Mosquito Repellent: গরমে মশার অত্যাচারে পাগল অবস্থা? ২ মিনিটে মশামুক্ত হবে গোটা বাড়ি, প্রাকৃতিক 'এই' উপায়ে কাজ হবেই গ্যারান্টি

Last Updated:
Mosquito Natural Repellent: মশা ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো নানা রোগের প্রকোপ বাড়ায়। ঘর থেকে মশা তাড়ানো খুবই জরুরি। বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ঘর থেকে মশা দূর করতে কাজ করে।
1/6
*মশা তাড়ানোর উপায়: গরমে মশার উপদ্রব বেড়ে যায়। মশা আমাদের বিরক্ত করে। মশার কারণে নানা রোগের আশঙ্কা বেশি। মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো নানা রোগের আশঙ্কা বেশি। ঘর থেকে মশা তাড়ানো খুবই জরুরি। বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ঘর থেকে মশা দূর করতে কাজ করে।
*মশা তাড়ানোর উপায়: গরমে মশার উপদ্রব বেড়ে যায়। মশা আমাদের বিরক্ত করে। মশার কারণে নানা রোগের আশঙ্কা বেশি। মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো নানা রোগের আশঙ্কা বেশি। ঘর থেকে মশা তাড়ানো খুবই জরুরি। বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ঘর থেকে মশা দূর করতে কাজ করে।
advertisement
2/6
*লেমনগ্রাস তেলঃ মশা তাড়াতে কাজ করে লেমনগ্রাস অয়েল। লেমন গ্রাসের তেল ব্যবহার করলে বাড়িতেও ভাল গন্ধ পাওয়া যায়। তার জন্য তেল নিয়ে ডিফিউজারের পাশাপাশি তুলোর বলের উপর লাগিয়ে ঘরে রেখে দিন। এই তেল প্রাকৃতিকভাবে মশা তাড়াতে কাজ করে।
*লেমনগ্রাস তেলঃ মশা তাড়াতে কাজ করে লেমনগ্রাস অয়েল। লেমন গ্রাসের তেল ব্যবহার করলে বাড়িতেও ভাল গন্ধ পাওয়া যায়। তার জন্য তেল নিয়ে ডিফিউজারের পাশাপাশি তুলোর বলের উপর লাগিয়ে ঘরে রেখে দিন। এই তেল প্রাকৃতিকভাবে মশা তাড়াতে কাজ করে।
advertisement
3/6
*পুদিনা ও তুলসি গাছঃ মশা তাড়ানোর জন্য পুদিনা ও তুলসি গাছ সবচেয়ে ভাল। এই দুটি গাছই সাধারণত প্রত্যেকের বাড়িতে থাকে। তুলসি ও পুদিনার গন্ধে পালিয়ে যায় মশা। এ কারণে বাতাসও বিশুদ্ধ থাকে। এভাবে আপনার ঘরে যদি মশার উপদ্রব বেড়ে থাকে তাহলে ঘরে পুদিনা ও তুলসি গাছ রাখতে পারেন। পাশাপাশি তেলও ব্যবহার করতে পারেন।
*পুদিনা ও তুলসি গাছঃ মশা তাড়ানোর জন্য পুদিনা ও তুলসি গাছ সবচেয়ে ভাল। এই দুটি গাছই সাধারণত প্রত্যেকের বাড়িতে থাকে। তুলসি ও পুদিনার গন্ধে পালিয়ে যায় মশা। এ কারণে বাতাসও বিশুদ্ধ থাকে। এভাবে আপনার ঘরে যদি মশার উপদ্রব বেড়ে থাকে তাহলে ঘরে পুদিনা ও তুলসি গাছ রাখতে পারেন। পাশাপাশি তেলও ব্যবহার করতে পারেন।
advertisement
4/6
*কুয়োয় জল জমতে দেবেন নাঃ জমে থাকা জলে মশা ডিম পাড়ে। কুণ্ড, কুলারের মতো অনেক কিছুতে জল ভরতে দেবেন না। জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বাড়তে পারে। এটি আপনাকে অনেক রোগের শিকার করতে পারে। এর জন্য কুলার, কুণ্ডের মতো অনেক জিনিস নিয়মিত পরিষ্কার করতে থাকুন।
*কুয়োয় জল জমতে দেবেন নাঃ জমে থাকা জলে মশা ডিম পাড়ে। কুণ্ড, কুলারের মতো অনেক কিছুতে জল ভরতে দেবেন না। জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বাড়তে পারে। এটি আপনাকে অনেক রোগের শিকার করতে পারে। এর জন্য কুলার, কুণ্ডের মতো অনেক জিনিস নিয়মিত পরিষ্কার করতে থাকুন।
advertisement
5/6
*কর্পূর পোড়ানঃ কর্পূর থেকে মশা তাড়াতে পারেন। এজন্য একটি পাত্রে কর্পূর রেখে পুড়িয়ে নিন। কর্পূরের গন্ধে মশা পালিয়ে যাবে। বাজারে সহজেই কর্পূর পাওয়া যায়।
*কর্পূর পোড়ানঃ কর্পূর থেকে মশা তাড়াতে পারেন। এজন্য একটি পাত্রে কর্পূর রেখে পুড়িয়ে নিন। কর্পূরের গন্ধে মশা পালিয়ে যাবে। বাজারে সহজেই কর্পূর পাওয়া যায়।
advertisement
6/6
*চুনের ধোঁয়াঃ নিম পাতা পুড়িয়ে ঘর থেকে মশারি তাড়াতে পারেন। নিমের ধোঁয়ায় পালিয়ে যায় মশা। (দ্রষ্টব্য: এই তথ্যটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা, নিউজ ১৮ বাংলা এখানে প্রদত্ত আনুমানিক তথ্য নিশ্চিত করে না। মেনে চলার আগে প্রাসঙ্গিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।)
*চুনের ধোঁয়াঃ নিম পাতা পুড়িয়ে ঘর থেকে মশারি তাড়াতে পারেন। নিমের ধোঁয়ায় পালিয়ে যায় মশা। (দ্রষ্টব্য: এই তথ্যটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা, নিউজ ১৮ বাংলা এখানে প্রদত্ত আনুমানিক তথ্য নিশ্চিত করে না। মেনে চলার আগে প্রাসঙ্গিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।)
advertisement
advertisement
advertisement