Cancer: মুখে আচমকা ছোট্ট, লাল ফুসকুড়ি? হতে পারে 'ক্যানসার'! ঠিক কী দেখে চিনবেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ডাঃ দৌলত সিং জানান, মুখের ক্যানসারের ক্ষেত্রে মুখের ভিতরে সাদা বা লাল দাগ তৈরি হয়। এ ছাড়া দাঁত শিথিল হতে থাকে। মুখের ভিতরে মাংসপিণ্ড গজায়। প্রায়ই মুখে ব্যথা হয়। শুধু তাই নয়, মুখে ক্যানসার হলে কানেও ব্যথা শুরু হয়। যখন সংক্রমণ বৃদ্ধি পায়, তখন খাবার গিলতে অসুবিধা হয়।
রোগ হওয়ার পরপরই লক্ষণ দেখা যায় না। এটি যত পাকতে ষুরু করে, তত তা পরিস্ফূট হয়। জেনে নিন এমন কিছু সমস্যার কথা যা মুখের ক্যানসারের প্রাথমিক উপসর্গ হতে পারে। তাই সমস্যা হলেই দ্রুত ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যানসার সম্পূর্ণ ভাবে সারিয়ে তোলা যায়। ঠোঁট, জিভ, গালের ভিতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নীচের অংশে মুখের এই সব অংশই ক্যানসারে আক্রান্ত হয় বেশি। মুখের ক্যানসারের সাধারণ কিছু উপসর্গ রয়েছে, যা অবহেলা করলে ক্ষতি হতে পারে মারাত্মক। কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
advertisement
উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের দুন মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের এইচওডি দৌলত সিং বলেন, ভারতে মুখ ও গলার ক্যানসার প্রাথমিকভাবে সবচেয়ে বেশি। কারণ, এখানে প্রচুর পরিমাণে গুটখা ও তামাক খাওয়া হয়। একই সঙ্গে পশ্চিমী দেশগুলিতে ফুসফুসের ক্যানসার বেশি দেখা যায়। কারণ, সেখানে তামাক ব্যবহার করা হয় সিগারেট, চুরুট ইত্যাদি আকারে। তামাক, গুটখা, খৈনি সর্বত্র মানুষের কাছে সহজলভ্য। মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে ক্রমাগত এটির সেবন ক্যানসারের সম্ভাবনা বাড়াচ্ছে।
advertisement
advertisement
advertisement