Monsoon Tips: বর্ষায় 'এই' Cooler সেরা! বিদ্যুতের বিল থাকবে কন্ট্রোলে, কাটবে আদ্রতাজনিত অস্বস্তি, জানুন

Last Updated:
Monsoon Tips: বাজারে দুই ধরনের কুলার পাওয়া যায়। এই দুই ধরনের কুলার হল সাধারণ কুলার এবং ডাক্ট কুলার। এই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি দিতে কোন ধরনের কুলার বেশি কার্যকর, আজ সেটাই জেনে নেব আমরা।
1/6
দেশের সমস্ত অংশেই শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। গোটা দেশের আনাচেকানাচেই চলছে বৃষ্টি। আর এতে তীব্র তাপপ্রবাহের জ্বালা থেকে মুক্তি পেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কাটতেই চাইছে না। এমতাবস্থায় কুলার এবং এয়ার কন্ডিশনারই মুশকিল আসান করতে পারে।
দেশের সমস্ত অংশেই শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। গোটা দেশের আনাচেকানাচেই চলছে বৃষ্টি। আর এতে তীব্র তাপপ্রবাহের জ্বালা থেকে মুক্তি পেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কাটতেই চাইছে না। এমতাবস্থায় কুলার এবং এয়ার কন্ডিশনারই মুশকিল আসান করতে পারে।
advertisement
2/6
এসি কেনাটা সামর্থ্যে কুলোয় না বহু মানুষেরই। আসলে সকলের বাজেট থাকে না। আর এসি-র দামও বেশ আকাশছোঁয়া। আর সবথেকে বড় কথা হল, প্রচুর বিদ্যুৎও ব্যয় হয়। ফলে অনেকেই এসি-র পরিবর্তে কুলারকেই ভরসা করেন। আর এর দামটাও বেশ কম। তবে কুলার চালালে আর্দ্রতার সমস্যা যে দূর হবে, তা কিন্তু একেবারেই নয়। তাহলে উপায়?
এসি কেনাটা সামর্থ্যে কুলোয় না বহু মানুষেরই। আসলে সকলের বাজেট থাকে না। আর এসি-র দামও বেশ আকাশছোঁয়া। আর সবথেকে বড় কথা হল, প্রচুর বিদ্যুৎও ব্যয় হয়। ফলে অনেকেই এসি-র পরিবর্তে কুলারকেই ভরসা করেন। আর এর দামটাও বেশ কম। তবে কুলার চালালে আর্দ্রতার সমস্যা যে দূর হবে, তা কিন্তু একেবারেই নয়। তাহলে উপায়?
advertisement
3/6
আসলে বাজারে দুই ধরনের কুলার পাওয়া যায়। যেটা হয়তো অনেকেই জানেন না। এই দুই ধরনের কুলার হল সাধারণ কুলার এবং ডাক্ট কুলার। এই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি দিতে কোন ধরনের কুলার বেশি কার্যকর, আজ সেটাই জেনে নেব আমরা।
আসলে বাজারে দুই ধরনের কুলার পাওয়া যায়। যেটা হয়তো অনেকেই জানেন না। এই দুই ধরনের কুলার হল সাধারণ কুলার এবং ডাক্ট কুলার। এই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি দিতে কোন ধরনের কুলার বেশি কার্যকর, আজ সেটাই জেনে নেব আমরা।
advertisement
4/6
একটি সাধারণ কুলার কীভাবে কাজ করে? সাধারণ কুলার ঘরের জানলায় অথবা ঘরের ভিতরে ইনস্টল করা হয়। এই কুলার সরাসরি এয়ার থ্রো করে। যার কারণে বাতাসে আর্দ্রতা রয়েই যায়। আবার অন্য দিকে, সাধারণ কুলারে জল ভর্তি করা অনেকটাই সহজ। কারণ এই ধরনের কুলারের জলের ট্যাঙ্কটি কুলারের সঙ্গে সঙ্গে জানলা বা ঘরের ভিতরেই রাখা থাকে।
একটি সাধারণ কুলার কীভাবে কাজ করে? সাধারণ কুলার ঘরের জানলায় অথবা ঘরের ভিতরে ইনস্টল করা হয়। এই কুলার সরাসরি এয়ার থ্রো করে। যার কারণে বাতাসে আর্দ্রতা রয়েই যায়। আবার অন্য দিকে, সাধারণ কুলারে জল ভর্তি করা অনেকটাই সহজ। কারণ এই ধরনের কুলারের জলের ট্যাঙ্কটি কুলারের সঙ্গে সঙ্গে জানলা বা ঘরের ভিতরেই রাখা থাকে।
advertisement
5/6
একটি ডাক্টকুলার কীভাবে কাজ করে? বাড়ির ছাদেই মূলত ডাক্টকুলার ইনস্টল করা হয়। যেখানে ডাক্ট বা নালীর মাধ্যমে ঠান্ডা বাতাস ঘরের ভিতর প্রবেশ করে। এক্ষেত্রে যেহেতু সরাসরি এয়ার থ্রো হয় না, তাই এই ডাক্টকুলারের জন্য কম আর্দ্রতা তৈরি হয়। এখানেই শেষ নয়, এই ধরনের কুলারে আরও চারটি প্যাড রয়েছে। যার কারণে এটি একটি সাধারণ কুলারের তুলনায় অপেক্ষাকৃত বেশি ঠান্ডা বাতাস প্রদান করে।
একটি ডাক্টকুলার কীভাবে কাজ করে? বাড়ির ছাদেই মূলত ডাক্টকুলার ইনস্টল করা হয়। যেখানে ডাক্ট বা নালীর মাধ্যমে ঠান্ডা বাতাস ঘরের ভিতর প্রবেশ করে। এক্ষেত্রে যেহেতু সরাসরি এয়ার থ্রো হয় না, তাই এই ডাক্টকুলারের জন্য কম আর্দ্রতা তৈরি হয়। এখানেই শেষ নয়, এই ধরনের কুলারে আরও চারটি প্যাড রয়েছে। যার কারণে এটি একটি সাধারণ কুলারের তুলনায় অপেক্ষাকৃত বেশি ঠান্ডা বাতাস প্রদান করে।
advertisement
6/6
কুলারের আর্দ্রতা দূর করার উপায়: বর্ষার মরশুমে এমনিতেই পরিবেশ ঠান্ডা থাকে। এমন অবস্থায় যদি জল ছাড়া কুলার চালানো হয়, তাহলে তাতে আর্দ্রতা তৈরি হয় না। ঘরের ভিতরে চিটচিটে ভাব বা আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হয় না। অন্য দিকে, ব্যবহারকারী ঠান্ডা জল ব্যবহার করে কুলারটি কিছুক্ষণ চালিয়ে ঘর ঠান্ডা করে নিতে পারেন। তার পরে তা বন্ধ করে সিলিং ফ্যান চালিয়ে শীতল বাতাস অনুভব করতে পারবেন।
কুলারের আর্দ্রতা দূর করার উপায়: বর্ষার মরশুমে এমনিতেই পরিবেশ ঠান্ডা থাকে। এমন অবস্থায় যদি জল ছাড়া কুলার চালানো হয়, তাহলে তাতে আর্দ্রতা তৈরি হয় না। ঘরের ভিতরে চিটচিটে ভাব বা আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হয় না। অন্য দিকে, ব্যবহারকারী ঠান্ডা জল ব্যবহার করে কুলারটি কিছুক্ষণ চালিয়ে ঘর ঠান্ডা করে নিতে পারেন। তার পরে তা বন্ধ করে সিলিং ফ্যান চালিয়ে শীতল বাতাস অনুভব করতে পারবেন।
advertisement
advertisement
advertisement