Mayapur: রথে মায়াপুরে এলে শুধু মন্দির নয় ঘুরে দেখুন এই পাঁচ জায়গাও! জঙ্গল, নদী, রাজবাড়িও আছে!

Last Updated:
Mayapur: ইসকন মন্দিরে মূল রথযাত্রা ও ভক্তিমূলক অনুষ্ঠান ছাড়াও মায়াপুর ও আশেপাশে ঘোরার মতো রয়েছে আরও একাধিক দর্শনীয় স্থান, যা সহজেই দু’দিনে ঘুরে দেখা যায়।
1/7
রথের সময় মায়াপুর ইসকনে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে। ইসকন মন্দিরে মূল রথযাত্রা ও ভক্তিমূলক অনুষ্ঠান ছাড়াও মায়াপুর ও আশেপাশে ঘোরার মতো রয়েছে আরও একাধিক দর্শনীয় স্থান, যা সহজেই দু’দিনে ঘুরে দেখা যায়। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
রথের সময় মায়াপুর ইসকনে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে। ইসকন মন্দিরে মূল রথযাত্রা ও ভক্তিমূলক অনুষ্ঠান ছাড়াও মায়াপুর ও আশেপাশে ঘোরার মতো রয়েছে আরও একাধিক দর্শনীয় স্থান, যা সহজেই দু’দিনে ঘুরে দেখা যায়। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/7
শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান: ইসকন চত্বরের থেকে মাত্র কিছুটা দূরে অবস্থিত এই পবিত্র স্থানটিকে চৈতন্যদেবের জন্মস্থান বলে মানা হয়। এখানে রয়েছে একটি প্রাচীন অখণ্ড অক্ষয়বট বৃক্ষ, যার নিচে সাধনার আসনে ছিলেন শ্রীচৈতন্যের বাবা জগন্নাথ মিশ্র।
শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান: ইসকন চত্বরের থেকে মাত্র কিছুটা দূরে অবস্থিত এই পবিত্র স্থানটিকে চৈতন্যদেবের জন্মস্থান বলে মানা হয়। এখানে রয়েছে একটি প্রাচীন অখণ্ড অক্ষয়বট বৃক্ষ, যার নিচে সাধনার আসনে ছিলেন শ্রীচৈতন্যের বাবা জগন্নাথ মিশ্র।
advertisement
3/7
ইসকন চত্বর ও টেম্পল অফ ভেদিক প্ল্যানেটরিয়াম (TOVP): বিশ্বের অন্যতম বৃহৎ মন্দিরের নির্মাণ কাজ চলছে এখানে। বিশাল গম্বুজ, আধুনিক স্থাপত্য এবং জ্যোতির্বিজ্ঞানের প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরনো ইসকন মন্দিরে প্রতিদিন কীর্তন, প্রবচন ও প্রসাদ বিতরণ হয়।
ইসকন চত্বর ও টেম্পল অফ ভেদিক প্ল্যানেটরিয়াম (TOVP): বিশ্বের অন্যতম বৃহৎ মন্দিরের নির্মাণ কাজ চলছে এখানে। বিশাল গম্বুজ, আধুনিক স্থাপত্য এবং জ্যোতির্বিজ্ঞানের প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরনো ইসকন মন্দিরে প্রতিদিন কীর্তন, প্রবচন ও প্রসাদ বিতরণ হয়।
advertisement
4/7
গৌরাঙ্গ মহাপ্রভুর পাঠশালা ও কীর্তন হল: ইসকন চত্বরের ভিতরে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবনের নানা স্মৃতিচিহ্ন ও কীর্তন সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরা স্থান।
গৌরাঙ্গ মহাপ্রভুর পাঠশালা ও কীর্তন হল:ইসকন চত্বরের ভিতরে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবনের নানা স্মৃতিচিহ্ন ও কীর্তন সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরা স্থান।
advertisement
5/7
গঙ্গার ঘাট ও নৌকা ভ্রমণ: বিকেলের সময় গঙ্গার পাড়ে সূর্যাস্ত দেখা, বা একটি ছোট নৌকা করে গঙ্গায় ভ্রমণ মায়াপুর ভ্রমণকে সম্পূর্ণতা দেয়।
গঙ্গার ঘাট ও নৌকা ভ্রমণ: বিকেলের সময় গঙ্গার পাড়ে সূর্যাস্ত দেখা, বা একটি ছোট নৌকা করে গঙ্গায় ভ্রমণ মায়াপুর ভ্রমণকে সম্পূর্ণতা দেয়।
advertisement
6/7
বল্লাল ঢিপি: প্রাচীন গৌড় রাজাদের দুর্গের ধ্বংসাবশেষ — ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য। মায়াপুর থেকে প্রায় আট কিমি দূরে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি।
বল্লাল ঢিপি: প্রাচীন গৌড় রাজাদের দুর্গের ধ্বংসাবশেষ — ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য। মায়াপুর থেকে প্রায় আট কিমি দূরে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি।
advertisement
7/7
নবদ্বীপের বিভিন্ন বৈষ্ণব মঠ: সরস্বতী ঠাকুর, কেশব মহারাজ, সমাজবাড়ি, ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের বিভিন্ন প্রতিষ্ঠিত মঠ নবদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। দু’দিনে কয়েকটি দেখে নেওয়া সম্ভব। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
নবদ্বীপের বিভিন্ন বৈষ্ণব মঠ: সরস্বতী ঠাকুর, কেশব মহারাজ, সমাজবাড়ি, ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের বিভিন্ন প্রতিষ্ঠিত মঠ নবদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। দু’দিনে কয়েকটি দেখে নেওয়া সম্ভব। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement