Malda Tourism: লুকোচুরি গেট, ফিরোজ মিনার...ইতিহাসের স্মারক গৌড়সফরে নতুন বছরকে বরণ পর্যটকদের

Last Updated:
Malda Tourism:মালদা শহর থেকে মাত্র ১৫ কিমি দূরত্বে প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরী। প্রায় ৬০০ বছরের অধিক সময়ের ইতিহাসকে আজও ধরে রেখেছে এই নগরী। শশাঙ্ক, পাল ও সেন আমল থেকে সুলতানি ও মুঘল আমল একাধিক শাসকদের রাজত্বের ইতিহাস বর্ণনা করে এই গৌড় নগরী।
1/6
মালদহে জমজমাট পিকনিকের আসর। শীতের মরশুমে প্রাচীন নগরীতে উৎসবে মাতলেন পর্যটকরা। ঐতিহাসিক স্থাপত্য দর্শনের পাশাপাশি খোলামেলা সবুজ নিরিবিরি পরিবেশ কে উপভোগ করতে ভিড় জমছে পর্যটকদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহে জমজমাট পিকনিকের আসর। শীতের মরশুমে প্রাচীন নগরীতে উৎসবে মাতলেন পর্যটকরা। ঐতিহাসিক স্থাপত্য দর্শনের পাশাপাশি খোলামেলা সবুজ নিরিবিরি পরিবেশ কে উপভোগ করতে ভিড় জমছে পর্যটকদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
শেষ বছরকে বিদায় জানানোর আগে এদিন মালদহের প্রাচীন বাংলার রাজধানী ধ্বংসাবশেষ শহরে দেখা দেয় এক টুকরো মেলার আয়োজন। বাগানে ঘেরা শান্ত এই প্রাচীন শহর যেন পর্যটকদের জন্য এক টুকরো স্বর্গরাজ্য। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
শেষ বছরকে বিদায় জানানোর আগে এদিন মালদহের প্রাচীন বাংলার রাজধানী ধ্বংসাবশেষ শহরে দেখা দেয় এক টুকরো মেলার আয়োজন। বাগানে ঘেরা শান্ত এই প্রাচীন শহর যেন পর্যটকদের জন্য এক টুকরো স্বর্গরাজ্য। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
একাধিক প্রাচীন স্থাপত্য ছুঁয়ে দেখার পাশাপাশি শীতের মরশুমে পিকনিক‌ও উপভোগ করলেন পর্যটকরা। শুধু জেলা নয় ভিন জেলায় এমনকি পার্শ্ববর্তী ভিন রাজ্যের পর্যটকরা ভিড় জমান এই প্রাচীন নগরীতে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
একাধিক প্রাচীন স্থাপত্য ছুঁয়ে দেখার পাশাপাশি শীতের মরশুমে পিকনিক‌ও উপভোগ করলেন পর্যটকরা। শুধু জেলা নয় ভিন জেলায় এমনকি পার্শ্ববর্তী ভিন রাজ্যের পর্যটকরা ভিড় জমান এই প্রাচীন নগরীতে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
মালদা শহর থেকে মাত্র ১৫ কিমি দূরত্বে প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরী। প্রায় ৬০০ বছরের অধিক সময়ের ইতিহাসকে আজও ধরে রেখেছে এই নগরী। শশাঙ্ক, পাল ও সেন আমল থেকে সুলতানি ও মুঘল আমল একাধিক শাসকদের রাজত্বের ইতিহাস বর্ণনা করে এই গৌড় নগরী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদা শহর থেকে মাত্র ১৫ কিমি দূরত্বে প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরী। প্রায় ৬০০ বছরের অধিক সময়ের ইতিহাসকে আজও ধরে রেখেছে এই নগরী। শশাঙ্ক, পাল ও সেন আমল থেকে সুলতানি ও মুঘল আমল একাধিক শাসকদের রাজত্বের ইতিহাস বর্ণনা করে এই গৌড় নগরী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
ঘুরতে আসা এক পর্যটক হাবিবুল মিঞা জানান,
ঘুরতে আসা এক পর্যটক হাবিবুল মিঞা জানান, "প্রায় এখানে ঘুরতে আসি। তবে পিকনিকের মরশুমে সপরিবারে ঘুরতে আসার আনন্দ আলাদা অনুভূতি দেয়। চিকা মসজিদ, ফিরোজ মিনার, লুকোচুরি গেট, বাইশগাজি ওয়াল ইত্যাদি একাধিক ঐতিহাসিক নিদর্শন দেখা হয়েছে। আরও অনেকগুলো ঐতিহাসিক স্থাপত্য রয়েছে তবে একদিনে দেখা হবে না সবগুলো।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
ভারত-বাংলাদেশ সীমান্তের গা ঘেষা এই গৌড় নগরী ইতিহাস অনেকের জানা। লেখা রয়েছে বইয়ের পাতাতেও। তবুও আজও গৌড় নগরীর ইতিহাস কে কাছে থেকে জানতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ভারত-বাংলাদেশ সীমান্তের গা ঘেষা এই গৌড় নগরী ইতিহাস অনেকের জানা। লেখা রয়েছে বইয়ের পাতাতেও। তবুও আজও গৌড় নগরীর ইতিহাস কে কাছে থেকে জানতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement