দামি চিয়াসিড এবার ছাড়ুন, সস্তার বীজই আপনার ওজন কমাবে ঝরঝরিয়ে! 'ফিগার' হবে 'চাবুক'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
রান্নায় মশলা হিসেবে মেথি অত্যন্ত উপকারী৷ পাশাপাশি মেথিগাছের পাতা বা মেথিশাকও খুব প্রয়োজনীয় ডায়েটে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওজন কমানো ছাড়াও বাতের চিকিৎসায় মেথি খুবই উপকারী। এটি নিয়মিত খেলে বাতের ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়। ২ চামচ মেথি বীজ সারারাত জলে ভিজিয়ে রাখুন। তারপর সকালে ঘুম থেকে উঠে এই মেথি বীজ চিবিয়ে খান। পাশাপাশি মেথি ভেজানো জলও খান। এতে বাতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
