এ বছর মকর সংক্রান্তি কবে পালিত হবে? জানুন এই পুণ্য তিথির মাহাত্ম্য

Last Updated:
Makar Sankranti 2023: জ্যোতিষশাস্ত্র বলে সূর্য এই পর্বে মকর রাশিতে প্রবেশ করে
1/12
সামনেই মকর সংক্রান্তি৷ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিতে এই দিনটির গুরুত্ব গভীর প্রাচীন কাল থেকেই৷
সামনেই মকর সংক্রান্তি৷ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিতে এই দিনটির গুরুত্ব গভীর প্রাচীন কাল থেকেই৷
advertisement
2/12
ভারতের নানা প্রান্তে বিভিন্ন নামে এই তিথি পালন ও উদযাপন করা হয়৷ অনেক অ‍ঞ্চলেই এই তিথিতে ঘুড়ি ওড়ানো হয়।
ভারতের নানা প্রান্তে বিভিন্ন নামে এই তিথি পালন ও উদযাপন করা হয়৷ অনেক অ‍ঞ্চলেই এই তিথিতে ঘুড়ি ওড়ানো হয়।
advertisement
3/12
জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে এই সময় গুরুত্বপূর্ণ৷ কারণ এ সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়৷ অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি অবস্থান করে৷
জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে এই সময় গুরুত্বপূর্ণ৷ কারণ এ সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়৷ অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি অবস্থান করে৷
advertisement
4/12
উত্তরায়ণের প্রভাব পড়ে ঋতু পরিবর্তনের উপর৷ শীতের বিদায় লগ্নের পূর্বাভাস এই সময় থেকেই৷
উত্তরায়ণের প্রভাব পড়ে ঋতু পরিবর্তনের উপর৷ শীতের বিদায় লগ্নের পূর্বাভাস এই সময় থেকেই৷
advertisement
5/12
তাছাড়া উত্তরায়ণে আবার উত্তর গোলার্ধে দিনের স্থায়িত্ব একটু একটু করে বাড়তে থাকে৷ দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা৷
তাছাড়া উত্তরায়ণে আবার উত্তর গোলার্ধে দিনের স্থায়িত্ব একটু একটু করে বাড়তে থাকে৷ দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা৷
advertisement
6/12
জ্যোতিষশাস্ত্র বলে সূর্য এই পর্বে মকর রাশিতে প্রবেশ করে৷
জ্যোতিষশাস্ত্র বলে সূর্য এই পর্বে মকর রাশিতে প্রবেশ করে৷
advertisement
7/12
বাংলায় মকর সংক্রান্তি পালনের অন্যতম অঙ্গ পিঠে পুলি এবং পায়েস৷ গঙ্গা এবং অন্যান্য বড় নদীর সঙ্গমস্থলে স্নান করেন পুণ্যার্থীরা।
বাংলায় মকর সংক্রান্তি পালনের অন্যতম অঙ্গ পিঠে পুলি এবং পায়েস৷ গঙ্গা এবং অন্যান্য বড় নদীর সঙ্গমস্থলে স্নান করেন পুণ্যার্থীরা।
advertisement
8/12
বাংলা ক্যালেন্ডার তথা পঞ্জিকা অনুসারে এই সময় পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস শুরু হয়৷
বাংলা ক্যালেন্ডার তথা পঞ্জিকা অনুসারে এই সময় পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস শুরু হয়৷
advertisement
9/12
পৌষের শেষ দিনটিকেই মকর সংক্রান্তি বলে পালন করা হয়৷
পৌষের শেষ দিনটিকেই মকর সংক্রান্তি বলে পালন করা হয়৷
advertisement
10/12
এ বছর কবে মকর সংক্রান্তি, তা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে৷ একটি মত বলছে, শনিবার, ১৪ জানুয়ারি রাত ৮ টা ২১ মিনিটে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে সূর্য৷ তাই সেদিনই মকর সংক্রান্তি৷
এ বছর কবে মকর সংক্রান্তি, তা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে৷ একটি মত বলছে, শনিবার, ১৪ জানুয়ারি রাত ৮ টা ২১ মিনিটে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে সূর্য৷ তাই সেদিনই মকর সংক্রান্তি৷
advertisement
11/12
আবার ক্যালেন্ডার অনুযায়ী এ বছর পৌষের শেষ দিন পড়েছে ১৫ জানুয়ারি৷ তাই সেদিনই মকর সংক্রান্তি বলে পালন করার বিধান দেওয়া হচ্ছে৷
আবার ক্যালেন্ডার অনুযায়ী এ বছর পৌষের শেষ দিন পড়েছে ১৫ জানুয়ারি৷ তাই সেদিনই মকর সংক্রান্তি বলে পালন করার বিধান দেওয়া হচ্ছে৷
advertisement
12/12
কৃষিকাজের সঙ্গেও মকর সংক্রান্তির গভীর সম্পর্ক৷ এ সময় নতুন ফসল কৃষকের ঘরে ওঠে৷ পঞ্জাবে 'লোহড়ী', তামিলনাড়ুতে 'পোঙ্গল' এবং উত্তরপ্রদেশ ও বিহারে এই তিথি পালিত হয় 'খিচড়ী' নামে৷
কৃষিকাজের সঙ্গেও মকর সংক্রান্তির গভীর সম্পর্ক৷ এ সময় নতুন ফসল কৃষকের ঘরে ওঠে৷ পঞ্জাবে 'লোহড়ী', তামিলনাড়ুতে 'পোঙ্গল' এবং উত্তরপ্রদেশ ও বিহারে এই তিথি পালিত হয় 'খিচড়ী' নামে৷
advertisement
advertisement
advertisement