সকালে ঘুম থেকে উঠে যদি এই ৫টি উপসর্গ হয়, সাবধান! হতে পারে পাকস্থলীর ক্যানসার, কী দেখে বুঝবেন?

Last Updated:
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে তা উপেক্ষা করলে চলবে না।
1/10
দিনে চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি হলেও ক্যানসার এখনও একটি ভয়াবহ ও জীবন পাল্টে দেওয়া রোগ। বিভিন্ন ধরনের ওষুধ ও থেরাপি থাকা সত্ত্বেও, বহু মানুষ এখনও ক্যানসার টেস্ট করাতে ভয় পান।
চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি হলেও ক্যানসার এখনও একটি ভয়াবহ ও জীবন পাল্টে দেওয়া রোগ। বিভিন্ন ধরনের ওষুধ ও থেরাপি থাকা সত্ত্বেও, বহু মানুষ এখনও ক্যানসার টেস্ট করাতে ভয় পান। (Representative Image: AI Generated) 
advertisement
2/10
পাকস্থলীর ক্যানসার (Stomach Cancer)-এর উপসর্গ অনেক সময় সাধারণ হজমের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এই অসুখ ধরা পড়ে সাধারণত দেরিতে— ফলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে। তাই শরীরের সতর্কবার্তা আগেভাগে চেনা খুব জরুরি।
পাকস্থলীর ক্যানসার (Stomach Cancer)-এর উপসর্গ অনেক সময় সাধারণ হজমের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এই অসুখ ধরা পড়ে সাধারণত দেরিতে— ফলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে। তাই শরীরের সতর্কবার্তা আগেভাগে চেনা খুব জরুরি। (Representative Image: AI Generated) 
advertisement
3/10
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে তা উপেক্ষা করলে চলবে না। পাকস্থলীর ক্যানসারের সম্ভাব্য ৫টি প্রাথমিক উপসর্গ: 
1. পেটের ব্যথা বা অস্বস্তি

ঘুম থেকে উঠেই যদি পেটের উপরের অংশে একটানা ব্যথা বা জ্বালাভাব থাকে, এবং তা সাধারণ অম্বলের ওষুধে না কমে— তাহলে সেটি সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির চেয়ে বেশি কিছু হতে পারে। এটি পাকস্থলীর ভেতরে টিউমারের ইঙ্গিতও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে তা উপেক্ষা করলে চলবে না। পাকস্থলীর ক্যানসারের সম্ভাব্য ৫টি প্রাথমিক উপসর্গ  কী কী?  (Representative Image: AI Generated) 
advertisement
4/10
1. পেটের ব্যথা বা অস্বস্তি ঘুম থেকে উঠেই যদি পেটের উপরের অংশে একটানা ব্যথা বা জ্বালাভাব থাকে, এবং তা সাধারণ অম্বলের ওষুধে না কমে— তাহলে সেটি সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির চেয়ে বেশি কিছু হতে পারে। এটি পাকস্থলীর ভেতরে টিউমারের ইঙ্গিতও হতে পারে।
1. পেটের ব্যথা বা অস্বস্তি ঘুম থেকে উঠেই যদি পেটের উপরের অংশে একটানা ব্যথা বা জ্বালাভাব থাকে, এবং তা সাধারণ অম্বলের ওষুধে না কমে— তাহলে সেটি সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির চেয়ে বেশি কিছু হতে পারে। এটি পাকস্থলীর ভেতরে টিউমারের ইঙ্গিতও হতে পারে। (Representative Image: AI Generated) 
advertisement
5/10
2. বারবার বমি বা বমি বমি ভাব

অকারণে যদি নিয়মিত বমি বা বমির ভাব হয়, এবং সেটি দীর্ঘদিন চলতে থাকে— বিশেষ করে যদি বমিতে রক্ত দেখা যায়, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। কখনও পাকস্থলীর টিউমার খাবারের রাস্তা আটকে দিতে পারে, যা এমন উপসর্গ তৈরি করে।
2. বারবার বমি বা বমি বমি ভাব অকারণে যদি নিয়মিত বমি বা বমির ভাব হয়, এবং সেটি দীর্ঘদিন চলতে থাকে— বিশেষ করে যদি বমিতে রক্ত দেখা যায়, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। কখনও পাকস্থলীর টিউমার খাবারের রাস্তা আটকে দিতে পারে, যা এমন উপসর্গ তৈরি করে। (Representative Image: AI Generated) 
advertisement
6/10
3. সামান্য খাওয়ার পর পেট ভরা লাগা বা খিদে কমে যাওয়াকম খেলেও যদি পেট ভর্তি অনুভব করেন, কিংবা আগের মতো খিদে না পেয়ে থাকেন— তাহলে এর পেছনে থাকতে পারে পাকস্থলীর ভেতর ক্রমশ বাড়তে থাকা টিউমার, যা পাকস্থলীর ধারণক্ষমতা কমিয়ে দেয়।
3. সামান্য খাওয়ার পর পেট ভরা লাগা বা খিদে কমে যাওয়া কম খেলেও যদি পেট ভর্তি অনুভব করেন, কিংবা আগের মতো খিদে না পেয়ে থাকেন— তাহলে এর পেছনে থাকতে পারে পাকস্থলীর ভেতর ক্রমশ বাড়তে থাকা টিউমার, যা পাকস্থলীর ধারণক্ষমতা কমিয়ে দেয়। (Representative Image: AI Generated) 
advertisement
7/10
4. হঠাৎ ওজন কমে যাওয়াডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ ওজন কমে গেলে, কিংবা জামাকাপড় ঢিলে হয়ে গেলে— সতর্ক হওয়া দরকার। ক্যানসার শরীরের পুষ্টি শোষণ করার ক্ষমতা নষ্ট করে দেয়। এর ফলে দেখা দেয় দুর্বলতা, ক্লান্তি, অস্বাভাবিক রকম ফ্যাকাশে লাগা।
4. হঠাৎ ওজন কমে যাওয়া ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ ওজন কমে গেলে, কিংবা জামাকাপড় ঢিলে হয়ে গেলে— সতর্ক হওয়া দরকার। ক্যানসার শরীরের পুষ্টি শোষণ করার ক্ষমতা নষ্ট করে দেয়। এর ফলে দেখা দেয় দুর্বলতা, ক্লান্তি, অস্বাভাবিক রকম ফ্যাকাশে লাগা। (Representative Image: AI Generated) 
advertisement
8/10
5. মলে রক্ত বা মলের রং অস্বাভাবিক হওয়া

পাকস্থলীর টিউমার থেকে ধীরে ধীরে রক্তপাত হলে তা মলের রঙে বোঝা যায়। মল কালো বা ট্যারির (আঠালো-তেলচিটে) রকমের হয়ে উঠতে পারে।
5. মলে রক্ত বা মলের রং অস্বাভাবিক হওয়া পাকস্থলীর টিউমার থেকে ধীরে ধীরে রক্তপাত হলে তা মলের রঙে বোঝা যায়। মল কালো বা ট্যারির (আঠালো-তেলচিটে) রকমের হয়ে উঠতে পারে। (Representative Image: AI Generated) 
advertisement
9/10
কখনও রক্ত肉চোখে না দেখলেও পরীক্ষায় ধরা পড়ে।⚠️ তবে সব রকম উপসর্গ মানেই ক্যানসার নয়!

এই উপসর্গগুলোর অনেকগুলোই হতে পারে অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক আলসার, ইনফেকশন বা হরমোনজনিত কারণে।
কখনও চোখে না দেখলেও পরীক্ষায় ধরা পড়ে। ⚠️ তবে সব রকম উপসর্গ মানেই ক্যানসার নয়! এই উপসর্গগুলোর অনেকগুলোই হতে পারে অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক আলসার, ইনফেকশন বা হরমোনজনিত কারণে। (Representative Image: AI Generated) 
advertisement
10/10
তবে, যদি উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয় বা সময়ের সঙ্গে বাড়তে থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।যত তাড়াতাড়ি রোগ ধরা পড়ে, ততই চিকিৎসার সাফল্যের সম্ভাবনা বাড়ে।

নিয়মিত শরীরের পরিবর্তন লক্ষ্য রাখুন

বছরে অন্তত একবার হেলথ চেক-আপ করুন

নিজের শরীরের প্রতি অবহেলা নয়, দায়িত্ববান হন।
তবে, যদি উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয় বা সময়ের সঙ্গে বাড়তে থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। যত তাড়াতাড়ি রোগ ধরা পড়ে, ততই চিকিৎসার সাফল্যের সম্ভাবনা বাড়ে। নিয়মিত শরীরের পরিবর্তন লক্ষ্য রাখুন বছরে অন্তত একবার হেলথ চেক-আপ করুন নিজের শরীরের প্রতি অবহেলা নয়, দায়িত্ববান হন। (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement