#MakeYourOwnMask: সেলাই না করেই বাড়িতে বানিয়ে ফেলুন মাস্ক, জেনে নিন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন বাড়িতে বসেই বিনা সেলাই কীভাবে তৈরি করবেন মাস্ক
করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু মাস্ক কই? ভারতে মাস্কের হাহাকার৷ বাজার তৌ দূর, ই-কমার্স সাইটগুলিতেও মাস্ক নেই৷ তা হলে উপায়? এমনকী কোথাও কোথাও মাস্ক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও খবর৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে N95 মাস্ক অত্যন্ত জরুরি৷ কারণ, সার্জিক্যাল মাস্ক ও রেসপিরেটর রাখতে হবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য৷ যাঁদের সবচেয়ে বেশি ঝুঁকি৷ এহেন পরিস্থিতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাস্ক৷
advertisement
প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ ইঞ্চি x ৭ ইঞ্চির কাপড় ও শিশুদের জন্য ৭ ইঞ্চি x ৫ ইঞ্চির কাপড় প্রয়োজন। কাচির সাহায্যে গেঞ্জির নিচের অংশ কেটে নিন ।
advertisement
এর পর মাস্ক বানানোর জন্য কাটা কাপড়টি নিন। এবার যে কোনও এক দিক থেকে ৬.৭ ইঞ্ছি মেপে কাপরটি মাঝের অংশটি কেটে বাদ দিয়ে দিন। ঠিক যেমন ছবিতে দেখানও হয়েছে।
advertisement