Mosquito Repellent Tips: মশা তাড়াতে দামি দামি তেল-ধূপ বাদ দিন, লেবুতে গুঁজে রাখুন 'এই' জিনিসটি! রক্তচোষার বংশ খুঁজে পাবেন না

Last Updated:
Mosquito Repellent Tips: বর্ষাকালে মশার উপদ্রব নাজেহাল করে দেয় সবাইকে। মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো জ্বরেরও বারবার আতঙ্ক লক্ষ্য করা যায় বিভিন্ন হাসপাতালগুলিতে। কীভাবে বাঁচবেন? জানুন
1/7
বর্ষাকালে মশার উপদ্রব নাজেহাল করে দেয় সবাইকে। মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো জ্বরেরও বারবার আতঙ্ক লক্ষ্য করা যায় বিভিন্ন হাসপাতালগুলিতে। এই সহজ কয়েকটি উপায় অবলম্বন করে বাড়ি থেকে মশার উপদ্রব কমানো সম্ভব। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বর্ষাকালে মশার উপদ্রব নাজেহাল করে দেয় সবাইকে। মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো জ্বরেরও বারবার আতঙ্ক লক্ষ্য করা যায় বিভিন্ন হাসপাতালগুলিতে। এই সহজ কয়েকটি উপায় অবলম্বন করে বাড়ি থেকে মশার উপদ্রব কমানো সম্ভব। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
অনেকেরই বাজার চলতি কেমিক্যালজাত মশা তাড়ানোর ঔষধে এলার্জির সমস্যা থাকে। সেই কারণে অনেকেই চান ঘরোয়া উপায় মশা তাড়ানোর যে কোনও ব্যবস্থা। যাতে মশার উপদ্রব কমে এবং শরীরের ক্ষতিও না হয়।
অনেকেরই বাজার চলতি কেমিক্যালজাত মশা তাড়ানোর ঔষধে এলার্জির সমস্যা থাকে। সেই কারণে অনেকেই চান ঘরোয়া উপায় মশা তাড়ানোর যে কোনও ব্যবস্থা। যাতে মশার উপদ্রব কমে এবং শরীরের ক্ষতিও না হয়।
advertisement
3/7
মশা তাড়ানোর প্রধান উপায় হল তুলসি গাছ। বাড়ির আশেপাশে বিশেষ করে জানালা, ব্যালকনি কিংবা বারান্দায় বেশ কয়েকটি তুলস গাছ টবের মধ্যে লাগিয়ে রাখুন। তুলস গাছের গন্ধে মশা কম আসবে।
মশা তাড়ানোর প্রধান উপায় হল তুলসি গাছ। বাড়ির আশেপাশে বিশেষ করে জানালা, ব্যালকনি কিংবা বারান্দায় বেশ কয়েকটি তুলস গাছ টবের মধ্যে লাগিয়ে রাখুন। তুলস গাছের গন্ধে মশা কম আসবে।
advertisement
4/7
কর্পূরকে মশাদের যম হিসেবে ধরা হয়। ৫০ গ্রামের একটি কর্পূরের টুকরো নিয়ে একটি পাত্রে রেখে সেটিকে জল দিয়ে পরিপূর্ণ করে রাখুন। এরপর সেটিকে ঘরের একটি কোণে রেখে দিন। এরপর দুদিন পর পর পাত্রের জল পরিবর্তন করুন। কর্পূরের গন্ধে বাড়িতে মশা অনেকটাই কম আসবে।
কর্পূরকে মশাদের যম হিসেবে ধরা হয়। ৫০ গ্রামের একটি কর্পূরের টুকরো নিয়ে একটি পাত্রে রেখে সেটিকে জল দিয়ে পরিপূর্ণ করে রাখুন। এরপর সেটিকে ঘরের একটি কোণে রেখে দিন। এরপর দুদিন পর পর পাত্রের জল পরিবর্তন করুন। কর্পূরের গন্ধে বাড়িতে মশা অনেকটাই কম আসবে।
advertisement
5/7
রসুন অত্যন্ত উপকারী মশা তাড়ানোর ক্ষেত্রে। কয়েকটি রসুনের কোয়া থেতো করে জলের সেদ্ধ করে নিন কিম্বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর সেই জল ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করে দিন। দেখবেন মশা ভ্যানিশ!
রসুন অত্যন্ত উপকারী মশা তাড়ানোর ক্ষেত্রে। কয়েকটি রসুনের কোয়া থেতো করে জলের সেদ্ধ করে নিন কিম্বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর সেই জল ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করে দিন। দেখবেন মশা ভ্যানিশ!
advertisement
6/7
একটি বা দুটি লেবু মাঝামাঝি কেটে নিন এরপর কাঁটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গ ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরো প্লেটে করে ঘরের কোনে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে মশা নেই।
একটি বা দুটি লেবু মাঝামাঝি কেটে নিন এরপর কাঁটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গ ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরো প্লেটে করে ঘরের কোনে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে মশা নেই।
advertisement
7/7
এছাড়াও মশা তাড়াতে গায়ে সুগন্ধি কিংবা পারফিউম ব্যবহার করতে পারেন এছাড়াও রাতে ঘুমানোর আগে মশা তাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাজার থেকে মশা তাড়ানোর লোশন গায়ে ব্যবহার করতে পারেন।
এছাড়াও মশা তাড়াতে গায়ে সুগন্ধি কিংবা পারফিউম ব্যবহার করতে পারেন এছাড়াও রাতে ঘুমানোর আগে মশা তাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাজার থেকে মশা তাড়ানোর লোশন গায়ে ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement