Mosquito Repellent: গরমে মশার অত্যাচারে পাগল অবস্থা? ২ মিনিটে মশামুক্ত হবে গোটা বাড়ি, প্রাকৃতিক 'এই' উপায়ে কাজ হবেই গ্যারান্টি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Mosquito Natural Repellent: মশা ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো নানা রোগের প্রকোপ বাড়ায়। ঘর থেকে মশা তাড়ানো খুবই জরুরি। বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ঘর থেকে মশা দূর করতে কাজ করে।
advertisement
advertisement
*পুদিনা ও তুলসি গাছঃ মশা তাড়ানোর জন্য পুদিনা ও তুলসি গাছ সবচেয়ে ভাল। এই দুটি গাছই সাধারণত প্রত্যেকের বাড়িতে থাকে। তুলসি ও পুদিনার গন্ধে পালিয়ে যায় মশা। এ কারণে বাতাসও বিশুদ্ধ থাকে। এভাবে আপনার ঘরে যদি মশার উপদ্রব বেড়ে থাকে তাহলে ঘরে পুদিনা ও তুলসি গাছ রাখতে পারেন। পাশাপাশি তেলও ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement