Black: অল্প বয়সেই চুল পাকছে? কালার-ডাই-কলপ ছাড়ুন, পেঁয়াজের খোসার সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, রাতারাতি চুল হবে কুচকুচে কালো

Last Updated:
অকালেই কালো চুল পাকা হয়ে যাচ্ছে? হেয়ার কালার করবেন না! এই সস্তার দুটো উপাদানেই চুল হবে কুচকুচে কালো
1/9
অতিরিক্ত স্ট্রেস, ধূমপান-মদ্যপান, অ্যানিমিয়া, অপুষ্টি এবং জিনগত কারণে অনেকেরই চুল অকালে পেকে যায়! ইদানীং তো স্কুল কলেজেই মাথাভর্তি সাদা চুল উঁকি মারছে! শরীরের ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে, থাইরয়েড হরমোন কমে গেলেও কিন্তু অল্প বয়সেই চুল সাদা হয়ে যায়।
অতিরিক্ত স্ট্রেস, ধূমপান-মদ্যপান, অ্যানিমিয়া, অপুষ্টি এবং জিনগত কারণে অনেকেরই চুল অকালে পেকে যায়! ইদানীং তো স্কুল কলেজেই মাথাভর্তি সাদা চুল উঁকি মারছে! শরীরের ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে, থাইরয়েড হরমোন কমে গেলেও কিন্তু অল্প বয়সেই চুল সাদা হয়ে যায়।
advertisement
2/9
অনেকসময় বংশগত কারণেও চুল সাদা হয়! সাদা চুল কালো করতে অনেকেই কলপ, ডাই বা হেয়ার কালার করেন! কিন্তু তাতে বারোটা বাজে চুলকের! বরং ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে! পেঁয়াজের খোসার সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, তৈরি হবে প্রাকৃতিক কলপ! চুলের কোনও ক্ষতি না করেই চুল করবে কুচকুচে কালো--
অনেকসময় বংশগত কারণেও চুল সাদা হয়! সাদা চুল কালো করতে অনেকেই কলপ, ডাই বা হেয়ার কালার করেন! কিন্তু তাতে বারোটা বাজে চুলকের! বরং ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে! পেঁয়াজের খোসার সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, তৈরি হবে প্রাকৃতিক কলপ! চুলের কোনও ক্ষতি না করেই চুল করবে কুচকুচে কালো--
advertisement
3/9
হোম শেফ পূনম দেভনানি সদ্য একটি হাতেগরম টিপস শেয়ার করেছেন! কোনও কসমেটিক্স ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়েই চুল হবে কুচকুচে কালো! লাগবে শুধু দুটো উপকরণ! পেঁয়াজের খোঁসা আর চা-পাতা। কীভাবে বানাবেন এই প্রাকৃতিক হেয়ার কালার?
হোম শেফ পূনম দেভনানি সদ্য একটি হাতেগরম টিপস শেয়ার করেছেন! কোনও কসমেটিক্স ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়েই চুল হবে কুচকুচে কালো! লাগবে শুধু দুটো উপকরণ! পেঁয়াজের খোঁসা আর চা-পাতা। কীভাবে বানাবেন এই প্রাকৃতিক হেয়ার কালার?
advertisement
4/9
একটা প্যানে জল নিন। পেঁয়াজের খোসা আর চায়ের পাতা দিয়ে ফোটান যতক্ষণ না জলে খয়েরি রং ধরে। এবার মিশ্রণ ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিন।
একটা প্যানে জল নিন। পেঁয়াজের খোসা আর চায়ের পাতা দিয়ে ফোটান যতক্ষণ না জলে খয়েরি রং ধরে। এবার মিশ্রণ ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিন।
advertisement
5/9
রাতে চুলের গোড়া থেকে এই মিশ্রণ লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
রাতে চুলের গোড়া থেকে এই মিশ্রণ লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
6/9
প্রতি সপ্তাহে অন্তত ২-৩ বার এই মিশ্রণ চুলে লাগান। পাকা চুল কালো হবে কয়েকদিনেই। পাশাপাশি, গোড়া থেকে চুল হবে শক্ত। এই কেমিক্যাল ছাড়া মিশ্রণ প্রাকৃতিকভাবেই চুল কালো করে।
প্রতি সপ্তাহে অন্তত ২-৩ বার এই মিশ্রণ চুলে লাগান। পাকা চুল কালো হবে কয়েকদিনেই। পাশাপাশি, গোড়া থেকে চুল হবে শক্ত। এই কেমিক্যাল ছাড়া মিশ্রণ প্রাকৃতিকভাবেই চুল কালো করে।
advertisement
7/9
পেঁয়াজ চুল শক্ত করে, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। চা পাতা চুলে রং আর জেল্লা আনে।
পেঁয়াজ চুল শক্ত করে, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। চা পাতা চুলে রং আর জেল্লা আনে।
advertisement
8/9
হেনা, চা পাতা আর কালোজিরের মিশ্রণও প্রাকৃতিকভাবে চুল কালো করে। এই তিনটি উপাদান দিয়ে একটি পেস্টা বানিয়ে চুলে গোড়া থেকে লাগান। দেখবেন চুল কালো হওয়ার পাশাপাশি মসৃণ ও জেল্লাদারও হবে।
হেনা, চা পাতা আর কালোজিরের মিশ্রণও প্রাকৃতিকভাবে চুল কালো করে। এই তিনটি উপাদান দিয়ে একটি পেস্টা বানিয়ে চুলে গোড়া থেকে লাগান। দেখবেন চুল কালো হওয়ার পাশাপাশি মসৃণ ও জেল্লাদারও হবে।
advertisement
9/9
নারকেল ও কারি পাতাও প্রাকৃতিকভাবে চুল কালো করে। নারকেল তেলে ১০ মিনিট ধরে কারি পাতা ফুটিয়ে নিন। নিয়মিত এই তেল মাখলে পাকা চুল কালো হবে, চুলে ফিরবে হারানো জেল্লা।
নারকেল ও কারি পাতাও প্রাকৃতিকভাবে চুল কালো করে। নারকেল তেলে ১০ মিনিট ধরে কারি পাতা ফুটিয়ে নিন। নিয়মিত এই তেল মাখলে পাকা চুল কালো হবে, চুলে ফিরবে হারানো জেল্লা।
advertisement
advertisement
advertisement