Monsoon Tips: বর্ষাকালে এভাবে মেকআপ করে বাইরে বেরোন, বৃষ্টিও করতে পারবে না কিচ্ছুটি!

Last Updated:
Monsoon Tips: এই মরসুমেও নিশ্চিন্তে মেকআপ করাই যায়। কীভাবে? রইল তার সুলুক সন্ধান।
1/10
বর্ষাকাল এলেই চিন্তা বাড়ে। মেকআপের কী হবে? এই সময় আবহাওয়ায় অতিরিক্ত আর্দ্রতা থাকে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। অনেক সময় ব্রণও হয়। তাই বর্ষার সময়টা ত্বকের যত্নে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। তবে এই মরসুমেও নিশ্চিন্তে মেকআপ করাই যায়। কীভাবে? রইল তার সুলুক সন্ধান।
বর্ষাকাল এলেই চিন্তা বাড়ে। মেকআপের কী হবে? এই সময় আবহাওয়ায় অতিরিক্ত আর্দ্রতা থাকে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। অনেক সময় ব্রণও হয়। তাই বর্ষার সময়টা ত্বকের যত্নে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। তবে এই মরসুমেও নিশ্চিন্তে মেকআপ করাই যায়। কীভাবে? রইল তার সুলুক সন্ধান।
advertisement
2/10
বর্ষায় ত্বকের যত্নে রইল কিছু সহজ টিপস: ১) দিনে ২ থেকে ৩ বার মুখ ধুতে হবে। ২) ব্যবহার করতে হবে জেল ভিত্তিক ময়েশ্চারাইজার। ৩) সপ্তাহে একবার কিংবা আইস মাসাজ করতে পারলে খুব ভালো। ৪) এই সময় ফাউন্ডেশন এড়িয়ে চলাই উচিত। ৫) ব্লাশের জন্য টিন্ট ব্যবহার করতে হবে। ৬) ডেড স্কিন পরিষ্কার করতে স্ক্রাব করা যায়। ৭) আইলাইনার বা কাজল ব্যবহার না করাই ভালো, ওয়াটারপ্রুফ মাস্কারা চলতে পারে।
বর্ষায় ত্বকের যত্নে রইল কিছু সহজ টিপস: ১) দিনে ২ থেকে ৩ বার মুখ ধুতে হবে। ২) ব্যবহার করতে হবে জেল ভিত্তিক ময়েশ্চারাইজার। ৩) সপ্তাহে একবার কিংবা আইস মাসাজ করতে পারলে খুব ভালো। ৪) এই সময় ফাউন্ডেশন এড়িয়ে চলাই উচিত। ৫) ব্লাশের জন্য টিন্ট ব্যবহার করতে হবে। ৬) ডেড স্কিন পরিষ্কার করতে স্ক্রাব করা যায়। ৭) আইলাইনার বা কাজল ব্যবহার না করাই ভালো, ওয়াটারপ্রুফ মাস্কারা চলতে পারে।
advertisement
3/10
ফেস ওয়াশ: অনেকেই ফেস ওয়াশকে খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু ত্বকচর্চায় এর কোনও বিকল্প নেই। বিশেষ করে বর্ষাকালে। শুধু মুখ ধোয়া কিংবা মুখ ধোয়ার সময় হালকা মাসাজ মুখের ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। ত্বকও হাইড্রেটেড থাকে।
ফেস ওয়াশ: অনেকেই ফেস ওয়াশকে খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু ত্বকচর্চায় এর কোনও বিকল্প নেই। বিশেষ করে বর্ষাকালে। শুধু মুখ ধোয়া কিংবা মুখ ধোয়ার সময় হালকা মাসাজ মুখের ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। ত্বকও হাইড্রেটেড থাকে।
advertisement
4/10
সকালের ত্বকচর্চা - টোনার: এটা মিস করলে চলবে না। অতিরিক্ত সতেজতা যোগ করতে মুখ আর্দ্র থাকা অবস্থাতেই টোনার ব্যবহার করা উচিত। এটা পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। তাছাড়া আবহাওয়ার ধুলো, বালি থেকে রক্ষা করতে ত্বকে একটা প্রতিরক্ষা স্তর তৈরি করে দেয়।
সকালের ত্বকচর্চা - টোনার: এটা মিস করলে চলবে না। অতিরিক্ত সতেজতা যোগ করতে মুখ আর্দ্র থাকা অবস্থাতেই টোনার ব্যবহার করা উচিত। এটা পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। তাছাড়া আবহাওয়ার ধুলো, বালি থেকে রক্ষা করতে ত্বকে একটা প্রতিরক্ষা স্তর তৈরি করে দেয়।
advertisement
5/10
হায়ালুরোনিক এবং ভিটামিন সি সিরাম: ইউভি রশ্মি থেকে বাঁচতে দিনের বেলা ত্বকে হায়ালুরোনিক এবং ভিটামিন সি সিরাম লাগানো অপরিহার্য। এটা ত্বকের অকাল বার্ধক্য রোধেও সাহায্য করে। শুধু তাই নয়, এটা কালো দাগ দূর করে, ত্বকে এক্সফোলিয়েটের কাজ করে, পিগমেন্টেশন কমায় এবং মুখকে সতেজ রাখে।
হায়ালুরোনিক এবং ভিটামিন সি সিরাম: ইউভি রশ্মি থেকে বাঁচতে দিনের বেলা ত্বকে হায়ালুরোনিক এবং ভিটামিন সি সিরাম লাগানো অপরিহার্য। এটা ত্বকের অকাল বার্ধক্য রোধেও সাহায্য করে। শুধু তাই নয়, এটা কালো দাগ দূর করে, ত্বকে এক্সফোলিয়েটের কাজ করে, পিগমেন্টেশন কমায় এবং মুখকে সতেজ রাখে।
advertisement
6/10
ময়শ্চারাইজার: এই সময় ত্বক শুষ্ক থাকে। তাই ক্রিম ভিত্তিক ময়েশ্চারাইজারের বদলে জেল ভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এটা সহজেই ত্বকে প্রবেশ করে কিন্তু তৈলাক্ত ভাব সৃষ্টি করে না।
ময়শ্চারাইজার: এই সময় ত্বক শুষ্ক থাকে। তাই ক্রিম ভিত্তিক ময়েশ্চারাইজারের বদলে জেল ভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এটা সহজেই ত্বকে প্রবেশ করে কিন্তু তৈলাক্ত ভাব সৃষ্টি করে না।
advertisement
7/10
মেকআপ – কনসিলার: হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নেই। বর্ষায় ফাউন্ডেশন এড়িয়ে যাওয়া যায় কিন্তু কনসিলার নৈব নৈব চ। প্রয়োজন অনুযায়ী পুরো মুখে কিংবা মুখের অল্প অংশে কনসিলার ব্যবহার করা যায়।
মেকআপ – কনসিলার: হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নেই। বর্ষায় ফাউন্ডেশন এড়িয়ে যাওয়া যায় কিন্তু কনসিলার নৈব নৈব চ। প্রয়োজন অনুযায়ী পুরো মুখে কিংবা মুখের অল্প অংশে কনসিলার ব্যবহার করা যায়।
advertisement
8/10
ব্লাশ: গালে নরম আভা এবং টেক্সচার আনতে ব্লাশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। গুঁড়ো ব্লাশের জায়গায় টিন্ট ব্লাশ ব্যবহার করাই উচিত, এটা হালকা এবং দেখতেও ভালো লাগে।
ব্লাশ: গালে নরম আভা এবং টেক্সচার আনতে ব্লাশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। গুঁড়ো ব্লাশের জায়গায় টিন্ট ব্লাশ ব্যবহার করাই উচিত, এটা হালকা এবং দেখতেও ভালো লাগে।
advertisement
9/10
চোখ: বর্ষায় চোখের মেকআপ না করাই ভালো। কারণ জল লাগলে পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। তখন মেকআপই মাটি। তাই কাজল বা লাইনার এড়িয়ে চলতে হবে। তবে ওয়াটারপ্রুফ মাস্কারা লাগানো যায়।
চোখ: বর্ষায় চোখের মেকআপ না করাই ভালো। কারণ জল লাগলে পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। তখন মেকআপই মাটি। তাই কাজল বা লাইনার এড়িয়ে চলতে হবে। তবে ওয়াটারপ্রুফ মাস্কারা লাগানো যায়।
advertisement
10/10
ঠোঁট: এই সময় শুধু ত্বক নয়, ঠোঁটও শুকনো হয়ে যায়। তাই লিপস্টিকের সঙ্গে লিপ বামের লেয়ারিং দিয়ে মেকআপ শেষ করতে হবে।
ঠোঁট: এই সময় শুধু ত্বক নয়, ঠোঁটও শুকনো হয়ে যায়। তাই লিপস্টিকের সঙ্গে লিপ বামের লেয়ারিং দিয়ে মেকআপ শেষ করতে হবে।
advertisement
advertisement
advertisement