Monsoon Tips: বৃষ্টিতে বেড়েছে মশা-মাছির উৎপাত! এই কয়েকটি নিয়ম মানলেই দূরে থাকবে ওরা

Last Updated:
খাবার যাতে ক্ষতিকারক পোকামাকড় নষ্ট না করতে পারে, তার জন্য রইল কিছু সহজ টিপস্৷ এই নিয়ম গুলি মানলেই মাছিরা রান্নাঘর থেকে দূরে থাকবে৷
1/7
 ভয়ঙ্কর তাপপ্রবাহকে মুক্তি দিয়ে এসেছে বৃষ্টি। কিন্তু বর্ষা মানেই আবার হাজারো সমস‍্যার সূত্রপাত। এর মধ‍্যে একটি হল মশা মাছির উ‍ৎপাত‍ বেড়ে যাওয়া। বৃষ্টির জমা জল হল মশা মাছি-সহ বিভিন্ন পোকামাকড়ের আঁতুড়ঘর। সবচেয়ে সমস্যায় পড়তে হয় খাবার নিয়ে৷
ভয়ঙ্কর তাপপ্রবাহকে মুক্তি দিয়ে এসেছে বৃষ্টি। কিন্তু বর্ষা মানেই আবার হাজারো সমস‍্যার সূত্রপাত। এর মধ‍্যে একটি হল মশা মাছির উ‍ৎপাত‍ বেড়ে যাওয়া। বৃষ্টির জমা জল হল মশা মাছি-সহ বিভিন্ন পোকামাকড়ের আঁতুড়ঘর। সবচেয়ে সমস্যায় পড়তে হয় খাবার নিয়ে৷
advertisement
2/7
 মাছি খাবারে বসলে তা বহু রোগ বয়ে আনে৷ একথা আমরা সকলেই জানি৷ বর্ষায় তাই রান্নাঘরের ঝামেলা একপ্রস্থ বাড়িয়ে দেয় মাছি-সহ অন্য পোকামাকড়ের দল৷ খাবার যাতে ক্ষতিকারক পোকামাকড় নষ্ট না করতে পারে, তার জন্য রইল কিছু সহজ টিপস্৷ এই নিয়ম গুলি মানলেই মাছিরা রান্নাঘর থেকে দূরে থাকবে৷
মাছি খাবারে বসলে তা বহু রোগ বয়ে আনে৷ একথা আমরা সকলেই জানি৷ বর্ষায় তাই রান্নাঘরের ঝামেলা একপ্রস্থ বাড়িয়ে দেয় মাছি-সহ অন্য পোকামাকড়ের দল৷ খাবার যাতে ক্ষতিকারক পোকামাকড় নষ্ট না করতে পারে, তার জন্য রইল কিছু সহজ টিপস্৷ এই নিয়ম গুলি মানলেই মাছিরা রান্নাঘর থেকে দূরে থাকবে৷
advertisement
3/7
 ১.রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন  রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন৷ অতিরিক্ত বা নষ্ট হয়ে যাওয়া খাবারের অংশ ফেলে রাখবেন না৷ অপরিষ্কার জায়গাই মাছিদের বেশি আকর্ষণ করে৷
১.রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন৷ অতিরিক্ত বা নষ্ট হয়ে যাওয়া খাবারের অংশ ফেলে রাখবেন না৷ অপরিষ্কার জায়গাই মাছিদের বেশি আকর্ষণ করে৷
advertisement
4/7
২.খাবার ঢাকা দেওয়া কৌটোতে রাখুন শুকনো খাবার অনেক সময় এমন কৌটোতে রাখা থাকে যেখানে বাতাস প্রবেশ করতে পারে৷ ফলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে যায়৷ তাই এয়ার টাইট কন্টেনার বা শক্ত মুখওয়ালা কৌটো যেখানে বাতাস প্রবেশ করতে পারে না, তাতে খাবার রাখুন৷
২.খাবার ঢাকা দেওয়া কৌটোতে রাখুন শুকনো খাবার অনেক সময় এমন কৌটোতে রাখা থাকে যেখানে বাতাস প্রবেশ করতে পারে৷ ফলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে যায়৷ তাই এয়ার টাইট কন্টেনার বা শক্ত মুখওয়ালা কৌটো যেখানে বাতাস প্রবেশ করতে পারে না, তাতে খাবার রাখুন৷
advertisement
5/7
৩. ঠিকঠাকভাবে ময়লা ফেলুন আপনার ময়লা ফেলার ডাস্টবিনটির ঢাকনা ঠিক রয়েছে তো? না হলে তা অবশ্যই বদলে ফেলুন৷ ময়লা ফেলার পাত্রটির ঢাকা ঠিক না থাকলে পোকামাকড় জন্মাবে৷
৩. ঠিকঠাকভাবে ময়লা ফেলুন আপনার ময়লা ফেলার ডাস্টবিনটির ঢাকনা ঠিক রয়েছে তো? না হলে তা অবশ্যই বদলে ফেলুন৷ ময়লা ফেলার পাত্রটির ঢাকা ঠিক না থাকলে পোকামাকড় জন্মাবে৷
advertisement
6/7
৪.ড্রেন এবং পাইপ পরিষ্কার রাখুন ড্রেনের কিংবা পাইপের জমা জল থেকে মশা মাছি জন্মায়৷ তাই এগুলি পরিষ্কার রাখুন৷
৪.ড্রেন এবং পাইপ পরিষ্কার রাখুন ড্রেনের কিংবা পাইপের জমা জল থেকে মশা মাছি জন্মায়৷ তাই এগুলি পরিষ্কার রাখুন৷
advertisement
7/7
৫.ফ্লাই স্ক্রিন ব্যবহার করুন পোকামাকড় আটকাতে ফ্লাই স্ক্রিন বা নেটের মত পর্দা ব্যবহার করুন৷ বিশেষ ধরনের এই আজকাল সব জায়গাতেই পাওয়া যায়৷
৫.ফ্লাই স্ক্রিন ব্যবহার করুন পোকামাকড় আটকাতে ফ্লাই স্ক্রিন বা নেটের মত পর্দা ব্যবহার করুন৷ বিশেষ ধরনের এই আজকাল সব জায়গাতেই পাওয়া যায়৷
advertisement
advertisement
advertisement