Mutton Recipe: ঢেঁড়শ দিয়ে খাসির মাংস, স্বর্গীয় স্বাদ!...পাকিস্তানের এই মাটন রেসিপি একেবারে স্টাম্প আউট করে দেবে সব ইন্ডিয়ান রেসিপিকে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপর একটি প্রেশার কুকার গ্যাসে বসিয়ে তাতে প্রথমে দিন ৫-৬ চামচ সরষের তেল৷ তেল গরম হয়ে গেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে কুঁচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে তাতে৷
advertisement
advertisement
advertisement
প্রথমে আপনি ঢ্যাঁড়সটা সেমি কুক করে নেবেন৷ ভিন্ডি মাটন সালানে সাধারণত ছোট ছোট কচি ঢ্যাঁড়স ব্যবহার করা হয়৷ বাজার থেকে কিনে এনে প্রথমে গরম জলে ধুয়ে হাওয়ায় ভাল করে শুকিয়ে নিতে হয় ঢ্যাঁড়সগুলো৷ তারপরে ফ্রিজে৷ এতে ঢ্যাঁড়সের হড়হড়ে ভাব অনেকটাই কেটে যায়৷ তবে যদি আপনার ঢ্যাঁড়সের হড়হড়ে ভাবে অসুবিধা না থাকে এই ধাপটা না-ও করতে পারেন৷
advertisement
তারপর ঢ্যাঁড়সগুলোর মাথা আর লেজ কেটে নিয়ে সেটা মাঝখান থেকে খানিকটা লম্বা করে চিরে নিতে হবে৷ তারপর লোহার কড়াইতে ৩-৪ চা চামচ তেল নিয়ে হাল্কা হাতে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলো৷ ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে পেঁয়াজ-রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, লঙ্কাগুড়ো, জিরে গুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে৷ ঢ্যাঁড়স কষা হয়ে গেলে সবশেষে একটু আমচুর পাউডারও ছড়িয়ে দিতে পারেন৷ তারপর গোটা বিষয়টিকে পাশে সরিয়ে রাখুন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement