Matka Water Health Benefits: নস্ট্যালজিয়ার 'অজুহাত' না, গরমে মাটির কলসির জল পানের দুরন্ত উপকারিতাগুলি জানুন! রইল চিকিৎসকের মতামত

Last Updated:
Matka Water Health Benefits: আপনি কি জানেন গরমের দিনে মাটির কলসিতে রাখা জল পান করলে অনেক উপকার পাবেন। ইলেকট্রিকের বিলও কমবে। জানুন চিকিৎসকের মতামত।
1/9
কয়েকদিনের সাময়িক স্বস্তি শেষে আবারও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে একটা বড় অংশের মানুষ স্বস্তি পেতে ফ্রিজের ঠান্ডা জলে নিয়মিত গলা ভেজান। আপনি কি জানেন গরমের দিনে মাটির কলসিতে রাখা জল পান করলে অনেক উপকার পাবেন। ইলেকট্রিকের বিলও কমবে।
কয়েকদিনের সাময়িক স্বস্তি শেষে আবারও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে একটা বড় অংশের মানুষ স্বস্তি পেতে ফ্রিজের ঠান্ডা জলে নিয়মিত গলা ভেজান। আপনি কি জানেন গরমের দিনে মাটির কলসিতে রাখা জল পান করলে অনেক উপকার পাবেন। ইলেকট্রিকের বিলও কমবে।
advertisement
2/9
কিন্ত চিকিৎসকরা ফ্রিজের ঠান্ডা জল বা বাজার চলতি ঠান্ডা সফট ড্রিঙ্ক পান করতে বারণ করছেন। উল্টে পরামর্শ দিয়েছেন গরমের দিনে মাটির কলসি বা কুঁজোর জল পান করা উচিত। একমাত্র এটাই স্বাস্থ্যসম্মত।
কিন্ত চিকিৎসকরা ফ্রিজের ঠান্ডা জল বা বাজার চলতি ঠান্ডা সফট ড্রিঙ্ক পান করতে বারণ করছেন। উল্টে পরামর্শ দিয়েছেন গরমের দিনে মাটির কলসি বা কুঁজোর জল পান করা উচিত। একমাত্র এটাই স্বাস্থ্যসম্মত।
advertisement
3/9
মাটির কলসির জল খেলেই বা কী উপকার হবে? চলুন, চিকিৎসকরা এই বিষয়ে ঠিক কী বলছেন সেটা জেনে নেওয়া যাক-
মাটির কলসির জল খেলেই বা কী উপকার হবে? চলুন, চিকিৎসকরা এই বিষয়ে ঠিক কী বলছেন সেটা জেনে নেওয়া যাক-
advertisement
4/9
চিকিৎসক মিলটন বিশ্বাস এই প্রসঙ্গে বলছেন, আগেকার দিনের মানুষেরা গরমের সময় মাটির কলসি বা কুঁজোর ঠান্ডা জল পান করতেন। কিন্তু বর্তমানে সেই অভ্যেসটা কমে গিয়েছে।
চিকিৎসক মিলটন বিশ্বাস এই প্রসঙ্গে বলছেন, আগেকার দিনের মানুষেরা গরমের সময় মাটির কলসি বা কুঁজোর ঠান্ডা জল পান করতেন। কিন্তু বর্তমানে সেই অভ্যেসটা কমে গিয়েছে।
advertisement
5/9
বদলে ফ্রিজের জলে গলা ভেজাচ্ছেন লোকজন। তাতে শরীরে নানান অসুখ দেখা দিচ্ছে। এক্ষেত্রে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা ফ্রিজের ঠান্ডা জল খেলে গলায় সংক্রমণের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে। কিন্তু মাটির কলসির জল পান করলে সেই আশঙ্কা নেই।
বদলে ফ্রিজের জলে গলা ভেজাচ্ছেন লোকজন। তাতে শরীরে নানান অসুখ দেখা দিচ্ছে। এক্ষেত্রে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা ফ্রিজের ঠান্ডা জল খেলে গলায় সংক্রমণের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে। কিন্তু মাটির কলসির জল পান করলে সেই আশঙ্কা নেই।
advertisement
6/9
মাটির কলসির জল গরমের দিনে স্ট্রোকের ঝুঁকি কমায়। হজমেও সাহায্য করে প্রচুর। মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।
মাটির কলসির জল গরমের দিনে স্ট্রোকের ঝুঁকি কমায়। হজমেও সাহায্য করে প্রচুর। মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।
advertisement
7/9
চিকিৎসকরা জানিয়েছেন, মাটির কলসির জল নিয়মিত পান করলে শরীরের পরিপাকতন্ত্র অনেক বেশি কার্যকরী থাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, মাটির কলসির জল নিয়মিত পান করলে শরীরের পরিপাকতন্ত্র অনেক বেশি কার্যকরী থাকে।
advertisement
8/9
পাকস্থলীতে খাবার হজম করার জন্য নানান ধরনের অ্যাসিড তৈরি ভালভাবে হয়।
পাকস্থলীতে খাবার হজম করার জন্য নানান ধরনের অ্যাসিড তৈরি ভালভাবে হয়।
advertisement
9/9
এর ফলে পেটের ভিতরে থাকা অ্যাসিড কিছুটা প্রশমিত হয়ে আমাদের পেটের মধ্যে অম্ল এবং ক্ষারের ভারসাম্যটাকে বজায় রাখতে বিশেষ সাহায্য করে।
এর ফলে পেটের ভিতরে থাকা অ্যাসিড কিছুটা প্রশমিত হয়ে আমাদের পেটের মধ্যে অম্ল এবং ক্ষারের ভারসাম্যটাকে বজায় রাখতে বিশেষ সাহায্য করে।
advertisement
advertisement
advertisement