Maha Shivratri 2024: মহা শিবরাত্রিতে করুন এই কাজ, দেবাদিদেবের আশীর্বাদে বাধা বিঘ্ন দূর হয়ে জীবনে আসবে অর্থবৃষ্টি ও সৌভাগ্য

Last Updated:
Maha Shivratri 2024: জেনে নিন এই তিথিতে কী কী করলে মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থ, সৌভাগ্য ও শান্তি বিরাজ করবে ।
1/9
রাত পোহালেই মহা শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পূজিত হবেন দেবাদিদেব মহাদেব। শৈব ভক্ত ও পুণ্যার্থীদের কাছে এই তিথি তথা পুণ্যদিন বিশেষ গুরুত্বপূর্ণ।
রাত পোহালেই মহা শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পূজিত হবেন দেবাদিদেব মহাদেব। শৈব ভক্ত ও পুণ্যার্থীদের কাছে এই তিথি তথা পুণ্যদিন বিশেষ গুরুত্বপূর্ণ।
advertisement
2/9
এই তিথিতে কিছু নিয়ম পালন করলে মহাদেব সন্তুষ্ট হন বলেই বিশ্বাস। তাঁর আশীর্বাদে দূর হয় জীবনের সব বাধা বিঘ্ন। জেনে নিন এই তিথিতে কী কী করলে মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থ, সৌভাগ্য ও শান্তি বিরাজ করবে । বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী।
এই তিথিতে কিছু নিয়ম পালন করলে মহাদেব সন্তুষ্ট হন বলেই বিশ্বাস। তাঁর আশীর্বাদে দূর হয় জীবনের সব বাধা বিঘ্ন। জেনে নিন এই তিথিতে কী কী করলে মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থ, সৌভাগ্য ও শান্তি বিরাজ করবে । বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/9
 শৈব ভক্তরা এই তিথিতে নিষ্ঠাভরে উপবাস ব্রত পালন করেন। মনে করা হয় এর ফলে চিত্তশুদ্ধি হয়।
শৈব ভক্তরা এই তিথিতে নিষ্ঠাভরে উপবাস ব্রত পালন করেন। মনে করা হয় এর ফলে চিত্তশুদ্ধি হয়।
advertisement
4/9
এই তিথিতে মন্ত্রপাঠ করা হয় বিভিন্ন মুহূর্তে। শুদ্ধ মনে মন্ত্রপাঠে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস ভক্তদের।
এই তিথিতে মন্ত্রপাঠ করা হয় বিভিন্ন মুহূর্তে। শুদ্ধ মনে মন্ত্রপাঠে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস ভক্তদের।
advertisement
5/9
এই পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবকে নানা উপচার নিবেদন করা হয়। তাঁর পূজার অর্ঘ্যে থাকে দুধ, দই, মধু, ঘি, চন্দন প্রলেপন, আখের রস, গঙ্গাজল-সহ নানা উপাদান।
এই পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবকে নানা উপচার নিবেদন করা হয়। তাঁর পূজার অর্ঘ্যে থাকে দুধ, দই, মধু, ঘি, চন্দন প্রলেপন, আখের রস, গঙ্গাজল-সহ নানা উপাদান।
advertisement
6/9
পূজার উপচারের মধ্যে অন্যতম দেশি গব্য ঘৃতের প্রদীপ। এর সঙ্গে ফুল, মাল অর্পণ করে আরতি সম্পন্ন করা হয়।
পূজার উপচারের মধ্যে অন্যতম দেশি গব্য ঘৃতের প্রদীপ। এর সঙ্গে ফুল, মাল অর্পণ করে আরতি সম্পন্ন করা হয়।
advertisement
7/9
এই পুণ্যলগ্নে অনেকেই শিবমন্দিরে যান পুজো দিতে। যদি তা সম্ভব না হয়, বাড়িতেও নিষ্ঠা ভরে সমাপন করতে পারেন মহাদেবের পুজো।
এই পুণ্যলগ্নে অনেকেই শিবমন্দিরে যান পুজো দিতে। যদি তা সম্ভব না হয়, বাড়িতেও নিষ্ঠা ভরে সমাপন করতে পারেন মহাদেবের পুজো।
advertisement
8/9
অন্যান্য পুণ্যতিথির মতো শিবরাত্রিতেও পুণ্যনদীতে স্নান করা মঙ্গলজনক বলে মনে করা হয়। মনে করা হয় এর ফলে জীবন থেকে বাধা বিঘ্ন ও ক্লেশ দূরীভূত হয়।
অন্যান্য পুণ্যতিথির মতো শিবরাত্রিতেও পুণ্যনদীতে স্নান করা মঙ্গলজনক বলে মনে করা হয়। মনে করা হয় এর ফলে জীবন থেকে বাধা বিঘ্ন ও ক্লেশ দূরীভূত হয়।
advertisement
9/9
মহাশিবরাত্রির পুণ্যলগ্নে ধর্মীয় গ্রন্থপাঠ করলেও মঙ্গললাভ হয় বলে বিশ্বাস।
মহাশিবরাত্রির পুণ্যলগ্নে ধর্মীয় গ্রন্থপাঠ করলেও মঙ্গললাভ হয় বলে বিশ্বাস।
advertisement
advertisement
advertisement